
আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে সবার সামনেই বিয়ের মঞ্চে কনেকে চুমু খেয়েছেন ভারতের উত্তর প্রদেশের এক বর। এ ঘটনার জের ধরে পরে ওই বিয়েবাড়ি রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় আহত হয় দুই পরিবারের ছয় সদস্য এবং আটক করা হয় সাতজনকে।
আজ বৃহস্পতিবার এনডিটিভি জানিয়েছে, গত সোমবার আলোচিত এই বিয়েটি অনুষ্ঠিত হয়েছে উত্তর প্রদেশের হাপুর এলাকার অশোকনগরে। বিয়ের মঞ্চে নানা আনুষ্ঠানিকতার একপর্যায়ে মালাবদল করছিলেন বর-কনে। এ সময়ই কনেকে চুমু খান বর।
প্রতিবেদনে বলা হয়েছে, বরের আকস্মিক এমন কাণ্ডের পরপরই দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়ে যায়। পরিস্থিতির এমন অবনতি হয় যে কনের পরিবারের লোকেরা লাঠিসোঁটা নিয়ে মঞ্চে ওঠে বরের পরিবারের লোকজনকে মারধর শুরু করেন। মারামারিতে শেষ পর্যন্ত কনের বাবাসহ দুই পরিবারের ছয়জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরে দুই পক্ষের সাতজনকে গ্রেপ্তার করে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া।
পুলিশ জানায়, কনের বাবা একই সঙ্গে দুই মেয়ের বিয়ের আয়োজন করেছিলেন গত সোমবার রাতে। এর মধ্যে প্রথম বিয়েটি কোনো ঝামেলা ছাড়াই সম্পন্ন হয়। বিবাদ বাধে দ্বিতীয় বিয়েটিতে।
কনের পরিবারের অভিযোগ, বিয়ের মঞ্চে বর জোর করেই চুমু খেয়েছেন তাদের কন্যাকে। তবে বরের পরিবার বলছে, কনের আশকারা পেয়েই তাঁকে চুমু খাওয়ার ঘটনাটি ঘটেছে।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে এর ভিত্তিতে ব্যবস্থা নেওয়া শুরু হবে। তবে ভারতীয় অপরাধ বিধির ১৫১ ধারা অনুযায়ী, সাধারণ মানুষের শান্তি বিনষ্টের অভিযোগে দুই পক্ষের ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।

আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে সবার সামনেই বিয়ের মঞ্চে কনেকে চুমু খেয়েছেন ভারতের উত্তর প্রদেশের এক বর। এ ঘটনার জের ধরে পরে ওই বিয়েবাড়ি রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় আহত হয় দুই পরিবারের ছয় সদস্য এবং আটক করা হয় সাতজনকে।
আজ বৃহস্পতিবার এনডিটিভি জানিয়েছে, গত সোমবার আলোচিত এই বিয়েটি অনুষ্ঠিত হয়েছে উত্তর প্রদেশের হাপুর এলাকার অশোকনগরে। বিয়ের মঞ্চে নানা আনুষ্ঠানিকতার একপর্যায়ে মালাবদল করছিলেন বর-কনে। এ সময়ই কনেকে চুমু খান বর।
প্রতিবেদনে বলা হয়েছে, বরের আকস্মিক এমন কাণ্ডের পরপরই দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়ে যায়। পরিস্থিতির এমন অবনতি হয় যে কনের পরিবারের লোকেরা লাঠিসোঁটা নিয়ে মঞ্চে ওঠে বরের পরিবারের লোকজনকে মারধর শুরু করেন। মারামারিতে শেষ পর্যন্ত কনের বাবাসহ দুই পরিবারের ছয়জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরে দুই পক্ষের সাতজনকে গ্রেপ্তার করে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া।
পুলিশ জানায়, কনের বাবা একই সঙ্গে দুই মেয়ের বিয়ের আয়োজন করেছিলেন গত সোমবার রাতে। এর মধ্যে প্রথম বিয়েটি কোনো ঝামেলা ছাড়াই সম্পন্ন হয়। বিবাদ বাধে দ্বিতীয় বিয়েটিতে।
কনের পরিবারের অভিযোগ, বিয়ের মঞ্চে বর জোর করেই চুমু খেয়েছেন তাদের কন্যাকে। তবে বরের পরিবার বলছে, কনের আশকারা পেয়েই তাঁকে চুমু খাওয়ার ঘটনাটি ঘটেছে।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে এর ভিত্তিতে ব্যবস্থা নেওয়া শুরু হবে। তবে ভারতীয় অপরাধ বিধির ১৫১ ধারা অনুযায়ী, সাধারণ মানুষের শান্তি বিনষ্টের অভিযোগে দুই পক্ষের ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
১ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে