
মাথায় আঘাত পাওয়ার কারণে রাশিয়ার সফর বাতিল করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ইনাসিও দ্য সিলভা। রাশিয়ায় তাঁর ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল। গত শনিবার লুলা তাঁর মাথায় আঘাত পান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, গতকাল রোববার লুলার রাশিয়ার উদ্দেশে ব্রাজিল ত্যাগ করা কথা ছিল ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু মাথায় আঘাত পাওয়ার কারণে তাঁর সেই সফর বাতিল করা হয়েছে। দেশটির রাজধানী ব্রাসিলিয়ার প্রধান হাসপাতাল জানিয়েছে, তারা প্রেসিডেন্টকে লম্বা যাত্রার সব ফ্লাইট এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।
ব্রাসিলিয়ার সিরিও লিবেনিজ হাসপাতাল এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্টকে দীর্ঘ দূরত্বে ভ্রমণ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে তিনি অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবেন। এতে আরও বলা হয়, লুলার মাথার পেছনে আঘাত লেগেছে এবং চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণ করছেন। তবে তিনি কীভাবে এবং কতটা আঘাত পেয়েছেন সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, রাশিয়ায় না গেলেও লুলা ভার্চুয়ালি ব্রিকস সম্মেলনে যোগ দেবে এবং তাঁর নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবেন। লুলার কার্যালয়ও তাঁর আঘাত পাওয়ার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। তবে হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, লুলার মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে এবং শনিবারই তাঁকে নিজ বাসভবনে ফেরত পাঠানো হয়েছে।
এর আগে, গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, আগামী মাসে (নভেম্বরে) ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে অংশ নেবেন না। তিনি বলেন, তাঁর ব্রাজিলে গমনের বিষয়টি সম্মেলনকে ‘বাধাগ্রস্ত’ করতে পারে। তবে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তা এ ক্ষেত্রে কোনো বিষয় নয়।
গত বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকসের শীর্ষ সম্মেলনেও যোগ দেননি পুতিন। আইসিসি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর তিনি দক্ষিণ আফ্রিকা সফর না করার সিদ্ধান্ত নেন। দক্ষ
ণ আফ্রিকা আইসিসির সদস্য দেশ হওয়ায় দেশটির জন্য সংস্থাটির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার বাধ্যবাধকতা আছে। সাধারণত বিশ্লেষকেরা ব্রিকস জোটকে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-৭ এর প্রতিদ্বন্দ্বী হিসেবেই বিবেচনা করেন। ১৫ বছর আগে, প্রধান প্রধান উদীয়মান অর্থনীতি ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন মিলে প্রতিষ্ঠিত করেছিল। তারপরে দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতকে এই জোটে অন্তর্ভুক্ত করা হয়।
উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাশিয়ার কাজান শহরে চলতি বছরের ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মাথায় আঘাত পাওয়ার কারণে রাশিয়ার সফর বাতিল করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ইনাসিও দ্য সিলভা। রাশিয়ায় তাঁর ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল। গত শনিবার লুলা তাঁর মাথায় আঘাত পান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, গতকাল রোববার লুলার রাশিয়ার উদ্দেশে ব্রাজিল ত্যাগ করা কথা ছিল ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু মাথায় আঘাত পাওয়ার কারণে তাঁর সেই সফর বাতিল করা হয়েছে। দেশটির রাজধানী ব্রাসিলিয়ার প্রধান হাসপাতাল জানিয়েছে, তারা প্রেসিডেন্টকে লম্বা যাত্রার সব ফ্লাইট এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।
ব্রাসিলিয়ার সিরিও লিবেনিজ হাসপাতাল এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্টকে দীর্ঘ দূরত্বে ভ্রমণ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে তিনি অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবেন। এতে আরও বলা হয়, লুলার মাথার পেছনে আঘাত লেগেছে এবং চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণ করছেন। তবে তিনি কীভাবে এবং কতটা আঘাত পেয়েছেন সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, রাশিয়ায় না গেলেও লুলা ভার্চুয়ালি ব্রিকস সম্মেলনে যোগ দেবে এবং তাঁর নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবেন। লুলার কার্যালয়ও তাঁর আঘাত পাওয়ার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। তবে হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, লুলার মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে এবং শনিবারই তাঁকে নিজ বাসভবনে ফেরত পাঠানো হয়েছে।
এর আগে, গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, আগামী মাসে (নভেম্বরে) ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে অংশ নেবেন না। তিনি বলেন, তাঁর ব্রাজিলে গমনের বিষয়টি সম্মেলনকে ‘বাধাগ্রস্ত’ করতে পারে। তবে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তা এ ক্ষেত্রে কোনো বিষয় নয়।
গত বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকসের শীর্ষ সম্মেলনেও যোগ দেননি পুতিন। আইসিসি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর তিনি দক্ষিণ আফ্রিকা সফর না করার সিদ্ধান্ত নেন। দক্ষ
ণ আফ্রিকা আইসিসির সদস্য দেশ হওয়ায় দেশটির জন্য সংস্থাটির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার বাধ্যবাধকতা আছে। সাধারণত বিশ্লেষকেরা ব্রিকস জোটকে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-৭ এর প্রতিদ্বন্দ্বী হিসেবেই বিবেচনা করেন। ১৫ বছর আগে, প্রধান প্রধান উদীয়মান অর্থনীতি ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন মিলে প্রতিষ্ঠিত করেছিল। তারপরে দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতকে এই জোটে অন্তর্ভুক্ত করা হয়।
উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাশিয়ার কাজান শহরে চলতি বছরের ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গাজায় ভয়াবহ শীতকালীন ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়ে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া, প্রচন্ড ঠান্ডায় প্রাণ হারিয়েছে আরও অন্তত ৬ শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা ও তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন। একই সঙ্গে তেহরানের দমনপীড়নের মুখে বিক্ষোভকারীদের ‘আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিন’ বলে আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের ‘আশ্বাস দিয়ে’ বলেছেন, ‘সাহায্য আসছে।’
১ ঘণ্টা আগে
মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
১১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে