
মাথা মুড়িয়ে বিজেপি ছাড়লেন ত্রিপুরার বিধায়ক আশিস দাস। গতকাল মঙ্গলবার তিনি এমনটি করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিধায়ক আশিস দাস কলকাতার কালীঘাটে এসে আদি গঙ্গার পাড়ে বসে মাথা মুড়িয়ে বিজেপি ত্যাগ করেছেন। এ সময় তিনি বলেছেন, বিজেপিতে যোগ দেওয়া আমার অপরাধ হয়েছিল। আমি তার প্রায়শ্চিত্ত করছি। জানিয়েছেন, ত্রিপুরায় বিজেপি ক্ষমতা না ছাড়া পর্যন্ত মাথায় আর চুল রাখবেন না তিনি।
বিজেপি বিধায়কের এই গল্পে অবশ্য চূড়ান্ত অস্বস্তিতে ত্রিপুরার বিজেপি শিবির।
তবে তাদের নেতা সুব্রত চক্রবর্তী বলছেন, আশিস দাস আসলে এই সিদ্ধান্ত নিয়ে অপমান করলেন তাঁর ভোটারদের। যাঁদের দয়ায় তিনি নির্বাচিত হয়ে এসেছেন।
ত্রিপুরার সুরমার বিধায়ক আশিস দাস দল ছাড়ার কথা ঘোষণা করলেও এখনই বিধায়ক পদ থেকে পদত্যাগ করেননি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বিজেপি জানিয়েছে, আশিস দাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ত্রিপুরাসহ আরও কিছু রাজ্যের বিজেপি নেতারা প্রায়শ্চিত্ত করতে চান। বিজেপি ত্যাগ করতে চান। আশিস দাস অনুভব করেছেন, মানুষ কী চাইছেন আর কী চাইছেন না। তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।
উল্লেখ্য, সম্প্রতি ভবানীপুরের উপনির্বাচনে জেতায় কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন আশিস দাস। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেক মানুষ ও সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে চান এবং এই পদে তাঁর যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তিনি একজন বাঙালি।

মাথা মুড়িয়ে বিজেপি ছাড়লেন ত্রিপুরার বিধায়ক আশিস দাস। গতকাল মঙ্গলবার তিনি এমনটি করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিধায়ক আশিস দাস কলকাতার কালীঘাটে এসে আদি গঙ্গার পাড়ে বসে মাথা মুড়িয়ে বিজেপি ত্যাগ করেছেন। এ সময় তিনি বলেছেন, বিজেপিতে যোগ দেওয়া আমার অপরাধ হয়েছিল। আমি তার প্রায়শ্চিত্ত করছি। জানিয়েছেন, ত্রিপুরায় বিজেপি ক্ষমতা না ছাড়া পর্যন্ত মাথায় আর চুল রাখবেন না তিনি।
বিজেপি বিধায়কের এই গল্পে অবশ্য চূড়ান্ত অস্বস্তিতে ত্রিপুরার বিজেপি শিবির।
তবে তাদের নেতা সুব্রত চক্রবর্তী বলছেন, আশিস দাস আসলে এই সিদ্ধান্ত নিয়ে অপমান করলেন তাঁর ভোটারদের। যাঁদের দয়ায় তিনি নির্বাচিত হয়ে এসেছেন।
ত্রিপুরার সুরমার বিধায়ক আশিস দাস দল ছাড়ার কথা ঘোষণা করলেও এখনই বিধায়ক পদ থেকে পদত্যাগ করেননি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বিজেপি জানিয়েছে, আশিস দাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ত্রিপুরাসহ আরও কিছু রাজ্যের বিজেপি নেতারা প্রায়শ্চিত্ত করতে চান। বিজেপি ত্যাগ করতে চান। আশিস দাস অনুভব করেছেন, মানুষ কী চাইছেন আর কী চাইছেন না। তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।
উল্লেখ্য, সম্প্রতি ভবানীপুরের উপনির্বাচনে জেতায় কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন আশিস দাস। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেক মানুষ ও সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে চান এবং এই পদে তাঁর যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তিনি একজন বাঙালি।

স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত এবং ৩০ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
৮ মিনিট আগে
মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
৯ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
১২ ঘণ্টা আগে