প্রতিনিধি

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন। বিধানসভা ভোটে তিনি হেরে গেলেও আজ তাঁকেই নবনির্বাচিত তৃণমূল বিধায়করা পরিষদীয় দলনেত্রী নির্বাচিত করেন। আগামী বুধবারই শপথ নেবে নতুন মন্ত্রিসভা।
মমতাকেই যে ফের মুখ্যমন্ত্রী করা হচ্ছে– এদিন বিধায়ক দলের বৈঠকের পর একথা ঘোষণা করেন, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, দলের সব বিধায়কই সর্বসম্মতিক্রমে মমতাকে নেত্রী নির্বাচিত করেন।
আজ সন্ধ্যাতেই রাজভবনে গেছেন মমতা। রাজ্যপাল জগদীপ ধনকড় তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। সূত্রের খবর, সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দেবেন তিনি। এরপরই শুরু হবে নতুন মন্ত্রিসভা গঠনের আনুষ্ঠানিকতা।
মমতা নিজেই জানিয়েছেন, শপথ গ্রহণে কোনও আড়ম্বর থাকছে না। বিজয় উৎসবও হচ্ছে না এখন। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে তবে বিজয় উৎসব হবে বড় করে।
বুধবার থেকেই নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। প্রথমে প্রটেম স্পিকার হিসেবে শপথ নেবেন বর্তমান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পরে তিনিই স্পিকার হবে বলেও জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
এদিন নন্দীগ্রাম প্রসঙ্গে গুরুতর অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রিটার্নিং অফিসারকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। নিজেই সাংবাদিকদের সেলফোনে পাওয়া মেসেজ দেখান তিনি।
তাঁর দাবি, নন্দীগ্রামে মেশিন পাল্টে দিয়েছে, আরও অনেক কিছু করেছে। তাই আন্দোলন চলবে। আদালতেও যাবে দল। সেইসঙ্গে ইভিএম থেকে শুরু করে সবকিছুই সুরক্ষিত রাখারও দাবি তোলেন তিনি।
এদিকে, ভোটের ফল বের হতেই ব্যাপক হিংসার অভিযোগ তুলেছে বিজেপি। প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, বিভিন্ন জায়গায় বিজেপি আক্রান্ত হচ্ছে। ভোটের ফলপ্রকাশের পর ছয় জন মারা গেছে, হাজার বাড়ি ভাঙচুর হয়েছে।
বিজেপির বিরুদ্ধেও পাল্টা হিংসার অভিযোগ তোলেন মমতা। তবে দলের কর্মীদের আইন হাতে না তুলে নেওয়ার পরামর্শ দেন। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন। বিধানসভা ভোটে তিনি হেরে গেলেও আজ তাঁকেই নবনির্বাচিত তৃণমূল বিধায়করা পরিষদীয় দলনেত্রী নির্বাচিত করেন। আগামী বুধবারই শপথ নেবে নতুন মন্ত্রিসভা।
মমতাকেই যে ফের মুখ্যমন্ত্রী করা হচ্ছে– এদিন বিধায়ক দলের বৈঠকের পর একথা ঘোষণা করেন, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, দলের সব বিধায়কই সর্বসম্মতিক্রমে মমতাকে নেত্রী নির্বাচিত করেন।
আজ সন্ধ্যাতেই রাজভবনে গেছেন মমতা। রাজ্যপাল জগদীপ ধনকড় তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। সূত্রের খবর, সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দেবেন তিনি। এরপরই শুরু হবে নতুন মন্ত্রিসভা গঠনের আনুষ্ঠানিকতা।
মমতা নিজেই জানিয়েছেন, শপথ গ্রহণে কোনও আড়ম্বর থাকছে না। বিজয় উৎসবও হচ্ছে না এখন। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে তবে বিজয় উৎসব হবে বড় করে।
বুধবার থেকেই নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। প্রথমে প্রটেম স্পিকার হিসেবে শপথ নেবেন বর্তমান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পরে তিনিই স্পিকার হবে বলেও জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
এদিন নন্দীগ্রাম প্রসঙ্গে গুরুতর অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রিটার্নিং অফিসারকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। নিজেই সাংবাদিকদের সেলফোনে পাওয়া মেসেজ দেখান তিনি।
তাঁর দাবি, নন্দীগ্রামে মেশিন পাল্টে দিয়েছে, আরও অনেক কিছু করেছে। তাই আন্দোলন চলবে। আদালতেও যাবে দল। সেইসঙ্গে ইভিএম থেকে শুরু করে সবকিছুই সুরক্ষিত রাখারও দাবি তোলেন তিনি।
এদিকে, ভোটের ফল বের হতেই ব্যাপক হিংসার অভিযোগ তুলেছে বিজেপি। প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, বিভিন্ন জায়গায় বিজেপি আক্রান্ত হচ্ছে। ভোটের ফলপ্রকাশের পর ছয় জন মারা গেছে, হাজার বাড়ি ভাঙচুর হয়েছে।
বিজেপির বিরুদ্ধেও পাল্টা হিংসার অভিযোগ তোলেন মমতা। তবে দলের কর্মীদের আইন হাতে না তুলে নেওয়ার পরামর্শ দেন। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভেনেজুয়েলায় নাটকীয় সামরিক অভিযানের রেশ কাটতে না কাটতেই এবার গ্রিনল্যান্ড নিয়ে নজিরবিহীন কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব রুখতে উত্তর আটলান্টিক মহাসাগরের এই বিশাল দ্বীপটির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ মালিকানা প্রয়োজন বলে দাবি করেছে
১৪ মিনিট আগে
২০২৪ সালের পর ফের ইউক্রেনে ওরেশনিক হামলা চালাল রাশিয়া। ইউক্রেনকে আতঙ্কিত করতে এবং যুদ্ধ বন্ধের আলোচনার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পশ্চিমাদের কাছে রাশিয়ার সামরিক শক্তির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ওরেশনিক’ হাইপারসনিক মিসাইল উৎক্ষেপণ করেছেন বলে মনে করছেন বিশ্লেষকে
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে বিক্ষোভকারীরা সহিংস কার্যক্রম চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বিক্ষোভকারীদের ‘দাঙ্গাবাজ’ অভিহিত করে তিনি বলেন, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই এসব কর্মকাণ্ডে লিপ্ত।
৪ ঘণ্টা আগে
ইরানে গত রাতের দেশজুড়ে বিক্ষোভ চলাকালে রাষ্ট্রীয় দমনপীড়ন ও সহিংসতার মাত্রা খুবই তীব্র ছিল বলে জানিয়েছে বিবিসি পারসিয়ান। বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন।
১৪ ঘণ্টা আগে