
দুর্ভাগ্যজনকভাবে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন দুই বোন। বছরের পর বছর ধরে তাঁরা একে অপরকে খুঁজে বেড়িয়েছেন। অবশেষে ৩০ বছর পর তাঁদের মিলিয়ে দিল সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শহরের পুলিশ।
মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই বোনের পুনর্মিলনের প্রক্রিয়াটি শুরু হয়—সম্প্রতি ছোট বোন মিশর থেকে আমিরাতে এসে বড় বোনের খোঁজ শুরু করার পর। আমিরাতের ফুজাইরাহ পুলিশের কাছে তিনি বড় বোনকে খুঁজে পেতে সহযোগিতা চান।
পুলিশ জানায়, ওই দুই বোন মিসরের নাগরিক। এর মধ্যে বড় বোনের বিয়ে হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের এক নাগরিকের সঙ্গে। বিয়ের পর একবার আমিরাতে গিয়ে মেয়ের সংসার দেখেও এসেছিলেন তাঁদের মা। মেয়ের বাড়িতে কিছুদিন থেকে আবারও মিশরে ফিরে যান মা। কিন্তু কিছুদিন পরই দুই বোনের বাবা মারা যান। পরিবারের এমন পরিস্থিতির মধ্যে ছোট বোনটিকে নিয়ে মিসরের অন্য আরেকটি শহরে চলে যেতে হয়েছিল মাকে।
এদিকে বিয়ের পাঁচ বছর পর পরিবারের সঙ্গে দেখা করার জন্য স্বামীকে নিয়ে মিশরে গিয়েছিলেন বড় বোনটি। কিন্তু সেখানে গিয়ে তিনি তাঁদের পরিত্যক্ত বাড়িটি দেখতে পান। পরিবারের লোকজন কোথায় গেছেন, সেই বিষয়ে কেউ কোনো তথ্যও দিতে পারেনি। অনেক খোঁজাখুঁজি করেও তিনি তাঁদের ঠিকানা সংগ্রহ করতে পারেননি। অবশেষে মা ও বোনের দেখা না পেয়ে ভাঙা হৃদয় নিয়ে আবারও আমিরাতে ফিরে যান বড় বোন।
অনেক বছর পর সম্প্রতি বড় বোনের খোঁজে আমিরাতে আসেন ছোট বোন। বড় বোনের স্বামীর নাম ধরে খুঁজতে শুরু করেন তিনি। পরে তিনি ফুজাইরার ডিব্বা এলাকার থানায় গিয়ে হাজির হন তিনি। নিজেদের জীবনে ঘটে যাওয়া দুর্ভাগ্যের গল্পটি পুলিশকে বলেন। পুলিশ শেষ পর্যন্ত বড় বোনের স্বামীর নাম ঠিকানা খুঁজে বের করতে সক্ষম হয়। এভাবেই ৩০ বছর পর দুই বোনের দেখা হয়ে যায়।
ফুজাইরাহ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ছোট বোন জানান, আরব আমিরাতের আইন প্রয়োগকারী সংস্থার ওপর তাঁর আস্থা ছিল। এ জন্যই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন।

দুর্ভাগ্যজনকভাবে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন দুই বোন। বছরের পর বছর ধরে তাঁরা একে অপরকে খুঁজে বেড়িয়েছেন। অবশেষে ৩০ বছর পর তাঁদের মিলিয়ে দিল সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শহরের পুলিশ।
মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই বোনের পুনর্মিলনের প্রক্রিয়াটি শুরু হয়—সম্প্রতি ছোট বোন মিশর থেকে আমিরাতে এসে বড় বোনের খোঁজ শুরু করার পর। আমিরাতের ফুজাইরাহ পুলিশের কাছে তিনি বড় বোনকে খুঁজে পেতে সহযোগিতা চান।
পুলিশ জানায়, ওই দুই বোন মিসরের নাগরিক। এর মধ্যে বড় বোনের বিয়ে হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের এক নাগরিকের সঙ্গে। বিয়ের পর একবার আমিরাতে গিয়ে মেয়ের সংসার দেখেও এসেছিলেন তাঁদের মা। মেয়ের বাড়িতে কিছুদিন থেকে আবারও মিশরে ফিরে যান মা। কিন্তু কিছুদিন পরই দুই বোনের বাবা মারা যান। পরিবারের এমন পরিস্থিতির মধ্যে ছোট বোনটিকে নিয়ে মিসরের অন্য আরেকটি শহরে চলে যেতে হয়েছিল মাকে।
এদিকে বিয়ের পাঁচ বছর পর পরিবারের সঙ্গে দেখা করার জন্য স্বামীকে নিয়ে মিশরে গিয়েছিলেন বড় বোনটি। কিন্তু সেখানে গিয়ে তিনি তাঁদের পরিত্যক্ত বাড়িটি দেখতে পান। পরিবারের লোকজন কোথায় গেছেন, সেই বিষয়ে কেউ কোনো তথ্যও দিতে পারেনি। অনেক খোঁজাখুঁজি করেও তিনি তাঁদের ঠিকানা সংগ্রহ করতে পারেননি। অবশেষে মা ও বোনের দেখা না পেয়ে ভাঙা হৃদয় নিয়ে আবারও আমিরাতে ফিরে যান বড় বোন।
অনেক বছর পর সম্প্রতি বড় বোনের খোঁজে আমিরাতে আসেন ছোট বোন। বড় বোনের স্বামীর নাম ধরে খুঁজতে শুরু করেন তিনি। পরে তিনি ফুজাইরার ডিব্বা এলাকার থানায় গিয়ে হাজির হন তিনি। নিজেদের জীবনে ঘটে যাওয়া দুর্ভাগ্যের গল্পটি পুলিশকে বলেন। পুলিশ শেষ পর্যন্ত বড় বোনের স্বামীর নাম ঠিকানা খুঁজে বের করতে সক্ষম হয়। এভাবেই ৩০ বছর পর দুই বোনের দেখা হয়ে যায়।
ফুজাইরাহ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ছোট বোন জানান, আরব আমিরাতের আইন প্রয়োগকারী সংস্থার ওপর তাঁর আস্থা ছিল। এ জন্যই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
২ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৪ ঘণ্টা আগে