
এবার বলিউডের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন পাকিস্তানের আলোচিত গৃহবধূ সীমা হায়দার। সম্প্রতি প্রেমের টানে পাকিস্তান থেকে ভারতে পালিয়ে গিয়েছিলেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা নির্ভর একটি সিনেমায় অভিনয়ের জন্য ইতিমধ্যেই সীমা হায়দারের অডিশন নিয়েছে একটি প্রোডাকশন হাউস। শুধু তাই নয়, অডিশনে তাঁকে মনোনীতও করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই রূপালি পর্দায় দেখা যাবে আলোচিত এই নারীকে।
এ টেলর মার্ডার (A Tailor Murder story) স্টোরি নামে ওই সিনেমাটি নির্মিত হবে একটি সত্য ঘটনা অবলম্বনে। গত বছর ভারতের উদয়পুরে কানাইয়াল নামে এক দরজির মাথা কেটে খুন করেছিল ইসলামিক কট্টরপন্থীরা। সেই ঘটনা অবলম্বনেই তৈরি হচ্ছে সিনেমাটি।
জানা গেছে, সিনেমাটিতে অভিনয়ের জন্য সীমা হায়দারকেই প্রস্তাব দিয়েছিলেন জানি ফায়ারফক্স প্রোডাকশন হাউস নামে একটি সিনেমা প্রযোজনা সংস্থার কর্মকর্তারা। সম্প্রতি তাঁরা নয়ডায় গিয়ে সীমার সঙ্গে দেখা করেন এবং এ টেলর মার্ডার সিনেমাটিতে একজন ‘র’ গোয়েন্দা অফিসারের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেন।
এদিকে, সীমা হায়দার সিনেমাটিতে অভিনয় করবেন কি-না সে বিষয়ে কিছুটা দ্বিধা দ্বন্দ্ব রয়েছে বলে জানিয়েছি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস। কারণ বর্তমানে তিনি বেশ কিছু জটিলতার ভেতর দিয়ে যাচ্ছেন। প্রায় সময়ই তিনি ভারতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর জেরার মুখে পড়ছেন।
উল্লেখ্য, অনলাইনে পাবজি গেম খেলতে গিয়ে ২০১৯ সালে ভারতীয় যুবক শচীনের সঙ্গে পরিচয় ঘটে ৩০ বছর বয়সী সীমা হায়দারের। পাকিস্তানের করাচিতে তিনি চার সন্তান নিয়ে থাকতেন। তাঁর স্বামী সৌদি আরবে কাজ করেন।
শচীনের সঙ্গে বন্ধুত্ব একসময় প্রেমে পরিণত হলে সন্তানদের নিয়ে নেপাল হয়ে ভারতে অনুপ্রবেশ করেন সীমা। পরে ভারতের গ্রেটার নয়ডায় একটি ভাড়া বাড়িতে তাঁরা বসবাস করতে থাকেন।
বেআইনিভাবে প্রবেশের জন্য গত ৪ জুলাই সীমাকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। গ্রেপ্তার হন শচীনও। পরে গত ৮ জুলাই গ্রেটার নয়ডার একটি আদালত তাঁদের মুক্তি দেন।

এবার বলিউডের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন পাকিস্তানের আলোচিত গৃহবধূ সীমা হায়দার। সম্প্রতি প্রেমের টানে পাকিস্তান থেকে ভারতে পালিয়ে গিয়েছিলেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা নির্ভর একটি সিনেমায় অভিনয়ের জন্য ইতিমধ্যেই সীমা হায়দারের অডিশন নিয়েছে একটি প্রোডাকশন হাউস। শুধু তাই নয়, অডিশনে তাঁকে মনোনীতও করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই রূপালি পর্দায় দেখা যাবে আলোচিত এই নারীকে।
এ টেলর মার্ডার (A Tailor Murder story) স্টোরি নামে ওই সিনেমাটি নির্মিত হবে একটি সত্য ঘটনা অবলম্বনে। গত বছর ভারতের উদয়পুরে কানাইয়াল নামে এক দরজির মাথা কেটে খুন করেছিল ইসলামিক কট্টরপন্থীরা। সেই ঘটনা অবলম্বনেই তৈরি হচ্ছে সিনেমাটি।
জানা গেছে, সিনেমাটিতে অভিনয়ের জন্য সীমা হায়দারকেই প্রস্তাব দিয়েছিলেন জানি ফায়ারফক্স প্রোডাকশন হাউস নামে একটি সিনেমা প্রযোজনা সংস্থার কর্মকর্তারা। সম্প্রতি তাঁরা নয়ডায় গিয়ে সীমার সঙ্গে দেখা করেন এবং এ টেলর মার্ডার সিনেমাটিতে একজন ‘র’ গোয়েন্দা অফিসারের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেন।
এদিকে, সীমা হায়দার সিনেমাটিতে অভিনয় করবেন কি-না সে বিষয়ে কিছুটা দ্বিধা দ্বন্দ্ব রয়েছে বলে জানিয়েছি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস। কারণ বর্তমানে তিনি বেশ কিছু জটিলতার ভেতর দিয়ে যাচ্ছেন। প্রায় সময়ই তিনি ভারতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর জেরার মুখে পড়ছেন।
উল্লেখ্য, অনলাইনে পাবজি গেম খেলতে গিয়ে ২০১৯ সালে ভারতীয় যুবক শচীনের সঙ্গে পরিচয় ঘটে ৩০ বছর বয়সী সীমা হায়দারের। পাকিস্তানের করাচিতে তিনি চার সন্তান নিয়ে থাকতেন। তাঁর স্বামী সৌদি আরবে কাজ করেন।
শচীনের সঙ্গে বন্ধুত্ব একসময় প্রেমে পরিণত হলে সন্তানদের নিয়ে নেপাল হয়ে ভারতে অনুপ্রবেশ করেন সীমা। পরে ভারতের গ্রেটার নয়ডায় একটি ভাড়া বাড়িতে তাঁরা বসবাস করতে থাকেন।
বেআইনিভাবে প্রবেশের জন্য গত ৪ জুলাই সীমাকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। গ্রেপ্তার হন শচীনও। পরে গত ৮ জুলাই গ্রেটার নয়ডার একটি আদালত তাঁদের মুক্তি দেন।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৪ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৫ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৬ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৮ ঘণ্টা আগে