
উত্তর ভারতের অমৃতসরে একটি সামরিক বিমানে ১০৪ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় বিমানবন্দরের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, আজ বুধবার যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসনবিরোধী নীতির অংশ হিসেবে এই প্রথম ভারতীয়দের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ফেরত আসা ভারতীয়রা বিভিন্ন সময়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, এসব অবৈধ অভিবাসী মূলত উত্তর ও পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা ও গুজরাট রাজ্য থেকে এসেছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, নয়াদিল্লি অবৈধ অভিবাসনের বিরোধী। যুক্তরাষ্ট্রসহ যেকোনো দেশে অবৈধভাবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের ফেরত নেওয়ার জন্য ভারত প্রস্তুত। কারণ, এই অবৈধ অভিবাসীরা বিভিন্ন ধরনের সংগঠিত অপরাধে জড়িত। তাই যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর সিদ্ধান্তে তাদের কোনো আপত্তি নেই।
আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরের কথা আছে। এর মধ্যেই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনা ঘটেছে। তাই ধারণা করা হচ্ছে, বিষয়টি মোদির সফরে প্রভাব ফেলতে পারে।
এর আগে টেলিফোন আলোচনায় মোদি ও ট্রাম্প অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। এই আলোচনায় ট্রাম্প ভারতকে আমেরিকার তৈরি নিরাপত্তা সরঞ্জাম কিনতে এবং দ্বিপক্ষীয় বাণিজ্যে ন্যায্যতা নিশ্চিত করার গুরুত্বের কথাও বলেন। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে তাঁদের নির্ধারিত বৈঠকে অভিবাসনের বিষয়টি আলোচনায় আসবে।
পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে প্রায় ৭ লাখ ২৫ হাজার ভারতীয় নাগরিক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তাই আরও অনেককে ফেরত পাঠানো হতে পারে।
যদিও মোদি ও ট্রাম্পের মধ্যে সুসম্পর্ক রয়েছে। তবে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর এই ঘটনা দুই দেশের মধ্যে অভিবাসন নীতির একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে।

উত্তর ভারতের অমৃতসরে একটি সামরিক বিমানে ১০৪ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় বিমানবন্দরের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, আজ বুধবার যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসনবিরোধী নীতির অংশ হিসেবে এই প্রথম ভারতীয়দের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ফেরত আসা ভারতীয়রা বিভিন্ন সময়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, এসব অবৈধ অভিবাসী মূলত উত্তর ও পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা ও গুজরাট রাজ্য থেকে এসেছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, নয়াদিল্লি অবৈধ অভিবাসনের বিরোধী। যুক্তরাষ্ট্রসহ যেকোনো দেশে অবৈধভাবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের ফেরত নেওয়ার জন্য ভারত প্রস্তুত। কারণ, এই অবৈধ অভিবাসীরা বিভিন্ন ধরনের সংগঠিত অপরাধে জড়িত। তাই যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর সিদ্ধান্তে তাদের কোনো আপত্তি নেই।
আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরের কথা আছে। এর মধ্যেই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনা ঘটেছে। তাই ধারণা করা হচ্ছে, বিষয়টি মোদির সফরে প্রভাব ফেলতে পারে।
এর আগে টেলিফোন আলোচনায় মোদি ও ট্রাম্প অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। এই আলোচনায় ট্রাম্প ভারতকে আমেরিকার তৈরি নিরাপত্তা সরঞ্জাম কিনতে এবং দ্বিপক্ষীয় বাণিজ্যে ন্যায্যতা নিশ্চিত করার গুরুত্বের কথাও বলেন। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে তাঁদের নির্ধারিত বৈঠকে অভিবাসনের বিষয়টি আলোচনায় আসবে।
পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে প্রায় ৭ লাখ ২৫ হাজার ভারতীয় নাগরিক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তাই আরও অনেককে ফেরত পাঠানো হতে পারে।
যদিও মোদি ও ট্রাম্পের মধ্যে সুসম্পর্ক রয়েছে। তবে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর এই ঘটনা দুই দেশের মধ্যে অভিবাসন নীতির একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে।

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে অভিবাসন কর্মকর্তার গুলিতে ৩৭ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ট্রাম্প প্রশাসনের আত্মরক্ষার দাবি প্রত্যাখ্যান করেছেন স্থানীয় কর্মকর্তারা।
২৫ মিনিট আগে
ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) নেতা আইদারুস আল-জুবাইদি রিয়াদে নির্ধারিত শান্তি আলোচনায় যোগ না দিয়ে সোমালিল্যান্ড হয়ে সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে গেছেন। এদিকে, রিয়াদে যাওয়া এসটিসির আলোচক দল উধাও হয়ে গেছেন বলে জানা গেছে।
৩৮ মিনিট আগে
পাকিস্তান ও সৌদি আরব প্রায় ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারের সৌদি ঋণকে জেএফ-১৭ যুদ্ধবিমান চুক্তিতে রূপান্তর করার বিষয়ে আলোচনা চালাচ্ছে বলে পাকিস্তানি দুটি সূত্র জানিয়েছে। তবে এই পুরো প্রতিরক্ষা চুক্তির মূল্য আসলে ৪ বিলিয়ন বা ৪০০ কোটি ডলার। গত বছর স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির কয়েক...
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, জলবায়ু পরিবর্তন, শান্তি ও গণতন্ত্রের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার প্রধান প্ল্যাটফর্মসহ ৬৬টি জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে তাঁর প্রশাসন। খবর আল জাজিরার
২ ঘণ্টা আগে