
ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন দিল্লির মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে জামিন পেলেও এখনই তিনি তাঁর কার্যালয়ে গিয়ে নথিপত্রে স্বাক্ষর করতে পারবেন না। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মদ আবগারি নীতির মামলায় গ্রেপ্তার হয়ে অরবিন্দ কেজরিওয়াল প্রায় ছয় মাসের মতো সময় ধরে কারাগারে বন্দী। অবশেষে জামিন পেলেন তিনি। এবার আর মুক্তি পেতে তাঁর সামনে আইনত কোনো বাধা নেই। কারণ, ভারতের আর্থিক দুর্নীতির তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) দায়ের করা প্রায় একই ধরনের মামলায় এরই মধ্য জামিন পেয়েছেন কেজরিওয়াল।
আজ শুক্রবার সকালে এক সংক্ষিপ্ত অধিবেশনে সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া ও বিচারপতি সূর্য কান্ত কেজরিওয়ালের দুটি আবেদনের ওপর পৃথক রায় প্রদান করেন। তবে তাঁরা দুজনই মুখ্যমন্ত্রীকে অবশ্যই জামিন দিতে সম্মত হন। আদালতের আদেশ অনুসারে, জামিনে থাকাকালে, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার অনুমতি ছাড়া কেজরিওয়াল কার্যালয়ে গিয়ে নথিপত্রে স্বাক্ষর করতে পারবেন না।
অরবিন্দ কেজরিওয়াল বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দী। কারাগারের একটি সূত্র এনডিটিভিকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, আজ বিকেল বা সন্ধ্যার দিকে কেজরিওয়ালকে মুক্তি দেওয়া হতে পারে।
এদিকে, কেজরিওয়ালের মুক্তির খবরে তাঁর দল আম আদমি পার্টিতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। কেজরিওয়ালের জামিনের খবরের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দলের জ্যেষ্ঠ নেতা মনীশ সিসোদিয়া বলেছেন, ‘আজ আবারও মিথ্যা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে সত্যের জয় হয়েছে।’ দলের নেত্রী ও দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী বলেছেন, ‘সত্যকে কষ্ট দেওয়া যায়, কিন্তু পরাজিত করা যায় না।’

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন দিল্লির মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে জামিন পেলেও এখনই তিনি তাঁর কার্যালয়ে গিয়ে নথিপত্রে স্বাক্ষর করতে পারবেন না। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মদ আবগারি নীতির মামলায় গ্রেপ্তার হয়ে অরবিন্দ কেজরিওয়াল প্রায় ছয় মাসের মতো সময় ধরে কারাগারে বন্দী। অবশেষে জামিন পেলেন তিনি। এবার আর মুক্তি পেতে তাঁর সামনে আইনত কোনো বাধা নেই। কারণ, ভারতের আর্থিক দুর্নীতির তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) দায়ের করা প্রায় একই ধরনের মামলায় এরই মধ্য জামিন পেয়েছেন কেজরিওয়াল।
আজ শুক্রবার সকালে এক সংক্ষিপ্ত অধিবেশনে সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া ও বিচারপতি সূর্য কান্ত কেজরিওয়ালের দুটি আবেদনের ওপর পৃথক রায় প্রদান করেন। তবে তাঁরা দুজনই মুখ্যমন্ত্রীকে অবশ্যই জামিন দিতে সম্মত হন। আদালতের আদেশ অনুসারে, জামিনে থাকাকালে, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার অনুমতি ছাড়া কেজরিওয়াল কার্যালয়ে গিয়ে নথিপত্রে স্বাক্ষর করতে পারবেন না।
অরবিন্দ কেজরিওয়াল বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দী। কারাগারের একটি সূত্র এনডিটিভিকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, আজ বিকেল বা সন্ধ্যার দিকে কেজরিওয়ালকে মুক্তি দেওয়া হতে পারে।
এদিকে, কেজরিওয়ালের মুক্তির খবরে তাঁর দল আম আদমি পার্টিতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। কেজরিওয়ালের জামিনের খবরের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দলের জ্যেষ্ঠ নেতা মনীশ সিসোদিয়া বলেছেন, ‘আজ আবারও মিথ্যা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে সত্যের জয় হয়েছে।’ দলের নেত্রী ও দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী বলেছেন, ‘সত্যকে কষ্ট দেওয়া যায়, কিন্তু পরাজিত করা যায় না।’

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৩ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৬ ঘণ্টা আগে