নিজস্ব প্রতিবেদক

কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে তিন ঘণ্টা ধরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। ফলে ভেতরে থাকা যাত্রীরা দুর্বিষহ সময় কাটাচ্ছেন। তাঁদের
ফ্লাইটের ভেতর থেকে বের হতে দেওয়া হচ্ছে না। উড়োজাহাজের ভেতরে অনেক নারী ও শিশু রয়েছে।
যাত্রীরা জানান, সোমবার স্থানীয় সময় রাত ৯টা থেকে কলকাতা বিমানবন্দরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৯৬ ফ্লাইটটি। রাত ৮টা ৩৫ মিনিটে বিমানটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে এতে কারিগরি ত্রুটি দেখা দেয়। এরপর বিলম্বে ছাড়ার কথা বলা হয়।
ঘণ্টাখানেক পর ফ্লাইটটি আবারও ঢাকার উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নেয়। তবে রানওয়েতে গিয়ে ফ্লাইটটি আবারও কারিগরি ত্রুটির কথা বলে উড্ডয়ন বাতিল করে বোর্ডিংয়ের কাছে ফিরে আসে।
সর্বশেষ স্থানীয় সময় রাত ১২টায়ও ফ্লাইটটি ছেড়ে যায়নি। ফ্লাইটটি বিমানের বোয়িং-৭৩৭ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালনা করার কথা ছিল। এতে প্রায় দেড়শতাধিক যাত্রী রয়েছেন। এদের মধ্যে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন ম্যানেজার গণমাধ্যমকে বলেন, ফ্লাইটটি কারিগরি ত্রুটির কারণে ছাড়তে পারেনি। একজন অসুস্থ হয়েছেন বলে আমরা জানতে পারি। সংবাদ পেয়ে প্লেনের সামনে চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়।
কলকাতা থেকে একজন যাত্রী ভিডিওতে বলেন, ফ্লাইটটি রানওয়েতে গিয়ে আবার ফেরত এসেছে। অনেকে অসুস্থ্য হয়ে পড়েছে। ভেতরে এসি নেই, গরমে সবার অস্থির হয়ে উঠেছেন। যে কারিগরি সমস্যা দেখা দিয়েছে সেটা এখনও ঠিক হয়নি।

কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে তিন ঘণ্টা ধরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। ফলে ভেতরে থাকা যাত্রীরা দুর্বিষহ সময় কাটাচ্ছেন। তাঁদের
ফ্লাইটের ভেতর থেকে বের হতে দেওয়া হচ্ছে না। উড়োজাহাজের ভেতরে অনেক নারী ও শিশু রয়েছে।
যাত্রীরা জানান, সোমবার স্থানীয় সময় রাত ৯টা থেকে কলকাতা বিমানবন্দরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৯৬ ফ্লাইটটি। রাত ৮টা ৩৫ মিনিটে বিমানটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে এতে কারিগরি ত্রুটি দেখা দেয়। এরপর বিলম্বে ছাড়ার কথা বলা হয়।
ঘণ্টাখানেক পর ফ্লাইটটি আবারও ঢাকার উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নেয়। তবে রানওয়েতে গিয়ে ফ্লাইটটি আবারও কারিগরি ত্রুটির কথা বলে উড্ডয়ন বাতিল করে বোর্ডিংয়ের কাছে ফিরে আসে।
সর্বশেষ স্থানীয় সময় রাত ১২টায়ও ফ্লাইটটি ছেড়ে যায়নি। ফ্লাইটটি বিমানের বোয়িং-৭৩৭ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালনা করার কথা ছিল। এতে প্রায় দেড়শতাধিক যাত্রী রয়েছেন। এদের মধ্যে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন ম্যানেজার গণমাধ্যমকে বলেন, ফ্লাইটটি কারিগরি ত্রুটির কারণে ছাড়তে পারেনি। একজন অসুস্থ হয়েছেন বলে আমরা জানতে পারি। সংবাদ পেয়ে প্লেনের সামনে চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়।
কলকাতা থেকে একজন যাত্রী ভিডিওতে বলেন, ফ্লাইটটি রানওয়েতে গিয়ে আবার ফেরত এসেছে। অনেকে অসুস্থ্য হয়ে পড়েছে। ভেতরে এসি নেই, গরমে সবার অস্থির হয়ে উঠেছেন। যে কারিগরি সমস্যা দেখা দিয়েছে সেটা এখনও ঠিক হয়নি।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
১ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
১ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৪ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
৫ ঘণ্টা আগে