
ভারতের ক্ষমতাসীন বিজেপির বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া দেশটির ৯টি রাজ্যের ১৩ বিধানসভা আসনের উপনির্বাচনে ভূমিধস জয়ের পথে আছে। এরই মধ্যে ইন্ডিয়ার জোটের কংগ্রেস ও শরিকেরা ১৩ আসনের মধ্যে ৮টি আসনে জয়লাভ করেছে এবং দুটি আসনে এগিয়ে আছে। বাকি মাত্র দুটি আসনে জয় পেয়েছে বিজেপি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ইন্ডিয়া জোটের অংশীদার কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম এই ১৩টি আসনে প্রার্থী দিয়েছিল। গত বুধবার পাঞ্জাব, হিমাচল, উত্তরাখন্ড, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, বিহার ও তামিলনাড়ুর ১৩টি আসনে বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ হয়। যার গণনা হলো আজ শনিবার।
পাঞ্জাবে আম আদমি পার্টির প্রার্থী মহিন্দর ভগত জলন্ধর পশ্চিম আসনে ২৩ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন। পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা আসনে জিতেছেন, এই রাজ্যে বিজেপি পেয়েছেন মাত্র দুটি। হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর দেরা আসন থেকে নির্বাচনে জিতেছেন। রাজ্যের নালাগড় আসনে এগিয়ে কংগ্রেস তবে হামিরপুরে বিজেপির আশিস শর্মা এগিয়ে আছেন।
তামিলনাড়ুর বিক্রভান্দি বিধানসভা আসনে ৫৮ হাজার ৭৮৫ ভোটে এগিয়ে আছেন আন্নিয়ুর সিভা। উত্তরাখণ্ডে কংগ্রেস প্রার্থীরা বদ্রিনাথ ও মঙ্গলৌর উভয় আসনেই এগিয়ে আছেন। অন্যদিকে মধ্যপ্রদেশে, অমরওয়ার আসনে এগিয়ে রয়েছেন বিজেপির কমলেশ প্রতাপ শাহি। বিহারে জেডি (ইউ)—এর কালাধর প্রসাদ মণ্ডল রূপাউলি আসনে স্বতন্ত্র প্রার্থীর পেছনে রয়েছে।
এই উপনির্বাচনগুলো ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর প্রথম। মে-জুন মাসে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ২৪০টি আসনে জয়লাভ করে। তবে দলটি একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২টি আসনের চেয়ে ৩২টি আসন কম পেয়েছিল। তবে বিজেপির এনডিএ অবশ্য মোট ২৯৩টি আসন পেয়েছে এবং কংগ্রেসে নেতৃত্বে ইন্ডিয়া জোট ২৩২টি আসন পেয়েছে।

ভারতের ক্ষমতাসীন বিজেপির বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া দেশটির ৯টি রাজ্যের ১৩ বিধানসভা আসনের উপনির্বাচনে ভূমিধস জয়ের পথে আছে। এরই মধ্যে ইন্ডিয়ার জোটের কংগ্রেস ও শরিকেরা ১৩ আসনের মধ্যে ৮টি আসনে জয়লাভ করেছে এবং দুটি আসনে এগিয়ে আছে। বাকি মাত্র দুটি আসনে জয় পেয়েছে বিজেপি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ইন্ডিয়া জোটের অংশীদার কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম এই ১৩টি আসনে প্রার্থী দিয়েছিল। গত বুধবার পাঞ্জাব, হিমাচল, উত্তরাখন্ড, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, বিহার ও তামিলনাড়ুর ১৩টি আসনে বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ হয়। যার গণনা হলো আজ শনিবার।
পাঞ্জাবে আম আদমি পার্টির প্রার্থী মহিন্দর ভগত জলন্ধর পশ্চিম আসনে ২৩ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন। পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা আসনে জিতেছেন, এই রাজ্যে বিজেপি পেয়েছেন মাত্র দুটি। হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর দেরা আসন থেকে নির্বাচনে জিতেছেন। রাজ্যের নালাগড় আসনে এগিয়ে কংগ্রেস তবে হামিরপুরে বিজেপির আশিস শর্মা এগিয়ে আছেন।
তামিলনাড়ুর বিক্রভান্দি বিধানসভা আসনে ৫৮ হাজার ৭৮৫ ভোটে এগিয়ে আছেন আন্নিয়ুর সিভা। উত্তরাখণ্ডে কংগ্রেস প্রার্থীরা বদ্রিনাথ ও মঙ্গলৌর উভয় আসনেই এগিয়ে আছেন। অন্যদিকে মধ্যপ্রদেশে, অমরওয়ার আসনে এগিয়ে রয়েছেন বিজেপির কমলেশ প্রতাপ শাহি। বিহারে জেডি (ইউ)—এর কালাধর প্রসাদ মণ্ডল রূপাউলি আসনে স্বতন্ত্র প্রার্থীর পেছনে রয়েছে।
এই উপনির্বাচনগুলো ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর প্রথম। মে-জুন মাসে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ২৪০টি আসনে জয়লাভ করে। তবে দলটি একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২টি আসনের চেয়ে ৩২টি আসন কম পেয়েছিল। তবে বিজেপির এনডিএ অবশ্য মোট ২৯৩টি আসন পেয়েছে এবং কংগ্রেসে নেতৃত্বে ইন্ডিয়া জোট ২৩২টি আসন পেয়েছে।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
৫ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
৮ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
৮ ঘণ্টা আগে