
ভারতের প্রধান বিচারপতি ধনঞ্জয়া ইশান্ত চন্দ্রচূড় বলেছেন—স্বাধীনতা কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের অশান্তি তার একটি স্পষ্ট উদাহরণ। বৃহস্পতিবার দিল্লিতে ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে এই কথা বলেন চন্দ্রচূড়।
চন্দ্রচূড় বলেন, ‘স্বাধীনতা দিবস আমাদের দেশের একে অপরের প্রতি দায়িত্ববোধকে মনে করিয়ে দিচ্ছে এবং জাতি সংবিধানের মূল্যবোধগুলোকে বুঝতে পারছে।’
নিজের ভাষণে বাংলাদেশের উদাহরণ টেনে তিনি বলেন, ‘বাংলাদেশে আজ যা ঘটছে, স্বাধীনতা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের পরিষ্কারভাবে মনে করিয়ে দিচ্ছে। স্বাধীনতা ও মুক্তি লাভ সহজ। কিন্তু এ বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ, তা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য অতীতের ঘটনাগুলো জানা প্রয়োজন।’
দিল্লিতে দেওয়া ওই বক্তব্যে ভারতীয় প্রধান বিচারপতি বর্তমান সময়ে স্বাধীনতার স্থায়ী প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তাঁর এমন মন্তব্য বাংলাদেশে সাম্প্রতিক পট-পরিবর্তনের প্রেক্ষাপটে এসেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। এই অভ্যুত্থানের জন্য পদত্যাগের পর দেশ ছাড়তেও বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি ভারতের দিল্লিতে অবস্থান করছেন। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে বাংলাদেশের হাল ধরেছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তাঁর নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশকে স্থিতিশীল করার জন্য কাজ করে যাচ্ছে।
ভারতের জন্য যারা জীবন দিয়েছে তাঁদের সম্মান জানানোর জন্য স্বাধীনতা দিবসের তাৎপর্যও তুলে ধরেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। তিনি বলেন, ‘স্বাধীনতা দিবস তাঁদের প্রতিশ্রুতিকে সম্মান করার একটি উপলক্ষ।’ তিনি স্বাধীনতা ও স্বাধীনতার মূল্যবোধকে সমুন্নত রাখতে সচেষ্ট ব্যক্তিদের অবদানের ওপর জোর দেন।

ভারতের প্রধান বিচারপতি ধনঞ্জয়া ইশান্ত চন্দ্রচূড় বলেছেন—স্বাধীনতা কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের অশান্তি তার একটি স্পষ্ট উদাহরণ। বৃহস্পতিবার দিল্লিতে ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে এই কথা বলেন চন্দ্রচূড়।
চন্দ্রচূড় বলেন, ‘স্বাধীনতা দিবস আমাদের দেশের একে অপরের প্রতি দায়িত্ববোধকে মনে করিয়ে দিচ্ছে এবং জাতি সংবিধানের মূল্যবোধগুলোকে বুঝতে পারছে।’
নিজের ভাষণে বাংলাদেশের উদাহরণ টেনে তিনি বলেন, ‘বাংলাদেশে আজ যা ঘটছে, স্বাধীনতা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের পরিষ্কারভাবে মনে করিয়ে দিচ্ছে। স্বাধীনতা ও মুক্তি লাভ সহজ। কিন্তু এ বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ, তা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য অতীতের ঘটনাগুলো জানা প্রয়োজন।’
দিল্লিতে দেওয়া ওই বক্তব্যে ভারতীয় প্রধান বিচারপতি বর্তমান সময়ে স্বাধীনতার স্থায়ী প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তাঁর এমন মন্তব্য বাংলাদেশে সাম্প্রতিক পট-পরিবর্তনের প্রেক্ষাপটে এসেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। এই অভ্যুত্থানের জন্য পদত্যাগের পর দেশ ছাড়তেও বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি ভারতের দিল্লিতে অবস্থান করছেন। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে বাংলাদেশের হাল ধরেছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তাঁর নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশকে স্থিতিশীল করার জন্য কাজ করে যাচ্ছে।
ভারতের জন্য যারা জীবন দিয়েছে তাঁদের সম্মান জানানোর জন্য স্বাধীনতা দিবসের তাৎপর্যও তুলে ধরেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। তিনি বলেন, ‘স্বাধীনতা দিবস তাঁদের প্রতিশ্রুতিকে সম্মান করার একটি উপলক্ষ।’ তিনি স্বাধীনতা ও স্বাধীনতার মূল্যবোধকে সমুন্নত রাখতে সচেষ্ট ব্যক্তিদের অবদানের ওপর জোর দেন।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৫ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৬ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৭ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৯ ঘণ্টা আগে