
গৃহযুদ্ধকবলিত সিরিয়ার একটি সামরিক একাডেমিতে ড্রোন হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৪০ জন। মধ্য সিরিয়ার হোমস প্রদেশের ওই সামরিক একাডেমিতে গতকাল বৃহস্পতিবার ক্যাডেটদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে এই ড্রোন হামলার ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা দেশটির স্বাস্থ্যমন্ত্রী ও একটি মানবাধিকার প্রতিষ্ঠানের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সিরিয়া সরকারের স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-ঘাবাশ জানিয়েছেন, ড্রোন হামলায় নিহতের সংখ্যা ১০০ নয়, ৮০ জন। তবে তিনি নিশ্চিত করেছেন, এই হামলায় অন্তত ২৪০ জন আগত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হাসান আল-ঘাবাশ।
সিরিয়ার সরকার নিহতের সংখ্যা ৮০ জন বললেও যুক্তরাজ্যভিত্তিক সিরীয় মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ১০০ জন। সিরিয়ার সরকারপন্থী একটি সশস্ত্র গোষ্ঠীও জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ১০০। তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি, আহতের সংখ্যা ২৪০ নয়, ১২৫ জন।
সিরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অনুষ্ঠানের একেবারে শেষ দিকে বিস্ফোরকভর্তি একটি ড্রোন হামলা চালায়। বিবৃতিতে সিরিয়ার সেনাবাহিনী দাবি করেছে, একটি বিদেশি রাষ্ট্রের মদদে এই হামলা পরিচালিত হয়েছে। তবে রাষ্ট্রটির নাম উল্লেখ করেনি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠীই এই হামলার দায় স্বীকার করেনি।
বিবৃতি থেকে আরও জানা গেছে, সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। কিন্তু হামলার মাত্র কয়েক মিনিট আগে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

গৃহযুদ্ধকবলিত সিরিয়ার একটি সামরিক একাডেমিতে ড্রোন হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৪০ জন। মধ্য সিরিয়ার হোমস প্রদেশের ওই সামরিক একাডেমিতে গতকাল বৃহস্পতিবার ক্যাডেটদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে এই ড্রোন হামলার ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা দেশটির স্বাস্থ্যমন্ত্রী ও একটি মানবাধিকার প্রতিষ্ঠানের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সিরিয়া সরকারের স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-ঘাবাশ জানিয়েছেন, ড্রোন হামলায় নিহতের সংখ্যা ১০০ নয়, ৮০ জন। তবে তিনি নিশ্চিত করেছেন, এই হামলায় অন্তত ২৪০ জন আগত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হাসান আল-ঘাবাশ।
সিরিয়ার সরকার নিহতের সংখ্যা ৮০ জন বললেও যুক্তরাজ্যভিত্তিক সিরীয় মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ১০০ জন। সিরিয়ার সরকারপন্থী একটি সশস্ত্র গোষ্ঠীও জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ১০০। তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি, আহতের সংখ্যা ২৪০ নয়, ১২৫ জন।
সিরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অনুষ্ঠানের একেবারে শেষ দিকে বিস্ফোরকভর্তি একটি ড্রোন হামলা চালায়। বিবৃতিতে সিরিয়ার সেনাবাহিনী দাবি করেছে, একটি বিদেশি রাষ্ট্রের মদদে এই হামলা পরিচালিত হয়েছে। তবে রাষ্ট্রটির নাম উল্লেখ করেনি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠীই এই হামলার দায় স্বীকার করেনি।
বিবৃতি থেকে আরও জানা গেছে, সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। কিন্তু হামলার মাত্র কয়েক মিনিট আগে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শিগগির দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে দেওয়া
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপ ও শুল্ক হুমকির মধ্যেও রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে ভারত এখনো শক্ত অবস্থানে। সাম্প্রতিক ছয় মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেলেও মোট আমদানির প্রায় এক-চতুর্থাংশ এখনো রুশ তেল থেকেই আসছে।
৮ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এক কড়া বক্তব্যে তিনি বলেছেন, ‘এসে ধরুন আমাকে। আমি এখানেই আপনাদের জন্য
৯ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে ‘ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর মতো অপহরণ করতে পারেন কি না’—এমন মন্তব্য করে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই মন্তব্যকে অনেকেই ‘অবাস্তব’, ‘হাস্যকর’ ও ‘দেশের জন্য অপমানজনক’ বলে
১১ ঘণ্টা আগে