কলকাতা সংবাদদাতা

বছর দু-এক আগে, ২০২৩ সালের নভেম্বরে তীব্র ভূমিকম্পে বড় ক্ষতির মুখোমুখি হয় নেপাল। প্রাণ হারিয়েছিল বহু মানুষ। এরপর আজ মঙ্গলবার সকালে আবারও ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশটি। এবার উৎসস্থল নেপালের লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে। আর তার সরাসরি প্রভাব পড়ে নিকটবর্তী ভারতের পশ্চিমবঙ্গের ওপর। রাজ্যটির পার্বত্য অঞ্চলে বেশ শক্তভাবেই টের পাওয়া যায় কম্পন।
বছর দু-এক আগে, ২০২৩ সালের নভেম্বরে তীব্র ভূমিকম্পে বড় ক্ষতির মুখোমুখি হয় নেপাল। প্রাণ হারিয়েছিল বহু মানুষ। এরপর আজ মঙ্গলবার সকালে আবারও ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশটি। এবার উৎসস্থল নেপালের লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে। আর তার সরাসরি প্রভাব পড়ে নিকটবর্তী ভারতের পশ্চিমবঙ্গের ওপর। রাজ্যটির পার্বত্য অঞ্চলে বেশ শক্তভাবেই টের পাওয়া যায় কম্পন।
মঙ্গলবার ভূমিকম্পে কেঁপে ওঠে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়িসহ উত্তরাংশের বিস্তীর্ণ এলাকা। ভয়ে রাস্তায় নেমে আসে বহু মানুষ। যদিও ক্ষয়ক্ষতির খবর এখনো জানা যায়নি। একই সঙ্গে ভূমিকম্প বোঝা যায় কলকাতা, দিল্লি, বিহারের বিভিন্ন এলাকায়। মোট পাঁচটি দেশে কম্পন অনুভূত হয়। ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং চীনও কেঁপে ওঠে এই ভূমিকম্পে।
আজ মঙ্গলবার ভোর ৬টা ৩৫ মিনিট নাগাদ কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয় পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। নেপাল থেকে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কম্পনের তীব্রতা কমেছে। সকাল ৭টা ২ মিনিট নাগাদ নেপালে আফটার শক অনুভূত হয়। সেবার কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৭। কলকাতায় ভূমিকম্প অনুভূত হয় স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিট নাগাদ।
বিহারের মধুবনী জেলাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। চিনে রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৮। নেপালে ভূমিকম্পের প্রভাবে মঙ্গলবার দিল্লি এবং বিহারের বেশ কয়েকটি এলাকা কেঁপে ওঠে।

বছর দু-এক আগে, ২০২৩ সালের নভেম্বরে তীব্র ভূমিকম্পে বড় ক্ষতির মুখোমুখি হয় নেপাল। প্রাণ হারিয়েছিল বহু মানুষ। এরপর আজ মঙ্গলবার সকালে আবারও ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশটি। এবার উৎসস্থল নেপালের লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে। আর তার সরাসরি প্রভাব পড়ে নিকটবর্তী ভারতের পশ্চিমবঙ্গের ওপর। রাজ্যটির পার্বত্য অঞ্চলে বেশ শক্তভাবেই টের পাওয়া যায় কম্পন।
বছর দু-এক আগে, ২০২৩ সালের নভেম্বরে তীব্র ভূমিকম্পে বড় ক্ষতির মুখোমুখি হয় নেপাল। প্রাণ হারিয়েছিল বহু মানুষ। এরপর আজ মঙ্গলবার সকালে আবারও ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশটি। এবার উৎসস্থল নেপালের লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে। আর তার সরাসরি প্রভাব পড়ে নিকটবর্তী ভারতের পশ্চিমবঙ্গের ওপর। রাজ্যটির পার্বত্য অঞ্চলে বেশ শক্তভাবেই টের পাওয়া যায় কম্পন।
মঙ্গলবার ভূমিকম্পে কেঁপে ওঠে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়িসহ উত্তরাংশের বিস্তীর্ণ এলাকা। ভয়ে রাস্তায় নেমে আসে বহু মানুষ। যদিও ক্ষয়ক্ষতির খবর এখনো জানা যায়নি। একই সঙ্গে ভূমিকম্প বোঝা যায় কলকাতা, দিল্লি, বিহারের বিভিন্ন এলাকায়। মোট পাঁচটি দেশে কম্পন অনুভূত হয়। ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং চীনও কেঁপে ওঠে এই ভূমিকম্পে।
আজ মঙ্গলবার ভোর ৬টা ৩৫ মিনিট নাগাদ কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয় পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। নেপাল থেকে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কম্পনের তীব্রতা কমেছে। সকাল ৭টা ২ মিনিট নাগাদ নেপালে আফটার শক অনুভূত হয়। সেবার কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৭। কলকাতায় ভূমিকম্প অনুভূত হয় স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিট নাগাদ।
বিহারের মধুবনী জেলাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। চিনে রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৮। নেপালে ভূমিকম্পের প্রভাবে মঙ্গলবার দিল্লি এবং বিহারের বেশ কয়েকটি এলাকা কেঁপে ওঠে।

প্রায় অর্ধশতাব্দী ধরে চলা ধর্মীয় শাসনের বিরুদ্ধে কখনোই এক হতে পারেনি ইরানের বিভক্ত বিরোধী রাজনীতি। তবে এবার দেশটিতে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সর্বশেষ শাহের ছেলে রেজা পাহলভি।
১ ঘণ্টা আগে
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ দিয়ে কঠোর তিরস্কার করেছে ভারত। দিল্লিতে কারাবন্দী সাবেক ছাত্রনেতা উমর খালিদকে সংহতি জানিয়ে একটি ব্যক্তিগত চিরকুট পাঠানোয় মামদানির ওপর চটেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি অভিযোগ করেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে। এই কথিত পরিকল্পনাকে তিনি আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
চার বছর ধরে চলা যুদ্ধ ইউক্রেনীয়দের জীবনের প্রায় সব সিদ্ধান্তই পাল্টে দিয়েছে। সম্পর্ক, বিয়ে কিংবা সন্তান নেওয়ার মতো ব্যক্তিগত সিদ্ধান্তও এখন যুদ্ধের বাস্তবতায় আটকে যাচ্ছে। এর প্রভাব পড়ছে দেশের ভবিষ্যতের ওপর—ইউক্রেনে কমছে বিয়ে ও জন্মহার।
৩ ঘণ্টা আগে