
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেছে ভারত-পাকিস্তান নিরাপত্তা ও পরমাণু ইস্যু বিশেষজ্ঞ পল কাপুরকে। এখন সিনেট অনুমোদন দিলেই তিনি হবেন দক্ষিণ এশিয়া ব্যুরোতে নিযুক্ত দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত কূটনীতিক। তাঁর দায়িত্ব হবে ভারতের পাশাপাশি এশিয়া অঞ্চলের কূটনৈতিক সম্পর্ক পরিচালনা করা।
যুক্তরাষ্ট্রের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পল কাপুরকে দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি জো বাইডেন প্রশাসনের সময় দায়িত্ব পালনকারী ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হবেন।
যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক জোরদারে দৃঢ় সমর্থক এবং পাকিস্তানের কঠোর সমালোচক হিসেবে পরিচিত কাপুর ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নীতি পরিকল্পনা টিমে কাজ করেছেন।
দক্ষিণ এশিয়ার রাজনীতি বিষয়ে খ্যাতনামা গবেষক ও লেখক পল কাপুর বর্তমানে মার্কিন নৌবাহিনীর পোস্ট গ্র্যাজুয়েট স্কুলের অধ্যাপক। পাশাপাশি তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হুভার ইনস্টিটিউশনের ভিজিটিং ফেলো হিসেবেও যুক্ত আছেন।
তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে, জিহাদ অ্যাজ গ্রান্ড স্ট্রাটেজি: ইসলামিস্ট মিলিট্যান্সি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড দ্য পাকিস্তানি স্টেট ও ডেঞ্জারাস ডিটারেন্ট: নিউক্লিয়ার উইপনস প্রলিফারেশন অ্যান্ড কনফ্লিক্ট ইন সাউথ এশিয়া।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের জন্য পরামর্শক প্রকল্প পরিচালনার পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র-ভারত প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত ট্র্যাক ১.৫ সংলাপেরও সদস্য।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভূতকে নিয়োগ দিয়েছেন। এর মধ্যে এফবিআই পরিচালক হিসেবে কাশ প্যাটেল ও হোয়াইট হাউসের কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিবিষয়ক উপদেষ্টা হিসেবে শ্রীরাম কৃষ্ণন রয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেছে ভারত-পাকিস্তান নিরাপত্তা ও পরমাণু ইস্যু বিশেষজ্ঞ পল কাপুরকে। এখন সিনেট অনুমোদন দিলেই তিনি হবেন দক্ষিণ এশিয়া ব্যুরোতে নিযুক্ত দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত কূটনীতিক। তাঁর দায়িত্ব হবে ভারতের পাশাপাশি এশিয়া অঞ্চলের কূটনৈতিক সম্পর্ক পরিচালনা করা।
যুক্তরাষ্ট্রের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পল কাপুরকে দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি জো বাইডেন প্রশাসনের সময় দায়িত্ব পালনকারী ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হবেন।
যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক জোরদারে দৃঢ় সমর্থক এবং পাকিস্তানের কঠোর সমালোচক হিসেবে পরিচিত কাপুর ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নীতি পরিকল্পনা টিমে কাজ করেছেন।
দক্ষিণ এশিয়ার রাজনীতি বিষয়ে খ্যাতনামা গবেষক ও লেখক পল কাপুর বর্তমানে মার্কিন নৌবাহিনীর পোস্ট গ্র্যাজুয়েট স্কুলের অধ্যাপক। পাশাপাশি তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হুভার ইনস্টিটিউশনের ভিজিটিং ফেলো হিসেবেও যুক্ত আছেন।
তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে, জিহাদ অ্যাজ গ্রান্ড স্ট্রাটেজি: ইসলামিস্ট মিলিট্যান্সি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড দ্য পাকিস্তানি স্টেট ও ডেঞ্জারাস ডিটারেন্ট: নিউক্লিয়ার উইপনস প্রলিফারেশন অ্যান্ড কনফ্লিক্ট ইন সাউথ এশিয়া।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের জন্য পরামর্শক প্রকল্প পরিচালনার পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র-ভারত প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত ট্র্যাক ১.৫ সংলাপেরও সদস্য।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভূতকে নিয়োগ দিয়েছেন। এর মধ্যে এফবিআই পরিচালক হিসেবে কাশ প্যাটেল ও হোয়াইট হাউসের কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিবিষয়ক উপদেষ্টা হিসেবে শ্রীরাম কৃষ্ণন রয়েছেন।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৮ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৯ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
১০ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
১২ ঘণ্টা আগে