
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)। ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্রাজিল কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময়ের মধ্যে তারা নতুন আইনি প্রতিনিধি দলের নাম ঘোষণা না করায় এই নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, চলতি মাসেই এক্স ব্রাজিল থেকে তার কার্যালয় গুটিয়ে নিয়েছে। এর কারণ হিসেবে এক্স অভিযোগ করে বলেছে, ব্রাজিলীয় কর্তৃপক্ষ মেটাকে ‘সেন্সরশিপ’ করতে বলেছিল কিন্তু মেটা কর্তৃপক্ষ সেটি করতে রাজি না হওয়ায় কর্মীদের গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়।
এর আগে, চলতি বছরে এপ্রিলে এক্সের সঙ্গে ব্রাজিলীয় কর্তৃপক্ষের দ্বন্দ্বের শুরু। সে সময় ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেসান্দ্রে দি মোরায়েস অপতথ্য ছড়ানোর অভিযোগ এনে বেশ কয়েক ডজন এক্স অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দেন। প্রতিক্রিয়ায় ইলন মাস্ক বিচারক মোরায়েসকে ‘স্বৈরাচার’ ও ‘একনায়ক’ বলে আখ্যা দেন এবং হুমকি দিয়ে বলেন, এসব অ্যাকাউন্ট পুনরায় চালু করা হবে।
মাস্কের হুমকির পর বিচারক মোরায়েস এক্সকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন ব্রাজিলে কোম্পানিটির নতুন আইনি প্রতিনিধি দল পাঠাতে। অন্যথায় নিষেধাজ্ঞার মুখোমুখি পড়তে হবে বলেও নির্দেশ দেন তিনি। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় সেই সময়সীমা শেষ হয়ে গেছে।
বিচারপতি মোরায়েস তাঁর আদেশে বলেন, যতক্ষণ না এক্স কর্তৃপক্ষ নতুন আইনি প্রতিনিধি দল পাঠাচ্ছে এবং ব্রাজিলের আইন লঙ্ঘন করায় যে জরিমানা ধার্য করা হয়েছে তা পরিশোধ না করবে ততক্ষণ এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে সময়সীমা পেরিয়ে যাওয়ার পরপরই নিজেদের অফিশিয়াল অ্যাকাউন্টে শেয়ার এক টুইটে এক্স জানিয়েছে, তারা এই নির্দেশ মানবে না।
পোস্টে বলা হয়েছে, আমরা অনুমান করছি যে, বিচারক আলেসান্দ্রে দি মোরায়েস শিগগির ব্রাজিলে এক্স বন্ধ করার আদেশ দেবেন। কারণ আমরা তাঁর দেশের রাজনৈতিক প্রতিপক্ষকে সেন্সর করার জন্য তাঁর অবৈধ আদেশগুলো মেনে চলব না। এখানে মৌলিক সমস্যাটি হলো, বিচারক মোরায়েস আমাদের বিরুদ্ধে ব্রাজিলের নিজস্ব আইন ভঙ্গ করার অভিযোগ তুলেছেন। কিন্তু আমরা তা করব না।’
এক্স কর্তৃপক্ষ তাদের পোস্টে আরও বলেছে, তারা অবৈধ কোনো আদেশ গোপনে মেনে চলবে না। এ ছাড়া, প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী দিনে স্বচ্ছতার স্বার্থে তারা ব্রাজিলের বিচারক যে দাবি তাদের কাছে করেছিলেন, তার তথ্যপ্রমাণ উপস্থাপন করবে।
বিচারপতি মোরায়েস আদেশ দিয়েছিলেন যে, বিভ্রান্তি ছড়ানোর জন্য অভিযুক্ত এক্স অ্যাকাউন্টগুলোকে—সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর অনেক সমর্থক—তদন্তের অধীনে থাকার সময় অবশ্যই ব্লক করতে হবে। তিনি বলেন, কোনো অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করা হলে কোম্পানির আইনি প্রতিনিধিদের দায়ী করা হবে।
এদিকে, দেশটির সুপ্রিম কোর্টের আদেশে ব্রাজিলে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি স্টারলিংকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। স্টারলিংক এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেছে, এই আদেশটি একটি ভিত্তিহীন সংকল্পের ওপর ভিত্তি করে অসাংবিধানিকভাবে দেওয়া হয়েছে। অথচ মামলা চলছে এক্সের বিরুদ্ধে।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)। ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্রাজিল কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময়ের মধ্যে তারা নতুন আইনি প্রতিনিধি দলের নাম ঘোষণা না করায় এই নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, চলতি মাসেই এক্স ব্রাজিল থেকে তার কার্যালয় গুটিয়ে নিয়েছে। এর কারণ হিসেবে এক্স অভিযোগ করে বলেছে, ব্রাজিলীয় কর্তৃপক্ষ মেটাকে ‘সেন্সরশিপ’ করতে বলেছিল কিন্তু মেটা কর্তৃপক্ষ সেটি করতে রাজি না হওয়ায় কর্মীদের গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়।
