
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা এখনো সামলে উঠতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্টার্ন চিকিৎসকেরা তাঁর সঙ্গে আলোচনা চেয়েছেন, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এদিকে বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠক পিছিয়ে দিয়েছে রাজ্য সচিবালয় নবান্ন।
আনন্দবাজার পত্রিকার অনলাইনের খবরে বলা হয়েছে, রাজ্যের স্বাস্থ্য ভবনের সামনে ২৭ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন চিকিৎসকেরা। এর মাঝেই দফায় দফায় পাল্টাপাল্টি ই-মেইল চালাচালি হলেও বৈঠক নিয়ে সমাধানসূত্র এখনো মেলেনি।
বিকেলেই আন্দোলনকারী চিকিৎসকেরা একটি ই-মেইল পাঠিয়েছেন মুখ্যসচিবকে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অন্তত ৩০ জনের প্রতিনিধিদলকে নিয়ে বৈঠকসহ চার দফা শর্ত দিয়েছেন তাঁরা। প্রতিনিধি ছাড়াও ইন্টার্ন চিকিৎসকেরা চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই বৈঠক হোক নবান্নে। মুখ্যসচিবকে পাঠানো শর্তগুলোর মধ্যে অন্যতম এটি। এ ছাড়া এই বৈঠক সরাসরি প্রচারের দাবি জানিয়েছেন চিকিৎসকেরা। তবে এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।
এদিকে আজ বৃহস্পতিবার রাজ্যের সব বেসরকারি হাসপাতালের সঙ্গে বৈঠক ডেকেছিল রাজ্য সরকার। প্রতিটি বেসরকারি হাসপাতালের প্রতিনিধি ও রাজ্যের স্বাস্থ্যকর্তাদের ওই বৈঠকে থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু শেষ মুহূর্তে সেই বৈঠক স্থগিত করে দেওয়া হলো।
গতকাল বুধবার বিকেলে প্রশাসনিক সূত্রে জানা যায়, ওই বৈঠক বাতিল করে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আবার কবে এই বৈঠক হবে, সে বিষয়ে কোনো ধারণা নেই বলেই জানিয়েছেন নবান্নের এক কর্মকর্তা। কী কারণে বৈঠক স্থগিত করা হয়েছে, তা নিয়ে একাংশের মনে ধোঁয়াশাও তৈরি হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা এখনো সামলে উঠতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্টার্ন চিকিৎসকেরা তাঁর সঙ্গে আলোচনা চেয়েছেন, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এদিকে বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠক পিছিয়ে দিয়েছে রাজ্য সচিবালয় নবান্ন।
আনন্দবাজার পত্রিকার অনলাইনের খবরে বলা হয়েছে, রাজ্যের স্বাস্থ্য ভবনের সামনে ২৭ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন চিকিৎসকেরা। এর মাঝেই দফায় দফায় পাল্টাপাল্টি ই-মেইল চালাচালি হলেও বৈঠক নিয়ে সমাধানসূত্র এখনো মেলেনি।
বিকেলেই আন্দোলনকারী চিকিৎসকেরা একটি ই-মেইল পাঠিয়েছেন মুখ্যসচিবকে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অন্তত ৩০ জনের প্রতিনিধিদলকে নিয়ে বৈঠকসহ চার দফা শর্ত দিয়েছেন তাঁরা। প্রতিনিধি ছাড়াও ইন্টার্ন চিকিৎসকেরা চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই বৈঠক হোক নবান্নে। মুখ্যসচিবকে পাঠানো শর্তগুলোর মধ্যে অন্যতম এটি। এ ছাড়া এই বৈঠক সরাসরি প্রচারের দাবি জানিয়েছেন চিকিৎসকেরা। তবে এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।
এদিকে আজ বৃহস্পতিবার রাজ্যের সব বেসরকারি হাসপাতালের সঙ্গে বৈঠক ডেকেছিল রাজ্য সরকার। প্রতিটি বেসরকারি হাসপাতালের প্রতিনিধি ও রাজ্যের স্বাস্থ্যকর্তাদের ওই বৈঠকে থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু শেষ মুহূর্তে সেই বৈঠক স্থগিত করে দেওয়া হলো।
গতকাল বুধবার বিকেলে প্রশাসনিক সূত্রে জানা যায়, ওই বৈঠক বাতিল করে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আবার কবে এই বৈঠক হবে, সে বিষয়ে কোনো ধারণা নেই বলেই জানিয়েছেন নবান্নের এক কর্মকর্তা। কী কারণে বৈঠক স্থগিত করা হয়েছে, তা নিয়ে একাংশের মনে ধোঁয়াশাও তৈরি হয়েছে।

ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে, তাহলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে ইরান।
৪ ঘণ্টা আগে
ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, দেশটির সেনাবাহিনীতে প্রায় দুই লাখ সেনা অনুমতি ছাড়াই নিজ নিজ অবস্থান ত্যাগ করেছেন। পাশাপাশি সামরিক আইন এড়ানোর অভিযোগে প্রায় ২০ লাখ ইউক্রেনীয় নাগরিক বর্তমানে ‘ওয়ান্টেড’ হিসেবে তালিকাভুক্ত।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আজ বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
৬ ঘণ্টা আগে
তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) এ বিষয়ে সতর্ক করেছে। ইতিমধ্যে সীমান্ত এলাকায় কুর্দি যোদ্ধাদের সঙ্গে ইরানি বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে