
অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ভূখণ্ড গাজায় হামাসের এক ভয়াবহ হামলায় ২৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গত ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধের পর এই প্রথম এত বেশিসংখ্যক ইসরায়েলি সেনা নিহত হলো। তা-ও আবার একটি মাত্র হামলায়। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, গতকাল সোমবার গাজা কেন্দ্রীয় অঞ্চলে ইসরায়েলি সেনারা দুটি ভবন ধসিয়ে দেওয়ার জন্য বিস্ফোরক বসানোর কাজ করছিল।
হ্যাগারি জানান, ইসরায়েলি সেনারা বিস্ফোরক বসানোর সময় হামাস যোদ্ধারা রকেটচালিত একটি গ্রেনেড দিয়ে নিকটবর্তী একটি ট্যাংকে আঘাত হানে। ফলে আশপাশে থাকা বিস্ফোরকে আগুন ধরে যায় এবং সেনারা সেখান থেকে সরে যাওয়ার আগেই ভবন দুটি তাদের ওপর ধসে পড়ে।
হ্যাগারি নিহতের সংখ্যা ২৪ জানালেও তাদের বিস্তারিত জানাননি। এদিকে, ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-১৩ জানিয়েছে, আইডিএফ যে সংখ্যা জানিয়েছে, হামাসের হামলায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা তার চেয়েও বেশি হতে পারে। চ্যানেলটি জানিয়েছে, তারা আরও নাম প্রকাশ করবে পরে।
এদিকে, ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার ও হামলা বন্ধের বিনিময়ে সম্প্রতি বাকি বন্দীদের মুক্তির শর্ত দিয়েছিল হামাস। এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘আমি হামাসের দানবদের আত্মসমর্পণের শর্ত সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।’
এতে সরকারের ওপর খেপেছেন ইসরায়েলি বন্দীদের স্বজনেরা। গতকাল সোমবার ইসরায়েলের পার্লামেন্টে ঢুকে হট্টগোল করেছেন তাঁরা। স্বজনদের ফিরিয়ে আনতে সরকারকে আরও উদ্যোগী হতে আহ্বান জানানো হয়েছে তাঁদের পক্ষ থেকে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এতে প্রায় ১ হাজার ১৩৯ জন নিহত হয়, জিম্মি করে ২৫৩ জনকে। এর জেরে ওই দিনই হামলা শুরু করে ইসরায়েল। গতকাল পর্যন্ত এই যুদ্ধে ২৫ হাজার ২৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এরপর গত নভেম্বরে মানবিক কারণ দেখিয়ে শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতি হয়। সে সময় দুই পক্ষের মধ্যে বেশ কয়েক দফায় বন্দিবিনিময় হয়। ওই সময় ১০০ জিম্মিকে মুক্তি দেয় হামাস। বাকিরা এখনো তাদের জিম্মায় রয়ে গেছে।

অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ভূখণ্ড গাজায় হামাসের এক ভয়াবহ হামলায় ২৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গত ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধের পর এই প্রথম এত বেশিসংখ্যক ইসরায়েলি সেনা নিহত হলো। তা-ও আবার একটি মাত্র হামলায়। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, গতকাল সোমবার গাজা কেন্দ্রীয় অঞ্চলে ইসরায়েলি সেনারা দুটি ভবন ধসিয়ে দেওয়ার জন্য বিস্ফোরক বসানোর কাজ করছিল।
হ্যাগারি জানান, ইসরায়েলি সেনারা বিস্ফোরক বসানোর সময় হামাস যোদ্ধারা রকেটচালিত একটি গ্রেনেড দিয়ে নিকটবর্তী একটি ট্যাংকে আঘাত হানে। ফলে আশপাশে থাকা বিস্ফোরকে আগুন ধরে যায় এবং সেনারা সেখান থেকে সরে যাওয়ার আগেই ভবন দুটি তাদের ওপর ধসে পড়ে।
হ্যাগারি নিহতের সংখ্যা ২৪ জানালেও তাদের বিস্তারিত জানাননি। এদিকে, ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-১৩ জানিয়েছে, আইডিএফ যে সংখ্যা জানিয়েছে, হামাসের হামলায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা তার চেয়েও বেশি হতে পারে। চ্যানেলটি জানিয়েছে, তারা আরও নাম প্রকাশ করবে পরে।
এদিকে, ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার ও হামলা বন্ধের বিনিময়ে সম্প্রতি বাকি বন্দীদের মুক্তির শর্ত দিয়েছিল হামাস। এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘আমি হামাসের দানবদের আত্মসমর্পণের শর্ত সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।’
এতে সরকারের ওপর খেপেছেন ইসরায়েলি বন্দীদের স্বজনেরা। গতকাল সোমবার ইসরায়েলের পার্লামেন্টে ঢুকে হট্টগোল করেছেন তাঁরা। স্বজনদের ফিরিয়ে আনতে সরকারকে আরও উদ্যোগী হতে আহ্বান জানানো হয়েছে তাঁদের পক্ষ থেকে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এতে প্রায় ১ হাজার ১৩৯ জন নিহত হয়, জিম্মি করে ২৫৩ জনকে। এর জেরে ওই দিনই হামলা শুরু করে ইসরায়েল। গতকাল পর্যন্ত এই যুদ্ধে ২৫ হাজার ২৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এরপর গত নভেম্বরে মানবিক কারণ দেখিয়ে শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতি হয়। সে সময় দুই পক্ষের মধ্যে বেশ কয়েক দফায় বন্দিবিনিময় হয়। ওই সময় ১০০ জিম্মিকে মুক্তি দেয় হামাস। বাকিরা এখনো তাদের জিম্মায় রয়ে গেছে।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৬ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৮ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৯ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
১০ ঘণ্টা আগে