
ক্যান্ডি খেতে দেয় না, চাইলে মারে—মায়ের বিরুদ্ধে এমন অভিযোগ নিয়ে থানায় গেছে এক শিশু। সে পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করেছে যেন মাকে গ্রেপ্তার করা হয়।
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি থানায় ওই শিশুর অভিযোগ দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। পুলিশ জানিয়েছে, মায়ের ওপর বিরক্ত হয়ে সে তাকে থানায় নিয়ে যাওয়ার জন্য বাবাকে অনুরোধ করে। বাধ্য হয়ে বাবা তাকে থানায় নিয়ে যান। সেখানে শিশুটি একজন উপপরিদর্শককে (এসআই) বলে, মা তার ক্যান্ডি ‘চুরি’ করেছে। ক্যান্ডি চাওয়ায় তাকে চড়ও মেরেছে।
ওই শিশুর নাম সাদ্দাম। বয়স সবে তিন বছর। ভিডিওতে দেখা যায়, বুরহানপুরের দেড়তলাই থানায় এক উপপরিদর্শকের (এসআই) কাছে সে তার অভিযোগ বর্ণনা করছে। এসআই প্রিয়াঙ্কা নায়েককে সে বলে, ‘আম্মি আমার মিষ্টি চুরি করেছে, তাকে জেলে দিন।’
এসআই প্রিয়াঙ্কা শিশুটির সরল নিষ্পাপ কথা শুনে অনেক কষ্টে হাসি চেপে রাখেন। তিনি তাকে কিছু প্রশ্ন করেন এবং হাতে কাগজ কলম নিয়ে অভিযোগ নথিভুক্ত করার ভান করেন। পরে শিশুটিকে সেই কাগজে সই করতেও দেখা যায়। প্রিয়াঙ্কা নায়েক তাকে আশ্বস্ত করেন যে, মাকে শিগগিরই গ্রেপ্তার করা হবে।
ঘটনার বর্ণনায় সাদ্দামের বাবা পুলিশকে বলেন, ‘ক্যান্ডি চাইলে মা তার গালে আলতো করে টিপে দিয়েছিলেন। এতেই সাদ্দাম খুব বিরক্ত হয়। সে বারবার আমাকে বলে তাকে যেন পুলিশের কাছে নিয়ে যাই!’
এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের নজরে পড়েছে। তিনি ভিডিও কলে শিশুটির সঙ্গে কথা বলেছেন। তাকে প্রতিশ্রুতি দিয়েছেন, দীপাবলিতে চকলেট এবং একটি সাইকেল পাঠাবেন।

ক্যান্ডি খেতে দেয় না, চাইলে মারে—মায়ের বিরুদ্ধে এমন অভিযোগ নিয়ে থানায় গেছে এক শিশু। সে পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করেছে যেন মাকে গ্রেপ্তার করা হয়।
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি থানায় ওই শিশুর অভিযোগ দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। পুলিশ জানিয়েছে, মায়ের ওপর বিরক্ত হয়ে সে তাকে থানায় নিয়ে যাওয়ার জন্য বাবাকে অনুরোধ করে। বাধ্য হয়ে বাবা তাকে থানায় নিয়ে যান। সেখানে শিশুটি একজন উপপরিদর্শককে (এসআই) বলে, মা তার ক্যান্ডি ‘চুরি’ করেছে। ক্যান্ডি চাওয়ায় তাকে চড়ও মেরেছে।
ওই শিশুর নাম সাদ্দাম। বয়স সবে তিন বছর। ভিডিওতে দেখা যায়, বুরহানপুরের দেড়তলাই থানায় এক উপপরিদর্শকের (এসআই) কাছে সে তার অভিযোগ বর্ণনা করছে। এসআই প্রিয়াঙ্কা নায়েককে সে বলে, ‘আম্মি আমার মিষ্টি চুরি করেছে, তাকে জেলে দিন।’
এসআই প্রিয়াঙ্কা শিশুটির সরল নিষ্পাপ কথা শুনে অনেক কষ্টে হাসি চেপে রাখেন। তিনি তাকে কিছু প্রশ্ন করেন এবং হাতে কাগজ কলম নিয়ে অভিযোগ নথিভুক্ত করার ভান করেন। পরে শিশুটিকে সেই কাগজে সই করতেও দেখা যায়। প্রিয়াঙ্কা নায়েক তাকে আশ্বস্ত করেন যে, মাকে শিগগিরই গ্রেপ্তার করা হবে।
ঘটনার বর্ণনায় সাদ্দামের বাবা পুলিশকে বলেন, ‘ক্যান্ডি চাইলে মা তার গালে আলতো করে টিপে দিয়েছিলেন। এতেই সাদ্দাম খুব বিরক্ত হয়। সে বারবার আমাকে বলে তাকে যেন পুলিশের কাছে নিয়ে যাই!’
এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের নজরে পড়েছে। তিনি ভিডিও কলে শিশুটির সঙ্গে কথা বলেছেন। তাকে প্রতিশ্রুতি দিয়েছেন, দীপাবলিতে চকলেট এবং একটি সাইকেল পাঠাবেন।

পাকিস্তান এবং চীনের যৌথ প্রচেষ্টায় তৈরি জেএফ-১৭ থান্ডার ব্লক যুদ্ধবিমান সংগ্রহে গভীর আগ্রহ প্রকাশ করেছে ইরাক। দুই দেশের বিমানবাহিনী প্রধানদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকের পর গতকাল শনিবার পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা এ তথ্য জানায়। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির...
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে সম্ভাব্য নতুন সামরিক হামলার বিভিন্ন বিকল্প সম্পর্কে ব্রিফ করা হয়েছে; এমনটি জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন প্রশাসনের কর্মকর্তারা। ইরানে চলমান বিক্ষোভ দমনে তেহরানের তথাকথিত কঠোর অবস্থানের প্রেক্ষাপটে দেশটির বিরুদ্ধে সামরিক হামলার হুমকি বাস্তবায়ন...
২ ঘণ্টা আগে
সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর পাকিস্তানের মধ্যকার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে সক্রিয় তদবির চালাচ্ছে তুরস্ক। এই উদ্যোগ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে এক নতুন সামরিক জোট গড়ে উঠতে পারে এমন এক সময়ে, যখন উপসাগরীয় অঞ্চল ও ইরানকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে।
২ ঘণ্টা আগে
ইরানে দুই সপ্তাহ ধরে চলা গণবিক্ষোভের মধ্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ সতর্ক করে দিয়েছেন, বিক্ষোভে অংশগ্রহণকারী যে কাউকে ‘আল্লাহর শত্রু’ হিসেবে গণ্য করা হবে এবং সেই অনুসারে শাস্তি দেওয়া হবে। ইরানি আইন অনুযায়ী যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড।
৩ ঘণ্টা আগে