আজকের পত্রিকা ডেস্ক

ইসরায়েলের উদ্ধারকারী সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডোম দক্ষিণ ইসরায়েলে হামলার পরের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। তারা জানিয়েছে, এই মুহূর্তে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তাদের দলগুলোকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।
ইসরায়েলি সামরিক বাহিনী নাগরিকদের প্রাথমিক সতর্কবার্তা দেওয়ার পরপরই রকেট হামলা এবং সেগুলোর প্রতিরোধে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
প্রত্যক্ষদর্শীরা এখন সোশ্যাল মিডিয়ায় নেগেভের বেয়েরশেভায় আগুন এবং ধোঁয়ার কুণ্ডলীর ছবি পোস্ট করছেন।
এদিকে ইসরায়েলের বিরশেভায় মাইক্রোসফটের কার্যালয়ের কাছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাচ্ছে।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা একটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এরপর বিরশেভা শহরের একটি স্থানে আগুন ধরে গেলে জরুরি পরিষেবাগুলো সেখানে পৌঁছে যায়।
ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডোম কর্তৃক প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দক্ষিণাঞ্চলীয় এই শহরের একটি রাস্তায় বেশ কয়েকটি স্থানে আগুন জ্বলছে। আগুন লাগার স্থানটি একটি প্রযুক্তি পার্কের কাছাকাছি, যেখানে একটি মাইক্রোসফট কার্যালয়ও রয়েছে।
ইসরায়েল পুলিশ জানিয়েছে, তারা দেশের দক্ষিণাঞ্চলে খোলা জায়গায় গোলা পড়ার খবর পেয়েছে। তারা আরও জানিয়েছে, এতে সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল বৃহস্পতিবার বিরশেভার একটি বড় হাসপাতাল সোরোকা মেডিকেল সেন্টার ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়।
বিরশেভা নেগেভ মরুভূমিতে অবস্থিত। সেখানে ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটি রয়েছে।

ইসরায়েলের উদ্ধারকারী সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডোম দক্ষিণ ইসরায়েলে হামলার পরের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। তারা জানিয়েছে, এই মুহূর্তে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তাদের দলগুলোকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।
ইসরায়েলি সামরিক বাহিনী নাগরিকদের প্রাথমিক সতর্কবার্তা দেওয়ার পরপরই রকেট হামলা এবং সেগুলোর প্রতিরোধে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
প্রত্যক্ষদর্শীরা এখন সোশ্যাল মিডিয়ায় নেগেভের বেয়েরশেভায় আগুন এবং ধোঁয়ার কুণ্ডলীর ছবি পোস্ট করছেন।
এদিকে ইসরায়েলের বিরশেভায় মাইক্রোসফটের কার্যালয়ের কাছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাচ্ছে।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা একটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এরপর বিরশেভা শহরের একটি স্থানে আগুন ধরে গেলে জরুরি পরিষেবাগুলো সেখানে পৌঁছে যায়।
ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডোম কর্তৃক প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দক্ষিণাঞ্চলীয় এই শহরের একটি রাস্তায় বেশ কয়েকটি স্থানে আগুন জ্বলছে। আগুন লাগার স্থানটি একটি প্রযুক্তি পার্কের কাছাকাছি, যেখানে একটি মাইক্রোসফট কার্যালয়ও রয়েছে।
ইসরায়েল পুলিশ জানিয়েছে, তারা দেশের দক্ষিণাঞ্চলে খোলা জায়গায় গোলা পড়ার খবর পেয়েছে। তারা আরও জানিয়েছে, এতে সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল বৃহস্পতিবার বিরশেভার একটি বড় হাসপাতাল সোরোকা মেডিকেল সেন্টার ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়।
বিরশেভা নেগেভ মরুভূমিতে অবস্থিত। সেখানে ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটি রয়েছে।

বিশ্বমঞ্চে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছে ভারতের অর্থনীতি। দেশটির সরকারের বার্ষিক অর্থনৈতিক পর্যালোচনা অনুযায়ী, মোট দেশজ উৎপাদন (জিডিপি) বিবেচনায় ভারত জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। বর্তমানে ভারতের জিডিপির আকার দাঁড়িয়েছে প্রায় ৪.১৮ ট্রিলিয়ন মার্কিন ডলার।
১৫ মিনিট আগে
তলানিতে নামা জন্মহার টেনে তুলতে এবার এক বিচিত্র কৌশল নিয়েছে চীনা সরকার। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে দেশটিতে কনডমসহ সব ধরনের জন্মনিয়ন্ত্রণসামগ্রীর ওপর ১৩ শতাংশ বিক্রয় কর বা ভ্যাট কার্যকর করা হয়েছে। বিপরীতে, শিশুর যত্ন, বিবাহসংক্রান্ত ও বয়স্কদের সেবাকে ভ্যাটমুক্ত ঘোষণা করেছে বেইজিং।
২৭ মিনিট আগে
সুইজারল্যান্ডের অভিজাত স্কি রিসোর্ট ক্র্যান-মন্টানায় থার্টিফার্স্ট নাইটের এক জনাকীর্ণ বারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ড পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ–আইপিএলে বাংলাদেশে ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ানোর কারণে বলিউড অভিনেতা ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে গাদ্দার বা দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে