আজকের পত্রিকা ডেস্ক

খুব শিগগিরই মাসওয়ারি বেতনভিত্তিক চাকরির দিন শেষ হয়ে যাবে। বিলুপ্ত হয়ে যেতে পারে এ ধরনের বেতনভোগী মধ্যবিত্ত শ্রেণি। বিশেষ করে ভারতে এই মধ্যবিত্ত শ্রেণিটি চলতি দশকের মধ্যেই সম্ভবত বিলুপ্ত হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
ভারত মার্সেলাস ইনভেস্টমেন্ট ম্যানেজার্স নামে পোর্টফোলিও ম্যানেজমেন্ট পরিষেবা সংস্থার প্রতিষ্ঠাতা সৌরভ মুখার্জিয়া সম্প্রতি ‘বিয়ন্ড দ্য পে চেক: ইন্ডিয়াস অনট্রপ্রুনারিয়াল রিবার্থ’ পডকাস্টে এমন ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছেন।
তাঁর মতে, এই দশকেই বেতনভিত্তিক চাকরি কাঠামোর অবসান ঘটবে। তাই পরিশ্রমী, শিক্ষিত মানুষের জন্য সেটি আর জীবিকা নির্বাহের টেকসই রাস্তা নয়। তিনি বলেন, ‘আমরা আমাদের বাবা–মাকে দেখেছি একই প্রতিষ্ঠানে ৩০ বছর ধরে কাজ করতেন। এই পুরোনো মডেলের অবসান ঘটতে যাচ্ছে। এই চাকরিভিত্তিক অবকাঠামোই আসলে মধ্যবিত্ত শ্রেণি গড়ে তুলেছে। এখন এই কাঠামো বিলুপ্তির পথে।’
ভারতের বাজারবিষয়ক বিশেষজ্ঞ সৌরভ মুখার্জিয়া বলেন, ‘এখন বেশির ভাগ কাজই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) করে ফেলছে। যে কাজগুলো আপনি বিনা মূল্যে এআই দিয়ে করাতে পারছেন, সেটির জন্য বেতন দিয়ে একজন মানুষ রাখার তো দরকার নেই! ফলে, ধীরে ধীরে চাকরির বাজার সংকুচিত হচ্ছে।’
তবে, চাকরিভিত্তিক ক্যারিয়ার কাঠামো বিলুপ্তির এই চিত্রকে কেবল হতাশাজনক বলে মানতে রাজি নন এই বিশেষজ্ঞ। জীবিকা নির্বাহের এই কাঠামোর বিলুপ্তিকে একজন ব্যক্তির জীবন তো বটেই পুরো সমাজব্যবস্থারই উন্নয়নের এক অপার সম্ভাবনা হিসেবে কাজে লাগানো যেতে পারে বলে মনে করেন তিনি। বলেন, ‘নিজেদের করপোরেট ক্যারিয়ার সুন্দর ও নিরাপদ করতে আমরা যে পরিমাণ অধ্যবসায়, পরিশ্রম আর মেধা খরচ করি, সেই একই উদ্যমে যদি উদ্যোক্তা হই, তাহলে তা হতে পারে নতুন সমৃদ্ধির ইঞ্জিন।’
সৌরভ আরও বলেন, ‘ভারতীয় সমাজের মানুষ ঝুঁকি নিতে চায় না, তারা স্থিতিশীলতা চায়। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণ বেতন আসবে, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। সন্তানদের কেবল চাকরিপ্রার্থী হিসেবে তৈরি করা বন্ধ করতে হবে অভিভাবকদের।’
ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, গুগলের দাবি, তাদের বিভিন্ন প্ল্যাটফর্ম ও পরিষেবার এক–তৃতীয়াংশ কোডই লিখছে এআই।

খুব শিগগিরই মাসওয়ারি বেতনভিত্তিক চাকরির দিন শেষ হয়ে যাবে। বিলুপ্ত হয়ে যেতে পারে এ ধরনের বেতনভোগী মধ্যবিত্ত শ্রেণি। বিশেষ করে ভারতে এই মধ্যবিত্ত শ্রেণিটি চলতি দশকের মধ্যেই সম্ভবত বিলুপ্ত হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
ভারত মার্সেলাস ইনভেস্টমেন্ট ম্যানেজার্স নামে পোর্টফোলিও ম্যানেজমেন্ট পরিষেবা সংস্থার প্রতিষ্ঠাতা সৌরভ মুখার্জিয়া সম্প্রতি ‘বিয়ন্ড দ্য পে চেক: ইন্ডিয়াস অনট্রপ্রুনারিয়াল রিবার্থ’ পডকাস্টে এমন ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছেন।
তাঁর মতে, এই দশকেই বেতনভিত্তিক চাকরি কাঠামোর অবসান ঘটবে। তাই পরিশ্রমী, শিক্ষিত মানুষের জন্য সেটি আর জীবিকা নির্বাহের টেকসই রাস্তা নয়। তিনি বলেন, ‘আমরা আমাদের বাবা–মাকে দেখেছি একই প্রতিষ্ঠানে ৩০ বছর ধরে কাজ করতেন। এই পুরোনো মডেলের অবসান ঘটতে যাচ্ছে। এই চাকরিভিত্তিক অবকাঠামোই আসলে মধ্যবিত্ত শ্রেণি গড়ে তুলেছে। এখন এই কাঠামো বিলুপ্তির পথে।’
ভারতের বাজারবিষয়ক বিশেষজ্ঞ সৌরভ মুখার্জিয়া বলেন, ‘এখন বেশির ভাগ কাজই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) করে ফেলছে। যে কাজগুলো আপনি বিনা মূল্যে এআই দিয়ে করাতে পারছেন, সেটির জন্য বেতন দিয়ে একজন মানুষ রাখার তো দরকার নেই! ফলে, ধীরে ধীরে চাকরির বাজার সংকুচিত হচ্ছে।’
তবে, চাকরিভিত্তিক ক্যারিয়ার কাঠামো বিলুপ্তির এই চিত্রকে কেবল হতাশাজনক বলে মানতে রাজি নন এই বিশেষজ্ঞ। জীবিকা নির্বাহের এই কাঠামোর বিলুপ্তিকে একজন ব্যক্তির জীবন তো বটেই পুরো সমাজব্যবস্থারই উন্নয়নের এক অপার সম্ভাবনা হিসেবে কাজে লাগানো যেতে পারে বলে মনে করেন তিনি। বলেন, ‘নিজেদের করপোরেট ক্যারিয়ার সুন্দর ও নিরাপদ করতে আমরা যে পরিমাণ অধ্যবসায়, পরিশ্রম আর মেধা খরচ করি, সেই একই উদ্যমে যদি উদ্যোক্তা হই, তাহলে তা হতে পারে নতুন সমৃদ্ধির ইঞ্জিন।’
সৌরভ আরও বলেন, ‘ভারতীয় সমাজের মানুষ ঝুঁকি নিতে চায় না, তারা স্থিতিশীলতা চায়। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণ বেতন আসবে, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। সন্তানদের কেবল চাকরিপ্রার্থী হিসেবে তৈরি করা বন্ধ করতে হবে অভিভাবকদের।’
ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, গুগলের দাবি, তাদের বিভিন্ন প্ল্যাটফর্ম ও পরিষেবার এক–তৃতীয়াংশ কোডই লিখছে এআই।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
৫ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
৮ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
৮ ঘণ্টা আগে