
ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে একটি চুক্তির প্রায় চূড়ান্ত খসড়া নিয়ে আলোচনার জন্য বৈঠক করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে রয়টার্স খবরটি দিয়েছে।
সৌদি শহর ধাহরানে অনুষ্ঠিত এই বৈঠক সম্পর্কে এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে কৌশলগত চুক্তির সেমিফাইনাল সংস্করণ পর্যালোচনা করা হয়েছে, যা প্রায় চূড়ান্ত করা হচ্ছে।
মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা এবং বেসামরিক পারমাণবিক সহায়তার ব্যাপারে ওয়াশিংটন ও রিয়াদ একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার খুব কাছে পৌঁছেছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। তবে মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপটে সৌদি-ইসরায়েল সম্পর্কের স্বাভাবিকীকরণ চুক্তির বাস্তবায়নকে ধরা হয় ব্যাপক আকারের দর কষাকষির ক্ষেত্র হিসেবে। সেটি এখনো রয়ে গেছে নাগালের বাইরে।
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার বৈঠকে ইসরায়েল ও ফিলিস্তিনিদের জন্য দ্বিরাষ্ট্র সমাধানের জন্য একটি নির্ভরযোগ্য উপায় খুঁজে বের করার প্রয়োজনীয়তা, গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ এবং সেখানে মানবিক সহায়তা প্রবেশের পথ সুগম করা নিয়েও আলোচনা হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে।
গত শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছিল যে, জ্যাক সুলিভান গাজাসহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়ে আলোচনা করতে সৌদি আরব ও ইসরায়েল সফর করবেন এবং অঞ্চলটিতে স্থায়ী শান্তি ও নিরাপত্তা অর্জনের প্রচেষ্টা চালাবেন।
সাধারণত বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যেই পারমাণবিক চুক্তি করা হয়ে থাকে। সে হিসাবে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের পারমাণবিক চুক্তি করার ব্যাপারে তীব্র আকাঙ্ক্ষা থাকার কথা নয়। তবে একটি উচ্চাভিলাষী দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে যথেষ্ট পরিমাণ নবায়নযোগ্য শক্তি তৈরি এবং কার্বন নির্গমন কমাতে চাইছে সৌদি আরব।
তবে সমালোচকেরা বলছেন, কখনো পারমাণবিক অস্ত্র নির্মাণের প্রয়োজন দেখা দিলে যাতে সহজে সেই লক্ষ্য অর্জন করা যায়, তা নিশ্চিত করতে সৌদি আরব এই উদ্যোগ নিয়েছে।
অন্যদিকে ওয়াশিংটনের দাবি, চুক্তিতে বিষয়টি প্রতিহত করার জন্য শর্ত থাকছে।

ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে একটি চুক্তির প্রায় চূড়ান্ত খসড়া নিয়ে আলোচনার জন্য বৈঠক করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে রয়টার্স খবরটি দিয়েছে।
সৌদি শহর ধাহরানে অনুষ্ঠিত এই বৈঠক সম্পর্কে এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে কৌশলগত চুক্তির সেমিফাইনাল সংস্করণ পর্যালোচনা করা হয়েছে, যা প্রায় চূড়ান্ত করা হচ্ছে।
মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা এবং বেসামরিক পারমাণবিক সহায়তার ব্যাপারে ওয়াশিংটন ও রিয়াদ একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার খুব কাছে পৌঁছেছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। তবে মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপটে সৌদি-ইসরায়েল সম্পর্কের স্বাভাবিকীকরণ চুক্তির বাস্তবায়নকে ধরা হয় ব্যাপক আকারের দর কষাকষির ক্ষেত্র হিসেবে। সেটি এখনো রয়ে গেছে নাগালের বাইরে।
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার বৈঠকে ইসরায়েল ও ফিলিস্তিনিদের জন্য দ্বিরাষ্ট্র সমাধানের জন্য একটি নির্ভরযোগ্য উপায় খুঁজে বের করার প্রয়োজনীয়তা, গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ এবং সেখানে মানবিক সহায়তা প্রবেশের পথ সুগম করা নিয়েও আলোচনা হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে।
গত শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছিল যে, জ্যাক সুলিভান গাজাসহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়ে আলোচনা করতে সৌদি আরব ও ইসরায়েল সফর করবেন এবং অঞ্চলটিতে স্থায়ী শান্তি ও নিরাপত্তা অর্জনের প্রচেষ্টা চালাবেন।
সাধারণত বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যেই পারমাণবিক চুক্তি করা হয়ে থাকে। সে হিসাবে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের পারমাণবিক চুক্তি করার ব্যাপারে তীব্র আকাঙ্ক্ষা থাকার কথা নয়। তবে একটি উচ্চাভিলাষী দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে যথেষ্ট পরিমাণ নবায়নযোগ্য শক্তি তৈরি এবং কার্বন নির্গমন কমাতে চাইছে সৌদি আরব।
তবে সমালোচকেরা বলছেন, কখনো পারমাণবিক অস্ত্র নির্মাণের প্রয়োজন দেখা দিলে যাতে সহজে সেই লক্ষ্য অর্জন করা যায়, তা নিশ্চিত করতে সৌদি আরব এই উদ্যোগ নিয়েছে।
অন্যদিকে ওয়াশিংটনের দাবি, চুক্তিতে বিষয়টি প্রতিহত করার জন্য শর্ত থাকছে।

সিরীয় সরকার এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে এসডিএফ তাদের বাহিনীকে ইউফ্রেটিস বা ফোরাত নদীর পশ্চিম তীরবর্তী এলাকাগুলো থেকে প্রত্যাহার করে নেবে। গতকাল রোববার এই চুক্তি হয়।
১ ঘণ্টা আগে
স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত এবং ৩০ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।
২ ঘণ্টা আগে
মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে