Ajker Patrika

ভারতে বাড়ছে করোনা সংক্রমণ, আক্রান্ত ছাড়াল হাজার

আজকের পত্রিকা ডেস্ক­
ভারতে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। ছবি: সংগৃহীত
ভারতে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। ছবি: সংগৃহীত

ভারতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস। এরই মধ্যে, বিগত কয়েক দিনে দেশটিতে ১ হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশটির রাজধানী এলাকা দিল্লিতেও আবারও বেশ দ্রুত ছড়াচ্ছে এই ভাইরাস। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে নতুন করে ১০০ জনের বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ২০২০ সাল থেকে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জীবন কেড়ে নেওয়া এই সংক্রামক রোগ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশের কেন্দ্রীয় কোভিড-১৯ ড্যাশবোর্ড অনুযায়ী, সারা দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯। রাজধানী দিল্লিতে অন্তত ১০৪টি সক্রিয় ঘটনা রয়েছে, যার মধ্যে গত সপ্তাহে ৯৯ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

তবে, আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি জোর দিয়ে বলেছেন, হাসপাতালগুলো যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। তিনি জানান, বেসরকারি ল্যাব থেকে এই ঘটনাগুলো জানানো হয়েছে এবং সর্বশেষ ভ্যারিয়েন্টে সাধারণ ফ্লু-এর মতো উপসর্গ দেখা যাচ্ছে।

সর্বশেষ সংক্রমণে সবচেয়ে বেশি মানুষ শনাক্ত হয়েছে কেরালায়, ৪৩০ জন। এরপর মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ২০৯ জন। দিল্লি তৃতীয় স্থানে আছে। গুজরাটে ৮৩ জন, কর্ণাটকে ৪৭ জন, উত্তর প্রদেশে ১৫ জন এবং পশ্চিমবঙ্গে ১২ জন শনাক্ত হয়েছেন বলে জানা গেছে।

কোভিডে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে অন্তত চারজনের, কেরালায় দুজন এবং কর্ণাটকে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আন্দামান-নিকোবর, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর থেকে কোনো সক্রিয় ঘটনা পাওয়া যায়নি।

ভারতে বিনা মূল্যে এবং দ্রুত টিকাদান কর্মসূচির পর কোভিড ঘটনা কমে গিয়েছিল। সব বয়সের মানুষকে টিকা দেওয়ায় কঠোর বিধিনিষেধ থেকে মুক্তি মিলেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিলুপ্ত ৫ ব্যাংকের আমানতকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান, টাকা তুলতে পারায় স্বস্তি

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

বিএনপির সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা জামায়াতের, তারেক রহমানকে জানালেন আমির

সঞ্চয়পত্রে মুনাফার হার আরও কমল

নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত