
করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এ সময়টাতে অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে যায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ফলে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা এই কার্যক্রমে অংশ নিতে পারছিল না। ঠিক সে সময় ব্যতিক্রমী এক উদ্যোগ নেন ভারতের এক শিক্ষিকা। তিনি তাঁর বিদ্যালয়ের শিক্ষক, বন্ধু-বান্ধব ও পরিচিতদের সহায়তায় ৩২১ জন শিক্ষার্থীকে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর জন্য স্মার্টফোনের ব্যবস্থা করে দেন।
গতকাল রোববার (৫ সেপ্টেম্বর) ভারতের শিক্ষক দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে ১২২ জন শিক্ষককে পুরস্কৃত করে ভারত সরকার। এর মধ্যে ভারতী কালরা নামের ওই শিক্ষিকার নামও ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় ভারতী কালরা বলেন, পুরস্কারে মনোনীত হওয়ায় আমি অভিভূত। তবে এর জন্য কোনো আবেদন করিনি। আমি যা করেছি সম্পূর্ণ দায়িত্ববোধ থেকে করেছি।
শিক্ষার্থীদের সহায়তা করা নিয়ে তিনি বলেন, ল্যাপটপ ও স্মার্টফোন না থাকায় অনেক শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারছিল না। এর মধ্যে আবার এক শিক্ষার্থীর বাবা করোনায় আক্রান্ত হয়ে মারা যান। আমি তাঁকে স্মার্টফোন কিনে দিই ক্লাস করার জন্য। কিন্তু এটা কোনো সমাধান ছিল না। অনেক শিক্ষার্থীই স্মার্টফোন না থাকায় ক্লাসে অংশগ্রহণ করতে পারছিল না। এরপর আমাদের বিদ্যালয়ের শিক্ষকেরা মিলে পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করে শিক্ষার্থীদের সমস্যার কথা জানায়। কিন্তু শুরুর দিকে এটা সহজ ছিল না। ৩-৪টা স্মার্টফোন দিয়ে এই যাত্রা শুরু হয়। আমরা বিশ্বাস করতে পারিনি এত বেশি সহায়তা আসবে। কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাই।
ভারতী কালরা জানান, এখনো যারা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারছেন না, তাঁদের জন্য বিদ্যালয় ওয়ার্কশিট দিচ্ছে। এ ছাড়া সব সময় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে।

করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এ সময়টাতে অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে যায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ফলে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা এই কার্যক্রমে অংশ নিতে পারছিল না। ঠিক সে সময় ব্যতিক্রমী এক উদ্যোগ নেন ভারতের এক শিক্ষিকা। তিনি তাঁর বিদ্যালয়ের শিক্ষক, বন্ধু-বান্ধব ও পরিচিতদের সহায়তায় ৩২১ জন শিক্ষার্থীকে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর জন্য স্মার্টফোনের ব্যবস্থা করে দেন।
গতকাল রোববার (৫ সেপ্টেম্বর) ভারতের শিক্ষক দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে ১২২ জন শিক্ষককে পুরস্কৃত করে ভারত সরকার। এর মধ্যে ভারতী কালরা নামের ওই শিক্ষিকার নামও ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় ভারতী কালরা বলেন, পুরস্কারে মনোনীত হওয়ায় আমি অভিভূত। তবে এর জন্য কোনো আবেদন করিনি। আমি যা করেছি সম্পূর্ণ দায়িত্ববোধ থেকে করেছি।
শিক্ষার্থীদের সহায়তা করা নিয়ে তিনি বলেন, ল্যাপটপ ও স্মার্টফোন না থাকায় অনেক শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারছিল না। এর মধ্যে আবার এক শিক্ষার্থীর বাবা করোনায় আক্রান্ত হয়ে মারা যান। আমি তাঁকে স্মার্টফোন কিনে দিই ক্লাস করার জন্য। কিন্তু এটা কোনো সমাধান ছিল না। অনেক শিক্ষার্থীই স্মার্টফোন না থাকায় ক্লাসে অংশগ্রহণ করতে পারছিল না। এরপর আমাদের বিদ্যালয়ের শিক্ষকেরা মিলে পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করে শিক্ষার্থীদের সমস্যার কথা জানায়। কিন্তু শুরুর দিকে এটা সহজ ছিল না। ৩-৪টা স্মার্টফোন দিয়ে এই যাত্রা শুরু হয়। আমরা বিশ্বাস করতে পারিনি এত বেশি সহায়তা আসবে। কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাই।
ভারতী কালরা জানান, এখনো যারা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারছেন না, তাঁদের জন্য বিদ্যালয় ওয়ার্কশিট দিচ্ছে। এ ছাড়া সব সময় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে।

জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন।
২ ঘণ্টা আগে
সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
৩ ঘণ্টা আগে
যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
৫ ঘণ্টা আগে