
নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে চীনের প্রসিডেন্ট সি চিন পিংয়ের অনুপস্থিতিকে ‘অস্বাভাবিক’ বলতে নারাজ ভারত। এতে সম্মেলন থেকে সমঝোতায় আসতে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বার্তা সংস্থা রর্য়টাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আজ বুধবার এক স্বাক্ষাৎকারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।
সি ভারতের ওপর বিরক্ত বলে এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন না—এমন কথার পরিপ্রেক্ষিতে পররষ্ট্রমন্ত্রী বলেন, ‘না, এখানে ভারতের কিছু করার নাই। চীন ও রাশিয়া কেন এমন সিদ্ধান্ত নিয়েছে, তা তারা বলতে পারবে। তবে আপনারা বিষয়টা যেভাবে দেখছেন, আমি সেভাবে দেখছি না।’
চীনের প্রেসিডেন্ট ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুপস্থিতি যদি শীর্ষ সম্মেলনের কোনো ঐকমত্য গড়ে তুলতে বা কোনো ঘোষণা দিতে প্রভাব ফেলবে কি না জানতে চাইলে জয়শঙ্কর বলেন, ‘আমরা অলোচনা করেছি… তেমনটা বলার মতো পরিস্থিতি এখনো আসেনি।’
তবে জি-২০ শীর্ষ সম্মেলন থেকে প্রত্যাশা অনেক বেশি। মহামারি, সংঘাত, জলবায়ু পরিবর্তন, ঋণ ও রাজনীতির প্রভাবের কারণে নয়াদিল্লির সামনে অনেক চ্যালেঞ্জ।
বিশ্বের বেশ কিছু সমস্যার সমাধানের লক্ষ্যে বিশ্বের ২০টি প্রধান অর্থনীতির জোট জি-২০-এর সম্মেলন হচ্ছে। কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে ভূরাজনৈতিক বিভাজন এই সম্মেলনের সফলতা নিয়ে সংশয় রেখে দিয়েছে। দুই দেশের পক্ষে প্রতিনিধিরা থাকলেও রাষ্ট্রপ্রধানদের অনুপস্থিতির কারণে যুদ্ধ নিয়ে ঐকমত্যে পৌঁছানো কঠিন হবে বলে মনে করা হচ্ছে।
হোয়াইট হাউস বিবৃতিতে জানিয়েছে, শীর্ষ সম্মেলনের জলবায়ু পরিবর্তন ও অবকাঠামো প্রকল্পের জন্য ঋণ দিতে বিশ্বব্যাংকসহ বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানাবেন প্রেসিডেন্ট জো বাইডেন।

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে চীনের প্রসিডেন্ট সি চিন পিংয়ের অনুপস্থিতিকে ‘অস্বাভাবিক’ বলতে নারাজ ভারত। এতে সম্মেলন থেকে সমঝোতায় আসতে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বার্তা সংস্থা রর্য়টাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আজ বুধবার এক স্বাক্ষাৎকারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।
সি ভারতের ওপর বিরক্ত বলে এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন না—এমন কথার পরিপ্রেক্ষিতে পররষ্ট্রমন্ত্রী বলেন, ‘না, এখানে ভারতের কিছু করার নাই। চীন ও রাশিয়া কেন এমন সিদ্ধান্ত নিয়েছে, তা তারা বলতে পারবে। তবে আপনারা বিষয়টা যেভাবে দেখছেন, আমি সেভাবে দেখছি না।’
চীনের প্রেসিডেন্ট ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুপস্থিতি যদি শীর্ষ সম্মেলনের কোনো ঐকমত্য গড়ে তুলতে বা কোনো ঘোষণা দিতে প্রভাব ফেলবে কি না জানতে চাইলে জয়শঙ্কর বলেন, ‘আমরা অলোচনা করেছি… তেমনটা বলার মতো পরিস্থিতি এখনো আসেনি।’
তবে জি-২০ শীর্ষ সম্মেলন থেকে প্রত্যাশা অনেক বেশি। মহামারি, সংঘাত, জলবায়ু পরিবর্তন, ঋণ ও রাজনীতির প্রভাবের কারণে নয়াদিল্লির সামনে অনেক চ্যালেঞ্জ।
বিশ্বের বেশ কিছু সমস্যার সমাধানের লক্ষ্যে বিশ্বের ২০টি প্রধান অর্থনীতির জোট জি-২০-এর সম্মেলন হচ্ছে। কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে ভূরাজনৈতিক বিভাজন এই সম্মেলনের সফলতা নিয়ে সংশয় রেখে দিয়েছে। দুই দেশের পক্ষে প্রতিনিধিরা থাকলেও রাষ্ট্রপ্রধানদের অনুপস্থিতির কারণে যুদ্ধ নিয়ে ঐকমত্যে পৌঁছানো কঠিন হবে বলে মনে করা হচ্ছে।
হোয়াইট হাউস বিবৃতিতে জানিয়েছে, শীর্ষ সম্মেলনের জলবায়ু পরিবর্তন ও অবকাঠামো প্রকল্পের জন্য ঋণ দিতে বিশ্বব্যাংকসহ বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানাবেন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
২৬ মিনিট আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
২ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন।
৩ ঘণ্টা আগে
সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
৪ ঘণ্টা আগে