আজকের পত্রিকা ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের সম্ভলের শাহি জামা মসজিদ সমীক্ষা করার জন্য নিম্ন আদালতের নির্দেশ বহাল রাখলেন এলাহাবাদ হাইকোর্ট। আজ শুক্রবার এক রায়ে সমীক্ষা না করার জন্য মসজিদ কমিটির আবেদন খারিজ করে দেওয়া হয়।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়াল এই বিষয়ে রায় ঘোষণা করেন। এর আগে তিনি মসজিদ কমিটি, মামলার বাদী হরিশঙ্কর জৈন এবং ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের আইনজীবীদের বক্তব্য শুনে রায় সংরক্ষণ করেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গত বছরের ১৯ নভেম্বর নিম্ন আদালতে একটি মামলায় অভিযোগ করা হয়, শাহি মসজিদ মোগল সম্রাট বাবরের আমলে হরিহর মন্দির ভেঙে তৈরি হয়েছিল। এই মামলার কয়েক ঘণ্টার মধ্যে নিম্ন আদালতের বিচারক মসজিদ সমীক্ষার নির্দেশ দেন।
এই অবস্থায় গত বছরের ২৪ নভেম্বর সরকারি কর্মকর্তারা মসজিদে সমীক্ষার কাজে গেলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয় এবং এই ঘটনায় ৪ জনের মৃত্যু হয়।
এ ঘটনার পর নিম্ন আদালতের নির্দেশ বাতিলের দাবিতে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করেছিল মসজিদ কমিটি। কিন্তু এলাহাবাদ হাইকোর্টে বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালের বেঞ্চ নিম্ন আদালতের সমীক্ষার নির্দেশ বহাল রেখেছেন।
মসজিদ কমিটির অভিযোগ, তাড়াহুড়া করে কোনো আগাম নোটিশ ছাড়াই মসজিদের সমীক্ষার নির্দেশ দিয়েছিলেন নিম্ন আদালত। আরও দাবি করা হয়, ইতিমধ্যে দুবার মসজিদ সমীক্ষা হয়েছে—একবার হিন্দুপক্ষের মামলার দিনেই, এরপর আবার ২৪ নভেম্বর।
তবে হিন্দুপক্ষের অনড় অবস্থানের মুখে হাইকোর্টের রায়ে এখন প্রক্রিয়া চালু রাখার পথ সুগম হলো।

ভারতের উত্তর প্রদেশের সম্ভলের শাহি জামা মসজিদ সমীক্ষা করার জন্য নিম্ন আদালতের নির্দেশ বহাল রাখলেন এলাহাবাদ হাইকোর্ট। আজ শুক্রবার এক রায়ে সমীক্ষা না করার জন্য মসজিদ কমিটির আবেদন খারিজ করে দেওয়া হয়।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়াল এই বিষয়ে রায় ঘোষণা করেন। এর আগে তিনি মসজিদ কমিটি, মামলার বাদী হরিশঙ্কর জৈন এবং ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের আইনজীবীদের বক্তব্য শুনে রায় সংরক্ষণ করেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গত বছরের ১৯ নভেম্বর নিম্ন আদালতে একটি মামলায় অভিযোগ করা হয়, শাহি মসজিদ মোগল সম্রাট বাবরের আমলে হরিহর মন্দির ভেঙে তৈরি হয়েছিল। এই মামলার কয়েক ঘণ্টার মধ্যে নিম্ন আদালতের বিচারক মসজিদ সমীক্ষার নির্দেশ দেন।
এই অবস্থায় গত বছরের ২৪ নভেম্বর সরকারি কর্মকর্তারা মসজিদে সমীক্ষার কাজে গেলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয় এবং এই ঘটনায় ৪ জনের মৃত্যু হয়।
এ ঘটনার পর নিম্ন আদালতের নির্দেশ বাতিলের দাবিতে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করেছিল মসজিদ কমিটি। কিন্তু এলাহাবাদ হাইকোর্টে বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালের বেঞ্চ নিম্ন আদালতের সমীক্ষার নির্দেশ বহাল রেখেছেন।
মসজিদ কমিটির অভিযোগ, তাড়াহুড়া করে কোনো আগাম নোটিশ ছাড়াই মসজিদের সমীক্ষার নির্দেশ দিয়েছিলেন নিম্ন আদালত। আরও দাবি করা হয়, ইতিমধ্যে দুবার মসজিদ সমীক্ষা হয়েছে—একবার হিন্দুপক্ষের মামলার দিনেই, এরপর আবার ২৪ নভেম্বর।
তবে হিন্দুপক্ষের অনড় অবস্থানের মুখে হাইকোর্টের রায়ে এখন প্রক্রিয়া চালু রাখার পথ সুগম হলো।

গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের আবহের মধ্যেই ২০২৫ সালে ৬৯ হাজারেরও বেশি নাগরিক দেশ ছেড়েছেন। গতকাল বুধবার প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) জানিয়েছে, এর ফলে টানা দ্বিতীয় বছরের মতো ইসরায়েলে অভিবাসনের ভারসাম্য ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে।
২ ঘণ্টা আগে
জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই শহরের প্রথম মুসলিম এবং কয়েক প্রজন্মের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে ইতিহাস গড়লেন। আজ বৃহস্পতিবার পবিত্র কোরআন ছুঁয়ে তিনি শপথ গ্রহণ করেন।
৩ ঘণ্টা আগে
ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাবাসীর জন্য সবটুকু আশার আলো যেন নিভে যেতে বসেছে। উপত্যকার কয়েক ডজন আন্তর্জাতিক সাহায্য সংস্থাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, যা ওই অঞ্চলে জীবন রক্ষাকারী মানবিক কার্যক্রমকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বুধবার জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তির লক্ষ্যমাত্রা থেকে তাঁর দেশ আর মাত্র ‘১০ শতাংশ’ দূরে। তবে তিনি সতর্ক করে বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো অমীমাংসিত এবং মস্কোকে পুরস্কৃত করার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে