
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দাবি করেছে, গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় তাদের হাতে জিম্মিদের মধ্যে ৬০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানান হয় এ খবর।
হামাসের সামরিক শাখা ইজ এল-দীন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা হামাসের টেলিগ্রাম অ্যাকাউন্টে বলেন, ‘৬০ জন নিখোঁজ বন্দীর ২৩ জনই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। মনে হচ্ছে, গাজায় দখলদারদের অব্যাহত নৃশংস আগ্রাসনের কারণে আমরা কখনই তাদের কাছে পৌঁছাতে পারব না।’
আল-কাসাম ব্রিগেডের এই দাবি যাচাই করে দেখতে পারেনি বলে জানিয়েছে রয়টার্স। গত মাসে হামাস দাবি করেছিল যে, তাদের হাতে থাকা অন্তত ৫০ জন বন্দী গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে।
গত বৃহস্পতিবার দুই মার্কিন কর্মকর্তা জানান, ৭ অক্টোবর হামাস ইসরায়েলের হামলা চালানোর পর থেকেই হামাসের হাতে থাকা জিম্মিদের খোঁজে গাজার ওপর নজরদারি করতে ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র।
এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে কথা বলতে গত শনিবার জর্ডানের রাজধানী আম্মান সফর করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সেখানে তিনি জানান, তাঁদের প্রধান লক্ষ্য হামাসের হাতে জিম্মিদের মুক্ত করা।
তেলআবিবে কিরিয়া সামরিক ঘাঁটিতে অবস্থিত আইডিএফের সদর দপ্তরের সামনে গতকাল শুক্রবার অবস্থান নেয় হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের পরিবার। সেখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি দাবি জানান হয় যে, সকল বন্দীকে মুক্তি না দেওয়া পর্যন্ত গাজায় যেন যুদ্ধবিরতিতে সম্মত না হয় ইসরায়েল। আর এ ব্যাপারে নেতানিয়াহু প্রকাশ্য ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্দীদের পরিবার আইডিএফ-এর সদর দপ্তরের সামনেই অবস্থান করার ঘোষণা দেয়।
ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য মতে, হামাসের হাতে মোট বন্দীর সংখ্যা ২৪০। এর মধ্যে সেনা সদস্য ছাড়াও রয়েছে বেসামরিক নাগরিক এবং কয়েকজন বিদেশি। এ পর্যন্ত ৪ জন বন্দীকে মুক্তি দিয়েছে হামাস।
গাজা প্রশাসনের জনসংযোগ কর্মকর্তা সালাম মারুফ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অক্টোবরের ৭ তারিখ থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় অন্তত সাড়ে ৯ হাজার মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩ হাজার ৯০০ জনই শিশু এবং ২ হাজার ৫০৯ জন নারী।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দাবি করেছে, গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় তাদের হাতে জিম্মিদের মধ্যে ৬০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানান হয় এ খবর।
হামাসের সামরিক শাখা ইজ এল-দীন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা হামাসের টেলিগ্রাম অ্যাকাউন্টে বলেন, ‘৬০ জন নিখোঁজ বন্দীর ২৩ জনই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। মনে হচ্ছে, গাজায় দখলদারদের অব্যাহত নৃশংস আগ্রাসনের কারণে আমরা কখনই তাদের কাছে পৌঁছাতে পারব না।’
আল-কাসাম ব্রিগেডের এই দাবি যাচাই করে দেখতে পারেনি বলে জানিয়েছে রয়টার্স। গত মাসে হামাস দাবি করেছিল যে, তাদের হাতে থাকা অন্তত ৫০ জন বন্দী গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে।
গত বৃহস্পতিবার দুই মার্কিন কর্মকর্তা জানান, ৭ অক্টোবর হামাস ইসরায়েলের হামলা চালানোর পর থেকেই হামাসের হাতে থাকা জিম্মিদের খোঁজে গাজার ওপর নজরদারি করতে ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র।
এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে কথা বলতে গত শনিবার জর্ডানের রাজধানী আম্মান সফর করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সেখানে তিনি জানান, তাঁদের প্রধান লক্ষ্য হামাসের হাতে জিম্মিদের মুক্ত করা।
তেলআবিবে কিরিয়া সামরিক ঘাঁটিতে অবস্থিত আইডিএফের সদর দপ্তরের সামনে গতকাল শুক্রবার অবস্থান নেয় হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের পরিবার। সেখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি দাবি জানান হয় যে, সকল বন্দীকে মুক্তি না দেওয়া পর্যন্ত গাজায় যেন যুদ্ধবিরতিতে সম্মত না হয় ইসরায়েল। আর এ ব্যাপারে নেতানিয়াহু প্রকাশ্য ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্দীদের পরিবার আইডিএফ-এর সদর দপ্তরের সামনেই অবস্থান করার ঘোষণা দেয়।
ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য মতে, হামাসের হাতে মোট বন্দীর সংখ্যা ২৪০। এর মধ্যে সেনা সদস্য ছাড়াও রয়েছে বেসামরিক নাগরিক এবং কয়েকজন বিদেশি। এ পর্যন্ত ৪ জন বন্দীকে মুক্তি দিয়েছে হামাস।
গাজা প্রশাসনের জনসংযোগ কর্মকর্তা সালাম মারুফ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অক্টোবরের ৭ তারিখ থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় অন্তত সাড়ে ৯ হাজার মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩ হাজার ৯০০ জনই শিশু এবং ২ হাজার ৫০৯ জন নারী।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
১ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৩ ঘণ্টা আগে