অনলাইন ডেস্ক
মায়ের পরকীয়া প্রেম জেনে ফেলেছিল ১৪ বছর বয়সী এক কিশোরী। আর তাই নিজের সন্তানের মুখ বন্ধ রাখতে খোদ মা মেয়ের নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করছিল। এমনকি অনলাইন মাধ্যমে ছড়িয়েও দিয়েছিল সেসব ভিডিও। পরে, জানতে পেরে কিশোরীটি পুলিশের শরণাপন্ন হলে সেই নারী ও তাঁর প্রেমিককে গ্রেপ্তার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বিব্বেওয়াড়ি পুলিশ রবিবার ৩৬ বছর বয়সের এক দিনমজুর এবং তার ২৪ বছর বয়সের পুরুষ বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। তিন মাস আগে ওই নারীর ১৪ বছর বয়সের মেয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর এই পদক্ষেপ নেওয়া হয়। কিশোরী মেয়েটি অভিযোগ করেছে যে তার মা তাকে স্নান ও পোশাক পরিবর্তনের সময় ভিডিও করতেন এবং সেই ভিডিও আত্মীয়স্বজন ও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতেন, এমনকি সামাজিক মাধ্যমেও আপলোড করতেন।
মহারাষ্ট্রের বিব্বেওয়াড়ি থানা-পুলিশ জানিয়েছে, অষ্টম শ্রেণির শিক্ষার্থী কিশোরীটি জানতে পারে তার মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এবং সে বিষয়টি তাদের বাড়িওয়ালাকে জানায়। থানার ইন্সপেক্টর শংকর সালুঙ্কে বলেন, ‘মেয়েটি যাতে তাদের সম্পর্ক ফাঁস করে না দেয় এবং পরিবারের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য ওই নারী বছরের শুরুতে তাঁর মেয়ের ভিডিও করে সেগুলো ছড়াতে শুরু করে। তাঁর বন্ধুও ক্লিপগুলো ছড়াতে সাহায্য করে, তাই আমরা তাঁকেও গ্রেপ্তার করেছি।’
চলতি বছরের জানুয়ারিতে কিশোরীটির খালা তাকে ফোন করে ভিডিও ক্লিপ পাওয়ার কথা জানান। এরপর মেয়েটি পুলিশে অভিযোগ দায়ের করে এবং পুলিশ ভিডিওগুলো ও সেগুলো যেসব ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল তার বিবরণ পরীক্ষা করে।
অভিযুক্ত নারী ও তাঁর স্বামী দুজনেই দিনমজুর। গ্রেপ্তার প্রেমিকও দিনমজুরের কাজ করে। বিব্বেওয়াড়ি থানার সাব-ইন্সপেক্টর অশোক ইয়েভালে বলেন, ‘আমাদের তদন্তে জানা গেছে, ভিডিওগুলো মেয়েটির মায়ের মোবাইল ফোন থেকে তোলা হয়েছে এবং একই ফোন থেকে আপলোড করা হয়েছে। নিজের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার খবর পেয়ে ওই নারী পুনে থেকে পালিয়ে যান।’
গত তিন মাসে পুলিশ মহিলা ও তাঁর প্রেমিককে সোলাপুর, ধারশিব, ছত্রপতি সম্ভোজনগর ও আহিল্যানগর জেলা এবং দৌন্ডেও খুঁজেছে। ইয়েভালে আরও বলেন, ‘গত শনিবার আমরা খবর পাই যে, ওই নারী খাদাকওয়াসলা এলাকায় আছেন। সেখানে একটি ছোট হোটেলে তাদের দুজনকে দেখা গেছে। আমরা সেখানে তল্লাশি চালাই এবং রোববার সন্ধ্যায় খাদাকওয়াসলা বাঁধের কাছে তাদের দুজনকে দেখতে পাই। সেখান থেকেই তাদের আটক করা হয়। আমরা তাঁর মোবাইল ফোনটি জব্দ করেছি এবং সেটি ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।’
মায়ের পরকীয়া প্রেম জেনে ফেলেছিল ১৪ বছর বয়সী এক কিশোরী। আর তাই নিজের সন্তানের মুখ বন্ধ রাখতে খোদ মা মেয়ের নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করছিল। এমনকি অনলাইন মাধ্যমে ছড়িয়েও দিয়েছিল সেসব ভিডিও। পরে, জানতে পেরে কিশোরীটি পুলিশের শরণাপন্ন হলে সেই নারী ও তাঁর প্রেমিককে গ্রেপ্তার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বিব্বেওয়াড়ি পুলিশ রবিবার ৩৬ বছর বয়সের এক দিনমজুর এবং তার ২৪ বছর বয়সের পুরুষ বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। তিন মাস আগে ওই নারীর ১৪ বছর বয়সের মেয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর এই পদক্ষেপ নেওয়া হয়। কিশোরী মেয়েটি অভিযোগ করেছে যে তার মা তাকে স্নান ও পোশাক পরিবর্তনের সময় ভিডিও করতেন এবং সেই ভিডিও আত্মীয়স্বজন ও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতেন, এমনকি সামাজিক মাধ্যমেও আপলোড করতেন।
