
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যের একটি মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ট্রাককে ধাক্কা দিলে ৩৮ জন নিহত হয়েছেন। মিনাস জেরাইস ফায়ার ডিপার্টমেন্টের বরাতে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়, ঘটনাস্থল থেকে আহত ১৩ জনকে তেওফিলো ওতোনি শহরের কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার ডিপার্টমেন্ট জানায়, চলন্ত অবস্থায় টায়ার বিস্ফোরিত হয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দেয়। একটি গ্রানাইট ব্লকও বাসে আঘাত করেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৫ জন যাত্রী নিয়ে সাও পাওলো থেকে বাহিয়া রাজ্যে যাচ্ছিল বাসটি। শনিবার দুপুরের মধ্যে ঘটনাস্থল থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। এ সময় অন্য একটি গাড়ি ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। গাড়িটির তিনজন যাত্রী প্রাণে বেঁচে গেছেন।
মিনাস জেরাইসের গভর্নর রোমেউ জেমা এক্সে লেখেন, ‘বড়দিনের ঠিক আগে এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। হতাহতদের সর্বোচ্চ সহায়তা করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে মানবিকভাবে দাঁড়ানোর জন্য আমরা কাজ করছি।’
শনিবার এক বিবৃতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জানান, মিনাস জেরাইস রাজ্যের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া হবে। মিনাস জেরাইসের তেওফিলো ওতোনি শহরের দুর্ঘটনায় নিহত ৩০ জনেরও বেশি মানুষের পরিবারের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের জন্য প্রার্থনা করছি। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করি।
জাতিসংঘের এক প্রতিবেদনে জানা যায়, ২০২১ সালে ব্রাজিলে প্রতি ১ লাখ মানুষের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ছিল ১৫ দশমিক ৭।
অন্যদিকে, ব্রাজিলের পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে চলতি বছর সড়ক দুর্ঘটনায় ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির সরকার। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ৮৬ হাজার মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে।

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যের একটি মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ট্রাককে ধাক্কা দিলে ৩৮ জন নিহত হয়েছেন। মিনাস জেরাইস ফায়ার ডিপার্টমেন্টের বরাতে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়, ঘটনাস্থল থেকে আহত ১৩ জনকে তেওফিলো ওতোনি শহরের কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার ডিপার্টমেন্ট জানায়, চলন্ত অবস্থায় টায়ার বিস্ফোরিত হয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দেয়। একটি গ্রানাইট ব্লকও বাসে আঘাত করেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৫ জন যাত্রী নিয়ে সাও পাওলো থেকে বাহিয়া রাজ্যে যাচ্ছিল বাসটি। শনিবার দুপুরের মধ্যে ঘটনাস্থল থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। এ সময় অন্য একটি গাড়ি ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। গাড়িটির তিনজন যাত্রী প্রাণে বেঁচে গেছেন।
মিনাস জেরাইসের গভর্নর রোমেউ জেমা এক্সে লেখেন, ‘বড়দিনের ঠিক আগে এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। হতাহতদের সর্বোচ্চ সহায়তা করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে মানবিকভাবে দাঁড়ানোর জন্য আমরা কাজ করছি।’
শনিবার এক বিবৃতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জানান, মিনাস জেরাইস রাজ্যের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া হবে। মিনাস জেরাইসের তেওফিলো ওতোনি শহরের দুর্ঘটনায় নিহত ৩০ জনেরও বেশি মানুষের পরিবারের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের জন্য প্রার্থনা করছি। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করি।
জাতিসংঘের এক প্রতিবেদনে জানা যায়, ২০২১ সালে ব্রাজিলে প্রতি ১ লাখ মানুষের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ছিল ১৫ দশমিক ৭।
অন্যদিকে, ব্রাজিলের পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে চলতি বছর সড়ক দুর্ঘটনায় ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির সরকার। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ৮৬ হাজার মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
৪ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
৭ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
৮ ঘণ্টা আগে