
বাংলাদেশের সঙ্গে সীমান্তের প্রায় ৭৯ শতাংশ কাঁটাতারের বেড়া দিয়ে ঢেকে দিয়েছে ভারত। বাকি অংশে বেড়া দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই। গতকাল মঙ্গলবার লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে এ কথা জানান তিনি। দেশটির প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য ৪০৯৬.৭ কিলোমিটার, এর মধ্যে ৩২৩২.২১৮ কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে।
ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য ৪০৯৬.৭ কিলোমিটার, এর মধ্যে ৩২৩২.২১৮ কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সীমান্তে বেড়া নির্মাণের জন্য জমি অধিগ্রহণ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আপত্তি, সীমিত কাজের সময় এবং ভূমিধস বা জলাভূমি এলাকাসহ বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।
লোকসভায় এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভারত সরকার সীমান্ত নিরাপত্তাব্যবস্থা, যার মধ্যে বেড়া নির্মাণও অন্তর্ভুক্ত, বাস্তবায়নের ক্ষেত্রে সব প্রোটোকল ও চুক্তি মেনে চলবে বলে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে। দুই দেশের সরকার এবং বিএসএফ ও বিজিবির মধ্যে এসব বিষয়ে চুক্তি হয়েছে।
তিনি আরও বলেন, ভারত সরকার প্রত্যাশা করছে, বাংলাদেশ পূর্বের সব সমঝোতা কার্যকর করবে এবং সীমান্ত অপরাধ মোকাবিলায় সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি বজায় থাকবে। বাংলাদেশ সরকারকে এটি জানানো হয়েছে।
এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের এখনো প্রায় ৮৬৪ কিলোমিটার অংশে বেড়া নির্মাণ বাকি রয়েছে। এর মধ্যে ১৭৪.৫ কিলোমিটার অংশে বেড়া নির্মাণ করায় সমস্যা রয়েছে। এসব এলাকায় জমি অধিগ্রহণ ও ভূমিধস সমস্যা এবং কিছু এলাকায় জলাভূমি রয়েছে।
এর আগে জানুয়ারি মাসের মাঝামাঝিতে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে গাছ কাটা ও ফসল নষ্ট করা নিয়ে সীমান্তবর্তী দুই দেশের গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সীমান্ত এলাকার জমির ব্যাপক ফসল নষ্ট হয়। সংঘর্ষে ভারতীয়রা ককটেল, সাউন্ড গ্রেনেড হামলাসহ ব্যাপক ইট-পাথর নিক্ষেপ করে। চার বাংলাদেশি আহত হয়। এরপর বিজিবি-বিএসএফ বৈঠকে সিদ্ধান্ত হয়, সীমান্তের ১৫০ গজের ভেতরে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না।

বাংলাদেশের সঙ্গে সীমান্তের প্রায় ৭৯ শতাংশ কাঁটাতারের বেড়া দিয়ে ঢেকে দিয়েছে ভারত। বাকি অংশে বেড়া দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই। গতকাল মঙ্গলবার লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে এ কথা জানান তিনি। দেশটির প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য ৪০৯৬.৭ কিলোমিটার, এর মধ্যে ৩২৩২.২১৮ কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে।
ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য ৪০৯৬.৭ কিলোমিটার, এর মধ্যে ৩২৩২.২১৮ কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সীমান্তে বেড়া নির্মাণের জন্য জমি অধিগ্রহণ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আপত্তি, সীমিত কাজের সময় এবং ভূমিধস বা জলাভূমি এলাকাসহ বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।
লোকসভায় এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভারত সরকার সীমান্ত নিরাপত্তাব্যবস্থা, যার মধ্যে বেড়া নির্মাণও অন্তর্ভুক্ত, বাস্তবায়নের ক্ষেত্রে সব প্রোটোকল ও চুক্তি মেনে চলবে বলে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে। দুই দেশের সরকার এবং বিএসএফ ও বিজিবির মধ্যে এসব বিষয়ে চুক্তি হয়েছে।
তিনি আরও বলেন, ভারত সরকার প্রত্যাশা করছে, বাংলাদেশ পূর্বের সব সমঝোতা কার্যকর করবে এবং সীমান্ত অপরাধ মোকাবিলায় সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি বজায় থাকবে। বাংলাদেশ সরকারকে এটি জানানো হয়েছে।
এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের এখনো প্রায় ৮৬৪ কিলোমিটার অংশে বেড়া নির্মাণ বাকি রয়েছে। এর মধ্যে ১৭৪.৫ কিলোমিটার অংশে বেড়া নির্মাণ করায় সমস্যা রয়েছে। এসব এলাকায় জমি অধিগ্রহণ ও ভূমিধস সমস্যা এবং কিছু এলাকায় জলাভূমি রয়েছে।
এর আগে জানুয়ারি মাসের মাঝামাঝিতে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে গাছ কাটা ও ফসল নষ্ট করা নিয়ে সীমান্তবর্তী দুই দেশের গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সীমান্ত এলাকার জমির ব্যাপক ফসল নষ্ট হয়। সংঘর্ষে ভারতীয়রা ককটেল, সাউন্ড গ্রেনেড হামলাসহ ব্যাপক ইট-পাথর নিক্ষেপ করে। চার বাংলাদেশি আহত হয়। এরপর বিজিবি-বিএসএফ বৈঠকে সিদ্ধান্ত হয়, সীমান্তের ১৫০ গজের ভেতরে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না।

ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে, তাহলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে ইরান।
৬ ঘণ্টা আগে
ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, দেশটির সেনাবাহিনীতে প্রায় দুই লাখ সেনা অনুমতি ছাড়াই নিজ নিজ অবস্থান ত্যাগ করেছেন। পাশাপাশি সামরিক আইন এড়ানোর অভিযোগে প্রায় ২০ লাখ ইউক্রেনীয় নাগরিক বর্তমানে ‘ওয়ান্টেড’ হিসেবে তালিকাভুক্ত।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আজ বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
৭ ঘণ্টা আগে
তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) এ বিষয়ে সতর্ক করেছে। ইতিমধ্যে সীমান্ত এলাকায় কুর্দি যোদ্ধাদের সঙ্গে ইরানি বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে