
লেবাননে সর্বশক্তি দিয়ে হামলা চালিয়ে যেতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত বুধবার রাতের যুদ্ধবিরতির প্রস্তাবে তিনি রাজি হননি বলেও জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর।
আজ বৃহস্পতিবার লাইভ প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, লেবানন ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে ২১ দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রসহ দেশটির ১২টি পশ্চিমা ও আরব মিত্র রাষ্ট্র। এই প্রস্তাব সম্পর্কে নেতানিয়াহুর দপ্তর থেকে বলা হয়েছে, ‘যুদ্ধবিরতি নিয়ে খবরটি সত্য নয়। এটা আমেরিকা ও ফ্রান্সের একটি প্রস্তাব, যা নিয়ে প্রধানমন্ত্রী কোনো কথাই বলেননি।’
আরও বলা হয়, ‘প্রধানমন্ত্রী আইডিএফকে (ইসরায়েলের সেনাবাহিনী) পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন, যে পরিকল্পনা আগেই হয়েছে। এ ছাড়াও যুদ্ধের সবটুকু লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চলবে।’
এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ‘উত্তরে (লেবানন সীমান্ত) কোনো যুদ্ধবিরতি হবে না।’
এক্স মাধ্যমের ওই পোস্ট কাটজ আরও বলেছেন, ‘বিজয় এবং উত্তরের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িতে ফিরে না আসা পর্যন্ত সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে আমাদের সমস্ত শক্তি লড়াই চালিয়ে যাবে।’
গত সোমবার লেবাননে বড় ধরনের হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এই হামলায় এখন পর্যন্ত ৬২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলা এখনো চলমান রয়েছে। ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহ গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে।
এর আগে, গত সপ্তাহেও দুই ধাপে লেবাননে থাকা হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত অসংখ্য পেজার ও ওয়াকি-টকি বিস্ফোরণ ঘটেছিল। এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান সমর্থিত গোষ্ঠীটি।

লেবাননে সর্বশক্তি দিয়ে হামলা চালিয়ে যেতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত বুধবার রাতের যুদ্ধবিরতির প্রস্তাবে তিনি রাজি হননি বলেও জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর।
আজ বৃহস্পতিবার লাইভ প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, লেবানন ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে ২১ দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রসহ দেশটির ১২টি পশ্চিমা ও আরব মিত্র রাষ্ট্র। এই প্রস্তাব সম্পর্কে নেতানিয়াহুর দপ্তর থেকে বলা হয়েছে, ‘যুদ্ধবিরতি নিয়ে খবরটি সত্য নয়। এটা আমেরিকা ও ফ্রান্সের একটি প্রস্তাব, যা নিয়ে প্রধানমন্ত্রী কোনো কথাই বলেননি।’
আরও বলা হয়, ‘প্রধানমন্ত্রী আইডিএফকে (ইসরায়েলের সেনাবাহিনী) পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন, যে পরিকল্পনা আগেই হয়েছে। এ ছাড়াও যুদ্ধের সবটুকু লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চলবে।’
এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ‘উত্তরে (লেবানন সীমান্ত) কোনো যুদ্ধবিরতি হবে না।’
এক্স মাধ্যমের ওই পোস্ট কাটজ আরও বলেছেন, ‘বিজয় এবং উত্তরের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িতে ফিরে না আসা পর্যন্ত সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে আমাদের সমস্ত শক্তি লড়াই চালিয়ে যাবে।’
গত সোমবার লেবাননে বড় ধরনের হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এই হামলায় এখন পর্যন্ত ৬২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলা এখনো চলমান রয়েছে। ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহ গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে।
এর আগে, গত সপ্তাহেও দুই ধাপে লেবাননে থাকা হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত অসংখ্য পেজার ও ওয়াকি-টকি বিস্ফোরণ ঘটেছিল। এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান সমর্থিত গোষ্ঠীটি।

ভেনেজুয়েলায় নাটকীয় সামরিক অভিযানের রেশ কাটতে না কাটতেই এবার গ্রিনল্যান্ড নিয়ে নজিরবিহীন কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব রুখতে উত্তর আটলান্টিক মহাসাগরের এই বিশাল দ্বীপটির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ মালিকানা প্রয়োজন বলে দাবি করেছে
১৬ মিনিট আগে
২০২৪ সালের পর ফের ইউক্রেনে ওরেশনিক হামলা চালাল রাশিয়া। ইউক্রেনকে আতঙ্কিত করতে এবং যুদ্ধ বন্ধের আলোচনার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পশ্চিমাদের কাছে রাশিয়ার সামরিক শক্তির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ওরেশনিক’ হাইপারসনিক মিসাইল উৎক্ষেপণ করেছেন বলে মনে করছেন বিশ্লেষকে
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে বিক্ষোভকারীরা সহিংস কার্যক্রম চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বিক্ষোভকারীদের ‘দাঙ্গাবাজ’ অভিহিত করে তিনি বলেন, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই এসব কর্মকাণ্ডে লিপ্ত।
৪ ঘণ্টা আগে
ইরানে গত রাতের দেশজুড়ে বিক্ষোভ চলাকালে রাষ্ট্রীয় দমনপীড়ন ও সহিংসতার মাত্রা খুবই তীব্র ছিল বলে জানিয়েছে বিবিসি পারসিয়ান। বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন।
১৪ ঘণ্টা আগে