
ভারতের প্রধান বিচারপতি ধনঞ্জয়া ইশান্ত চন্দ্রচূড় বলেছেন—স্বাধীনতা কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের অশান্তি তার একটি স্পষ্ট উদাহরণ। বৃহস্পতিবার দিল্লিতে ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে এই কথা বলেন চন্দ্রচূড়।
চন্দ্রচূড় বলেন, ‘স্বাধীনতা দিবস আমাদের দেশের একে অপরের প্রতি দায়িত্ববোধকে মনে করিয়ে দিচ্ছে এবং জাতি সংবিধানের মূল্যবোধগুলোকে বুঝতে পারছে।’
নিজের ভাষণে বাংলাদেশের উদাহরণ টেনে তিনি বলেন, ‘বাংলাদেশে আজ যা ঘটছে, স্বাধীনতা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের পরিষ্কারভাবে মনে করিয়ে দিচ্ছে। স্বাধীনতা ও মুক্তি লাভ সহজ। কিন্তু এ বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ, তা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য অতীতের ঘটনাগুলো জানা প্রয়োজন।’
দিল্লিতে দেওয়া ওই বক্তব্যে ভারতীয় প্রধান বিচারপতি বর্তমান সময়ে স্বাধীনতার স্থায়ী প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তাঁর এমন মন্তব্য বাংলাদেশে সাম্প্রতিক পট-পরিবর্তনের প্রেক্ষাপটে এসেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। এই অভ্যুত্থানের জন্য পদত্যাগের পর দেশ ছাড়তেও বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি ভারতের দিল্লিতে অবস্থান করছেন। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে বাংলাদেশের হাল ধরেছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তাঁর নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশকে স্থিতিশীল করার জন্য কাজ করে যাচ্ছে।
ভারতের জন্য যারা জীবন দিয়েছে তাঁদের সম্মান জানানোর জন্য স্বাধীনতা দিবসের তাৎপর্যও তুলে ধরেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। তিনি বলেন, ‘স্বাধীনতা দিবস তাঁদের প্রতিশ্রুতিকে সম্মান করার একটি উপলক্ষ।’ তিনি স্বাধীনতা ও স্বাধীনতার মূল্যবোধকে সমুন্নত রাখতে সচেষ্ট ব্যক্তিদের অবদানের ওপর জোর দেন।

ভারতের প্রধান বিচারপতি ধনঞ্জয়া ইশান্ত চন্দ্রচূড় বলেছেন—স্বাধীনতা কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের অশান্তি তার একটি স্পষ্ট উদাহরণ। বৃহস্পতিবার দিল্লিতে ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে এই কথা বলেন চন্দ্রচূড়।
চন্দ্রচূড় বলেন, ‘স্বাধীনতা দিবস আমাদের দেশের একে অপরের প্রতি দায়িত্ববোধকে মনে করিয়ে দিচ্ছে এবং জাতি সংবিধানের মূল্যবোধগুলোকে বুঝতে পারছে।’
নিজের ভাষণে বাংলাদেশের উদাহরণ টেনে তিনি বলেন, ‘বাংলাদেশে আজ যা ঘটছে, স্বাধীনতা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের পরিষ্কারভাবে মনে করিয়ে দিচ্ছে। স্বাধীনতা ও মুক্তি লাভ সহজ। কিন্তু এ বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ, তা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য অতীতের ঘটনাগুলো জানা প্রয়োজন।’
দিল্লিতে দেওয়া ওই বক্তব্যে ভারতীয় প্রধান বিচারপতি বর্তমান সময়ে স্বাধীনতার স্থায়ী প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তাঁর এমন মন্তব্য বাংলাদেশে সাম্প্রতিক পট-পরিবর্তনের প্রেক্ষাপটে এসেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। এই অভ্যুত্থানের জন্য পদত্যাগের পর দেশ ছাড়তেও বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি ভারতের দিল্লিতে অবস্থান করছেন। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে বাংলাদেশের হাল ধরেছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তাঁর নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশকে স্থিতিশীল করার জন্য কাজ করে যাচ্ছে।
ভারতের জন্য যারা জীবন দিয়েছে তাঁদের সম্মান জানানোর জন্য স্বাধীনতা দিবসের তাৎপর্যও তুলে ধরেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। তিনি বলেন, ‘স্বাধীনতা দিবস তাঁদের প্রতিশ্রুতিকে সম্মান করার একটি উপলক্ষ।’ তিনি স্বাধীনতা ও স্বাধীনতার মূল্যবোধকে সমুন্নত রাখতে সচেষ্ট ব্যক্তিদের অবদানের ওপর জোর দেন।

২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
১১ মিনিট আগে
ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
১ ঘণ্টা আগে
ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
২ ঘণ্টা আগে
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং কোনো ধরনের ‘ভুল-বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা’ এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভারতীয় সশস্ত্র বাহিনীর বার্ষিক সং
৩ ঘণ্টা আগে