এর আগে, চলতি বছরে এপ্রিলে এক্সের সঙ্গে ব্রাজিলীয় কর্তৃপক্ষের দ্বন্দ্বের শুরু। সে সময় ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেসান্দ্রে দি মোরায়েস অপতথ্য ছড়ানোর অভিযোগ এনে বেশ কয়েক ডজন এক্স অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দেন। প্রতিক্রিয়ায় ইলন মাস্ক বিচারক মোরায়েসকে ‘স্বৈরাচার’ ও ‘একনায়ক’ বলে আখ্যা দেন এবং হুমকি দিয়ে বলেন, এসব অ্যাকাউন্ট পুনরায় চালু করা হবে।
মাস্কের হুমকির পর বিচারক মোরায়েস এক্সকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন ব্রাজিলে কোম্পানিটির নতুন আইনি প্রতিনিধি দল পাঠাতে। অন্যথায় নিষেধাজ্ঞার মুখোমুখি পড়তে হবে বলেও নির্দেশ দেন তিনি। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় সেই সময়সীমা শেষ হয়ে গেছে।
বিচারপতি মোরায়েস তাঁর আদেশে বলেন, যতক্ষণ না এক্স কর্তৃপক্ষ নতুন আইনি প্রতিনিধি দল পাঠাচ্ছে এবং ব্রাজিলের আইন লঙ্ঘন করায় যে জরিমানা ধার্য করা হয়েছে তা পরিশোধ না করবে ততক্ষণ এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে সময়সীমা পেরিয়ে যাওয়ার পরপরই নিজেদের অফিশিয়াল অ্যাকাউন্টে শেয়ার এক টুইটে এক্স জানিয়েছে, তারা এই নির্দেশ মানবে না।
পোস্টে বলা হয়েছে, আমরা অনুমান করছি যে, বিচারক আলেসান্দ্রে দি মোরায়েস শিগগির ব্রাজিলে এক্স বন্ধ করার আদেশ দেবেন। কারণ আমরা তাঁর দেশের রাজনৈতিক প্রতিপক্ষকে সেন্সর করার জন্য তাঁর অবৈধ আদেশগুলো মেনে চলব না। এখানে মৌলিক সমস্যাটি হলো, বিচারক মোরায়েস আমাদের বিরুদ্ধে ব্রাজিলের নিজস্ব আইন ভঙ্গ করার অভিযোগ তুলেছেন। কিন্তু আমরা তা করব না।’
এক্স কর্তৃপক্ষ তাদের পোস্টে আরও বলেছে, তারা অবৈধ কোনো আদেশ গোপনে মেনে চলবে না। এ ছাড়া, প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী দিনে স্বচ্ছতার স্বার্থে তারা ব্রাজিলের বিচারক যে দাবি তাদের কাছে করেছিলেন, তার তথ্যপ্রমাণ উপস্থাপন করবে।
বিচারপতি মোরায়েস আদেশ দিয়েছিলেন যে, বিভ্রান্তি ছড়ানোর জন্য অভিযুক্ত এক্স অ্যাকাউন্টগুলোকে—সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর অনেক সমর্থক—তদন্তের অধীনে থাকার সময় অবশ্যই ব্লক করতে হবে। তিনি বলেন, কোনো অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করা হলে কোম্পানির আইনি প্রতিনিধিদের দায়ী করা হবে।
এদিকে, দেশটির সুপ্রিম কোর্টের আদেশে ব্রাজিলে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি স্টারলিংকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। স্টারলিংক এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেছে, এই আদেশটি একটি ভিত্তিহীন সংকল্পের ওপর ভিত্তি করে অসাংবিধানিকভাবে দেওয়া হয়েছে। অথচ মামলা চলছে এক্সের বিরুদ্ধে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
৬ মিনিট আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
১৬ মিনিট আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
৪ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
৬ ঘণ্টা আগে