
লেবাননে গত মঙ্গলবার পেজার বিস্ফোরণের পরই বিপর্যস্ত সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ ঘোষণা দিয়েছিল, বৃহস্পতিবার তাদের শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ এই বিষয়ে বক্তব্য দেবেন। তবে এর আগেই গতকাল বুধবার দ্বিতীয় দফা বিস্ফোরণের মুখোমুখি হয়েছে সংগঠনটির সদস্যরা। এবার বিস্ফোরিত হয়েছে তাঁদের ওয়াকি-টকিগুলো। তবে পূর্ব নির্ধারিত সময়েই আজ বৃহস্পতিবার একটি টেলিভিশনে এই বিস্ফোরণের বিষয়ে ভাষণ দিয়েছেন নাসরুল্লাহ। দুই দফা বিস্ফোরণের ঘটনাকে তিনি ‘ইসরায়েলি হামলা’ বলে উল্লেখ করেছেন এবং এই হামলার মধ্য দিয়ে ইসরায়েল যুদ্ধ ঘোষণা করেছে বলেও মন্তব্য করেছেন।
এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে ভাষণ দিয়েছেন। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ পিছু হটবে না বলেও উল্লেখ করেন তিনি।
দুই দফা বিস্ফোরণের ঘটনায় হিজবুল্লাহর প্রতিক্রিয়া কী হবে, সেই বিষয়ে নাসরুল্লাহ বলেন, ‘যারা প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন, গাজার নামে যুদ্ধ করেছেন, তাঁদের সবার নামে বলছি, শত্রু নেতানিয়াহু ও গ্যালান্তকেও বলতে চাই, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লেবানন এখানেই থামবে না। গাজা ও পশ্চিম তীরের মানুষকে সমর্থন দিয়ে যাবে লেবাননের প্রতিরোধ বাহিনী।’
লেবাননে ইলেকট্রিক হামলার প্রসঙ্গে নাসরুল্লাহ বলেন, ‘আমাদের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ফেলেছে ইসরায়েল। গত দুই দিনে দুই মিনিটে পাঁচ হাজার জনকে হত্যার চেষ্টা করেছে তারা। লেবানন শুধু নয়, বিশ্বের ইতিহাসেও এই ঘটনা নজিরবিহীন।’
পেজার এবং ওয়াকিটকি হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে নাসরুল্লাহ বলেন, ‘অনেক নিরপরাধ মানুষ ও শিশু এ হামলার লক্ষ্যবস্তু হয়েছে। প্রায় চার হাজার পেজারে বিস্ফোরক বসানো হয়েছিল।’
এদিকে যখন নাসরুল্লাহর ভাষণ প্রচারিত হচ্ছিল, সেই সময়টিতেই বৈরুতে বিমান হামলা চালায় ইসরায়েল। এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা বাহিনী বলেছে, তারা হিজবুল্লাহকে ধ্বংস করতে কাজ করছে। তবে লেবাননে ইলেকট্রনিক হামলার অভিযোগ এখনো স্বীকার করেনি ইসরায়েল।

লেবাননে গত মঙ্গলবার পেজার বিস্ফোরণের পরই বিপর্যস্ত সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ ঘোষণা দিয়েছিল, বৃহস্পতিবার তাদের শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ এই বিষয়ে বক্তব্য দেবেন। তবে এর আগেই গতকাল বুধবার দ্বিতীয় দফা বিস্ফোরণের মুখোমুখি হয়েছে সংগঠনটির সদস্যরা। এবার বিস্ফোরিত হয়েছে তাঁদের ওয়াকি-টকিগুলো। তবে পূর্ব নির্ধারিত সময়েই আজ বৃহস্পতিবার একটি টেলিভিশনে এই বিস্ফোরণের বিষয়ে ভাষণ দিয়েছেন নাসরুল্লাহ। দুই দফা বিস্ফোরণের ঘটনাকে তিনি ‘ইসরায়েলি হামলা’ বলে উল্লেখ করেছেন এবং এই হামলার মধ্য দিয়ে ইসরায়েল যুদ্ধ ঘোষণা করেছে বলেও মন্তব্য করেছেন।
এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে ভাষণ দিয়েছেন। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ পিছু হটবে না বলেও উল্লেখ করেন তিনি।
দুই দফা বিস্ফোরণের ঘটনায় হিজবুল্লাহর প্রতিক্রিয়া কী হবে, সেই বিষয়ে নাসরুল্লাহ বলেন, ‘যারা প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন, গাজার নামে যুদ্ধ করেছেন, তাঁদের সবার নামে বলছি, শত্রু নেতানিয়াহু ও গ্যালান্তকেও বলতে চাই, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লেবানন এখানেই থামবে না। গাজা ও পশ্চিম তীরের মানুষকে সমর্থন দিয়ে যাবে লেবাননের প্রতিরোধ বাহিনী।’
লেবাননে ইলেকট্রিক হামলার প্রসঙ্গে নাসরুল্লাহ বলেন, ‘আমাদের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ফেলেছে ইসরায়েল। গত দুই দিনে দুই মিনিটে পাঁচ হাজার জনকে হত্যার চেষ্টা করেছে তারা। লেবানন শুধু নয়, বিশ্বের ইতিহাসেও এই ঘটনা নজিরবিহীন।’
পেজার এবং ওয়াকিটকি হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে নাসরুল্লাহ বলেন, ‘অনেক নিরপরাধ মানুষ ও শিশু এ হামলার লক্ষ্যবস্তু হয়েছে। প্রায় চার হাজার পেজারে বিস্ফোরক বসানো হয়েছিল।’
এদিকে যখন নাসরুল্লাহর ভাষণ প্রচারিত হচ্ছিল, সেই সময়টিতেই বৈরুতে বিমান হামলা চালায় ইসরায়েল। এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা বাহিনী বলেছে, তারা হিজবুল্লাহকে ধ্বংস করতে কাজ করছে। তবে লেবাননে ইলেকট্রনিক হামলার অভিযোগ এখনো স্বীকার করেনি ইসরায়েল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘যেকোনো উপায়ে’ গ্রিনল্যান্ড দখলের অঙ্গীকারের পর গতকাল শুক্রবার ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ক্যাপিটল হিলের আইনপ্রণেতাদের একটি দল। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, এ দলে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই পক্ষের আইনপ্রণেতারাই ছিলেন।
৩০ মিনিট আগে
সিরিয়ার রাজনীতিতে কয়েক দশকের বৈষম্য ঘুচিয়ে কুর্দিদের মূলধারায় ফিরিয়ে নিতে বড় পদক্ষেপ নিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। গতকাল শুক্রবার এক বিশেষ অধ্যাদেশে তিনি কুর্দিদের সিরিয়ার ‘অপরিহার্য ও আদি’ অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
৩৪ মিনিট আগে
ধর্ষণ নিয়ে ভারতের মধ্যপ্রদেশের ভাণ্ডের এলাকার কংগ্রেস বিধায়ক ফুল সিং বারাইয়ার সাম্প্রতিক বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক বিভিন্ন সংগঠন তাঁর বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে।
১ ঘণ্টা আগে
ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা এবং ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে জড়িত দেশগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকির মুখে চাবাহার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।
৫ ঘণ্টা আগে