
পনির, পোলাও এবং বিভিন্ন তরকারি সমেত খাবার আয়োজনে কোনো ঘাটতি ছিল না। কয়েক লাখ রুপি যৌতুকও ছিল বলে অভিযোগ। কিন্তু বরপক্ষের আপত্তি দুটি জিনিসের অনুপস্থিতি নিয়ে—মাছ ও মাংস। বরের আত্মীয়স্বজনেরা এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠেন যে, কনেপক্ষের লোকজনদের রীতিমতো লাঠিপেটা করেছেন।
শেষ পর্যন্ত বিয়েটা আর হয়নি। বর অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান। এরপর কনের পরিবার পুলিশের অভিযোগ দেয়।
গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে। দেওরিয়া জেলার আনন্দ নগর গ্রামের অভিষেক শর্মা দীনেশ শর্মার মেয়ে সুষমার বিয়ের অনুষ্ঠান ছিল সেটি।
সবকিছু পরিকল্পনা মতোই এগিয়েছিল। এমনকি মালা বিনিময় পর্যন্ত হয়ে গেছে। বিপত্তি বাঁধে যখন বরপক্ষকে বলা হয়, এখানে কোনো আমিষভোজীর জন্য ব্যবস্থা নেই!
কনের বাবা পুলিশ বলেন, বর, তাঁর বাবা সুরেন্দ্র শর্মা এবং অন্যরা আয়োজনে আমিষ না থাকায় অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। আমি আপত্তি জানালে অভিষেক শর্মা, সুরেন্দ্র শর্মা, রামপ্রবেশ শর্মা, রাজকুমার এবং কিছু অজ্ঞাতপরিচয় লোক আমার পরিবারের লোকজনকে লাঠি দিয়ে মারতে শুরু করে এবং লাথি দেয়, ঘুষি মারে।
এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, হাতাহাতি, ঘুষি এবং চেয়ার ছোড়াছুড়ি হচ্ছে। দুই পক্ষে চলছে তুমুল ঝগড়া।
পুলিশের কাছে দেওয়া অভিযোগে বলা হয়েছে, বিয়েতে প্রায় ৫ লাখ রুপি যৌতুক দেওয়া হয়েছে।
কনের বাবা বলেন, যৌতুক হিসেবে একটি গাড়ি কেনার জন্য সুরেন্দ্র শর্মার ছেলে অভিষেক শর্মাকে সাড়ে ৪ লাখ রুপি দিয়েছি। এ ছাড়া একটি তিলক সেট এবং দুটি সোনার আংটি (মূল্য ২০ হাজার রুপি) দেওয়া হয়েছে।

পনির, পোলাও এবং বিভিন্ন তরকারি সমেত খাবার আয়োজনে কোনো ঘাটতি ছিল না। কয়েক লাখ রুপি যৌতুকও ছিল বলে অভিযোগ। কিন্তু বরপক্ষের আপত্তি দুটি জিনিসের অনুপস্থিতি নিয়ে—মাছ ও মাংস। বরের আত্মীয়স্বজনেরা এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠেন যে, কনেপক্ষের লোকজনদের রীতিমতো লাঠিপেটা করেছেন।
শেষ পর্যন্ত বিয়েটা আর হয়নি। বর অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান। এরপর কনের পরিবার পুলিশের অভিযোগ দেয়।
গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে। দেওরিয়া জেলার আনন্দ নগর গ্রামের অভিষেক শর্মা দীনেশ শর্মার মেয়ে সুষমার বিয়ের অনুষ্ঠান ছিল সেটি।
সবকিছু পরিকল্পনা মতোই এগিয়েছিল। এমনকি মালা বিনিময় পর্যন্ত হয়ে গেছে। বিপত্তি বাঁধে যখন বরপক্ষকে বলা হয়, এখানে কোনো আমিষভোজীর জন্য ব্যবস্থা নেই!
কনের বাবা পুলিশ বলেন, বর, তাঁর বাবা সুরেন্দ্র শর্মা এবং অন্যরা আয়োজনে আমিষ না থাকায় অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। আমি আপত্তি জানালে অভিষেক শর্মা, সুরেন্দ্র শর্মা, রামপ্রবেশ শর্মা, রাজকুমার এবং কিছু অজ্ঞাতপরিচয় লোক আমার পরিবারের লোকজনকে লাঠি দিয়ে মারতে শুরু করে এবং লাথি দেয়, ঘুষি মারে।
এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, হাতাহাতি, ঘুষি এবং চেয়ার ছোড়াছুড়ি হচ্ছে। দুই পক্ষে চলছে তুমুল ঝগড়া।
পুলিশের কাছে দেওয়া অভিযোগে বলা হয়েছে, বিয়েতে প্রায় ৫ লাখ রুপি যৌতুক দেওয়া হয়েছে।
কনের বাবা বলেন, যৌতুক হিসেবে একটি গাড়ি কেনার জন্য সুরেন্দ্র শর্মার ছেলে অভিষেক শর্মাকে সাড়ে ৪ লাখ রুপি দিয়েছি। এ ছাড়া একটি তিলক সেট এবং দুটি সোনার আংটি (মূল্য ২০ হাজার রুপি) দেওয়া হয়েছে।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
৬ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
৯ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
১০ ঘণ্টা আগে