মহারাষ্ট্রের বিব্বেওয়াড়ি থানা-পুলিশ জানিয়েছে, অষ্টম শ্রেণির শিক্ষার্থী কিশোরীটি জানতে পারে তার মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এবং সে বিষয়টি তাদের বাড়িওয়ালাকে জানায়। থানার ইন্সপেক্টর শংকর সালুঙ্কে বলেন, ‘মেয়েটি যাতে তাদের সম্পর্ক ফাঁস করে না দেয় এবং পরিবারের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য ওই নারী বছরের শুরুতে তাঁর মেয়ের ভিডিও করে সেগুলো ছড়াতে শুরু করে। তাঁর বন্ধুও ক্লিপগুলো ছড়াতে সাহায্য করে, তাই আমরা তাঁকেও গ্রেপ্তার করেছি।’
চলতি বছরের জানুয়ারিতে কিশোরীটির খালা তাকে ফোন করে ভিডিও ক্লিপ পাওয়ার কথা জানান। এরপর মেয়েটি পুলিশে অভিযোগ দায়ের করে এবং পুলিশ ভিডিওগুলো ও সেগুলো যেসব ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল তার বিবরণ পরীক্ষা করে।
অভিযুক্ত নারী ও তাঁর স্বামী দুজনেই দিনমজুর। গ্রেপ্তার প্রেমিকও দিনমজুরের কাজ করে। বিব্বেওয়াড়ি থানার সাব-ইন্সপেক্টর অশোক ইয়েভালে বলেন, ‘আমাদের তদন্তে জানা গেছে, ভিডিওগুলো মেয়েটির মায়ের মোবাইল ফোন থেকে তোলা হয়েছে এবং একই ফোন থেকে আপলোড করা হয়েছে। নিজের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার খবর পেয়ে ওই নারী পুনে থেকে পালিয়ে যান।’
গত তিন মাসে পুলিশ মহিলা ও তাঁর প্রেমিককে সোলাপুর, ধারশিব, ছত্রপতি সম্ভোজনগর ও আহিল্যানগর জেলা এবং দৌন্ডেও খুঁজেছে। ইয়েভালে আরও বলেন, ‘গত শনিবার আমরা খবর পাই যে, ওই নারী খাদাকওয়াসলা এলাকায় আছেন। সেখানে একটি ছোট হোটেলে তাদের দুজনকে দেখা গেছে। আমরা সেখানে তল্লাশি চালাই এবং রোববার সন্ধ্যায় খাদাকওয়াসলা বাঁধের কাছে তাদের দুজনকে দেখতে পাই। সেখান থেকেই তাদের আটক করা হয়। আমরা তাঁর মোবাইল ফোনটি জব্দ করেছি এবং সেটি ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।’
ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করেছেন, ভারত-যুক্তরাষ্ট্র একত্রে কাজ না করলে ২১ শতক হতে পারে ‘মানবজাতির জন্য চরম অন্ধকারময়’। জয়পুরে এক বক্তৃতায় তিনি বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি এবং প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা কর
৩ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অসংখ্য। হতাহতের শিকার পর্যটকেরা কাশ্মীরের পহেলগামে ভ্রমণ করছিলেন।
৪ ঘণ্টা আগেক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং লেবাননের রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহ। দুই সংগঠনই তাঁর আন্তধর্মীয় সংলাপ ও মানবিক মূল্যবোধ রক্ষার প্রচেষ্টার প্রশংসা করে বিবৃতি দিয়েছে।
৪ ঘণ্টা আগেইকুয়েডরের একটি প্রত্যন্ত আমাজনীয় গ্রামে এক ব্রিটিশ নাগরিককে গণপিটুনি দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহত ওই ব্যক্তি স্থানীয় একজনকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের হেফাজতে ছিলেন।
৫ ঘণ্টা আগে