
সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি ইহুদি ধর্মীয় নেতা জভি কোগানকে হত্যার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে অভিযুক্তদের কোনো পরিচয় বা হত্যার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
এর আগে আবু ধাবি থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে ওমান সীমান্তের কাছে আল–আইন শহর থেকে কোগানের মৃতদেহ উদ্ধার করা হয়।
২৮ বছর বয়সী জভি কোগান সস্ত্রীক দুবাইয়ের বাসিন্দা ছিলেন। সেখানে একটি সুপারমার্কেট পরিচালনা করতেন। ইসরায়েল–মলডোভার দ্বৈত নাগরিক কোগান ইহুদি ধর্মের কট্টরপন্থী চাবাদ সম্প্রদায়ের নেতা ছিলেন।
চাবাদ একটি ধর্মীয় সংগঠন, যা ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টা করে। সংযুক্ত আরব আমিরাতে এই সংগঠনের শাখা হাজার হাজার ইহুদি বাসিন্দা ও পর্যটক নিয়ে কাজ করে।
ওয়াইনেট নিউজ সাইটের বরাতে টাইমস অব ইসরায়েল জানায়, কোগানের গাড়িটি আল–আইন শহরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। গাড়িতে ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে।
তদন্ত কর্মকর্তাদের দাবি, কোগানের ওপর হামলা চালাতে কিছু উজবেক নাগরিককে নিয়োগ দিয়েছিল ইরান। তাঁরা এ হামলার পর তুরস্কে পালিয়ে গেছেন।
এই ঘটনাকে ‘সন্ত্রাসী এবং ইহুদিবিদ্বেষী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, জভি কোগানের হত্যাকাণ্ড একটি ইহুদিবিদ্বেষী ও সন্ত্রাসী ঘটনা। ইসরায়েল সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে দোষীদের বিচারের আওতায় আনবে।
কোগান নিখোঁজ হওয়ার ঘটনায় ইসরায়েল সরকার সংযুক্ত আরব আমিরাতে সফরের বিষয়ে সতর্কতা জারি করেছে। ইহুদি নাগরিকদের দেশটিতে অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া না যাওয়ার অনুরোধ করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে সন্ত্রাসীদের তৎপরতা রয়েছে, যা দেশটিতে অবস্থানরত বা সফররত ইসরায়েলি নাগরিকদের জন্য ঝুঁকির কারণ হতে পারে।
২০২০ সালে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত। দক্ষিণ লেবানন ও গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার বিষয়ে আরব আমিরাত বরাবর নীরব।

সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি ইহুদি ধর্মীয় নেতা জভি কোগানকে হত্যার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে অভিযুক্তদের কোনো পরিচয় বা হত্যার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
এর আগে আবু ধাবি থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে ওমান সীমান্তের কাছে আল–আইন শহর থেকে কোগানের মৃতদেহ উদ্ধার করা হয়।
২৮ বছর বয়সী জভি কোগান সস্ত্রীক দুবাইয়ের বাসিন্দা ছিলেন। সেখানে একটি সুপারমার্কেট পরিচালনা করতেন। ইসরায়েল–মলডোভার দ্বৈত নাগরিক কোগান ইহুদি ধর্মের কট্টরপন্থী চাবাদ সম্প্রদায়ের নেতা ছিলেন।
চাবাদ একটি ধর্মীয় সংগঠন, যা ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টা করে। সংযুক্ত আরব আমিরাতে এই সংগঠনের শাখা হাজার হাজার ইহুদি বাসিন্দা ও পর্যটক নিয়ে কাজ করে।
ওয়াইনেট নিউজ সাইটের বরাতে টাইমস অব ইসরায়েল জানায়, কোগানের গাড়িটি আল–আইন শহরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। গাড়িতে ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে।
তদন্ত কর্মকর্তাদের দাবি, কোগানের ওপর হামলা চালাতে কিছু উজবেক নাগরিককে নিয়োগ দিয়েছিল ইরান। তাঁরা এ হামলার পর তুরস্কে পালিয়ে গেছেন।
এই ঘটনাকে ‘সন্ত্রাসী এবং ইহুদিবিদ্বেষী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, জভি কোগানের হত্যাকাণ্ড একটি ইহুদিবিদ্বেষী ও সন্ত্রাসী ঘটনা। ইসরায়েল সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে দোষীদের বিচারের আওতায় আনবে।
কোগান নিখোঁজ হওয়ার ঘটনায় ইসরায়েল সরকার সংযুক্ত আরব আমিরাতে সফরের বিষয়ে সতর্কতা জারি করেছে। ইহুদি নাগরিকদের দেশটিতে অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া না যাওয়ার অনুরোধ করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে সন্ত্রাসীদের তৎপরতা রয়েছে, যা দেশটিতে অবস্থানরত বা সফররত ইসরায়েলি নাগরিকদের জন্য ঝুঁকির কারণ হতে পারে।
২০২০ সালে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত। দক্ষিণ লেবানন ও গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার বিষয়ে আরব আমিরাত বরাবর নীরব।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মিশন প্রাঙ্গণে রাখা শোক বইয়ে স্বাক্ষর করে তিনি বাংলাদেশের অন্যতম প্রভাবশালী এই রাজনৈতিক
২১ মিনিট আগে
গত বছরের নভেম্বরে ইউরোপের বাইরে ১৯টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা আবেদন স্থগিত করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গ্রিন কার্ড ও মার্কিন নাগরিকত্বের আবেদনও ছিল। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার উদ্বেগ দেখিয়ে ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। তালিকায় আফ্রিকার একাধিক দেশও ছিল।
১ ঘণ্টা আগে
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহত ব্যক্তির নাম আমিরহোসাম খোদায়ারি ফার্দ (২১)। তিনি ইরানের আধা সামরিক বাহিনী বাসিজের সদস্য ছিলেন। তবে বিক্ষোভ দমন করতে গিয়ে তিনি প্রাণ হারান বলে দাবি করা হলেও বার্তা সংস্থা রয়টার্স স্বতন্ত্রভাবে এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।
২ ঘণ্টা আগে
বিশ্বমঞ্চে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছে ভারতের অর্থনীতি। দেশটির সরকারের বার্ষিক অর্থনৈতিক পর্যালোচনা অনুযায়ী, মোট দেশজ উৎপাদন (জিডিপি) বিবেচনায় ভারত জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। বর্তমানে ভারতের জিডিপির আকার দাঁড়িয়েছে প্রায় ৪.১৮ ট্রিলিয়ন মার্কিন ডলার।
২ ঘণ্টা আগে