
ভারতের কেরালায় ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়কেজন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ সোমবার কেরালার ইদুক্কি জেলার থুদুপুজার পাশের গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, গত দুদিন ধরেই কেরালার পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এতে আজ সোমবার ভোরে ক্ষুদ্র নৃগোষ্ঠী কানজারের বাসিন্দা থানকাম্মা (৮০) তাঁর স্ত্রী শাজি (৫০) তাঁদের ছেলে সোমেন (৫২) ও মেয়ে সিমা (৫০) এবং দেবানন্দসহ (৫) সব মিলিয়ে ৫ জন ভূমিধসে মারা যান।
ভারতের আবহাওয়া অধিদপ্তর আগামীকাল মঙ্গলবার রাজ্যটির কাসারাগোদ জেলা ব্যতীত সকল জেলায় ‘হলুদ সতর্কবার্তা’ জারি করার প্রয়োজন হতে পারে বলে এক পূর্বাভাসে জানিয়েছে। এ ছাড়া কেরালার কোট্টায়াম জেলার নেদুনকুন্নাম, কারুকাচল অঞ্চলগুলোও বন্যায় প্লাবিত হয়েছে, ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ। এরই মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্গতদের সরিয়ে নিতে কাজ শুরু করে দিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কেরালার পাথানামথিত্তা জেলার মল্লাপল্লী তালুকে বন্যা হয়েছে। এতে মাল্লাপল্লী, অনিক্কাদ এবং থল্লিউর অঞ্চলের গ্রামগুলো প্লাবিত হয়েছে। এ বিষয়ে জেলার তথ্য কর্মকর্তা বলেছেন, ‘মাল্লাপল্লী তালুকের কোটাঙ্গল গ্রামের বেশ কিছু বাড়ি ও দোকানে পানি ঢুকেছে।’ তিনি জানান, বন্যার পানির স্রোতে একটি গাড়ি ভেসে যাওয়ার সময় স্থানীয়রা দড়ি দিয়ে গাড়িটি গাছের সঙ্গে বেঁধে কোনো মতে তা রক্ষা করতে সক্ষম হয়।
এ ছাড়া, মালাপ্পুরম, কোঝিকোড় এবং কান্নুর জেলার পাহাড়ি অঞ্চলেও গত দুদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে অঞ্চলগুলোতে এখন পর্যন্ত কোনো অপ্রত্যাশিত ঘটনার খবর পাওয়া যায়নি। মালাপ্পুরাম জেলার ওলিপুঝা এলাকায় বন্যার পানি ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ বাসিন্দাদের পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করেন।

ভারতের কেরালায় ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়কেজন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ সোমবার কেরালার ইদুক্কি জেলার থুদুপুজার পাশের গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, গত দুদিন ধরেই কেরালার পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এতে আজ সোমবার ভোরে ক্ষুদ্র নৃগোষ্ঠী কানজারের বাসিন্দা থানকাম্মা (৮০) তাঁর স্ত্রী শাজি (৫০) তাঁদের ছেলে সোমেন (৫২) ও মেয়ে সিমা (৫০) এবং দেবানন্দসহ (৫) সব মিলিয়ে ৫ জন ভূমিধসে মারা যান।
ভারতের আবহাওয়া অধিদপ্তর আগামীকাল মঙ্গলবার রাজ্যটির কাসারাগোদ জেলা ব্যতীত সকল জেলায় ‘হলুদ সতর্কবার্তা’ জারি করার প্রয়োজন হতে পারে বলে এক পূর্বাভাসে জানিয়েছে। এ ছাড়া কেরালার কোট্টায়াম জেলার নেদুনকুন্নাম, কারুকাচল অঞ্চলগুলোও বন্যায় প্লাবিত হয়েছে, ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ। এরই মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্গতদের সরিয়ে নিতে কাজ শুরু করে দিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কেরালার পাথানামথিত্তা জেলার মল্লাপল্লী তালুকে বন্যা হয়েছে। এতে মাল্লাপল্লী, অনিক্কাদ এবং থল্লিউর অঞ্চলের গ্রামগুলো প্লাবিত হয়েছে। এ বিষয়ে জেলার তথ্য কর্মকর্তা বলেছেন, ‘মাল্লাপল্লী তালুকের কোটাঙ্গল গ্রামের বেশ কিছু বাড়ি ও দোকানে পানি ঢুকেছে।’ তিনি জানান, বন্যার পানির স্রোতে একটি গাড়ি ভেসে যাওয়ার সময় স্থানীয়রা দড়ি দিয়ে গাড়িটি গাছের সঙ্গে বেঁধে কোনো মতে তা রক্ষা করতে সক্ষম হয়।
এ ছাড়া, মালাপ্পুরম, কোঝিকোড় এবং কান্নুর জেলার পাহাড়ি অঞ্চলেও গত দুদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে অঞ্চলগুলোতে এখন পর্যন্ত কোনো অপ্রত্যাশিত ঘটনার খবর পাওয়া যায়নি। মালাপ্পুরাম জেলার ওলিপুঝা এলাকায় বন্যার পানি ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ বাসিন্দাদের পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করেন।

ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে, তাহলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে ইরান।
৭ ঘণ্টা আগে
ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, দেশটির সেনাবাহিনীতে প্রায় দুই লাখ সেনা অনুমতি ছাড়াই নিজ নিজ অবস্থান ত্যাগ করেছেন। পাশাপাশি সামরিক আইন এড়ানোর অভিযোগে প্রায় ২০ লাখ ইউক্রেনীয় নাগরিক বর্তমানে ‘ওয়ান্টেড’ হিসেবে তালিকাভুক্ত।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আজ বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
৮ ঘণ্টা আগে
তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) এ বিষয়ে সতর্ক করেছে। ইতিমধ্যে সীমান্ত এলাকায় কুর্দি যোদ্ধাদের সঙ্গে ইরানি বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে