আজকের পত্রিকা ডেস্ক

ভারতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস। এরই মধ্যে, বিগত কয়েক দিনে দেশটিতে ১ হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশটির রাজধানী এলাকা দিল্লিতেও আবারও বেশ দ্রুত ছড়াচ্ছে এই ভাইরাস। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে নতুন করে ১০০ জনের বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ২০২০ সাল থেকে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জীবন কেড়ে নেওয়া এই সংক্রামক রোগ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশের কেন্দ্রীয় কোভিড-১৯ ড্যাশবোর্ড অনুযায়ী, সারা দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯। রাজধানী দিল্লিতে অন্তত ১০৪টি সক্রিয় ঘটনা রয়েছে, যার মধ্যে গত সপ্তাহে ৯৯ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
তবে, আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি জোর দিয়ে বলেছেন, হাসপাতালগুলো যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। তিনি জানান, বেসরকারি ল্যাব থেকে এই ঘটনাগুলো জানানো হয়েছে এবং সর্বশেষ ভ্যারিয়েন্টে সাধারণ ফ্লু-এর মতো উপসর্গ দেখা যাচ্ছে।
সর্বশেষ সংক্রমণে সবচেয়ে বেশি মানুষ শনাক্ত হয়েছে কেরালায়, ৪৩০ জন। এরপর মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ২০৯ জন। দিল্লি তৃতীয় স্থানে আছে। গুজরাটে ৮৩ জন, কর্ণাটকে ৪৭ জন, উত্তর প্রদেশে ১৫ জন এবং পশ্চিমবঙ্গে ১২ জন শনাক্ত হয়েছেন বলে জানা গেছে।
কোভিডে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে অন্তত চারজনের, কেরালায় দুজন এবং কর্ণাটকে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আন্দামান-নিকোবর, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর থেকে কোনো সক্রিয় ঘটনা পাওয়া যায়নি।
ভারতে বিনা মূল্যে এবং দ্রুত টিকাদান কর্মসূচির পর কোভিড ঘটনা কমে গিয়েছিল। সব বয়সের মানুষকে টিকা দেওয়ায় কঠোর বিধিনিষেধ থেকে মুক্তি মিলেছিল।

ভারতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস। এরই মধ্যে, বিগত কয়েক দিনে দেশটিতে ১ হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশটির রাজধানী এলাকা দিল্লিতেও আবারও বেশ দ্রুত ছড়াচ্ছে এই ভাইরাস। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে নতুন করে ১০০ জনের বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ২০২০ সাল থেকে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জীবন কেড়ে নেওয়া এই সংক্রামক রোগ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশের কেন্দ্রীয় কোভিড-১৯ ড্যাশবোর্ড অনুযায়ী, সারা দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯। রাজধানী দিল্লিতে অন্তত ১০৪টি সক্রিয় ঘটনা রয়েছে, যার মধ্যে গত সপ্তাহে ৯৯ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
তবে, আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি জোর দিয়ে বলেছেন, হাসপাতালগুলো যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। তিনি জানান, বেসরকারি ল্যাব থেকে এই ঘটনাগুলো জানানো হয়েছে এবং সর্বশেষ ভ্যারিয়েন্টে সাধারণ ফ্লু-এর মতো উপসর্গ দেখা যাচ্ছে।
সর্বশেষ সংক্রমণে সবচেয়ে বেশি মানুষ শনাক্ত হয়েছে কেরালায়, ৪৩০ জন। এরপর মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ২০৯ জন। দিল্লি তৃতীয় স্থানে আছে। গুজরাটে ৮৩ জন, কর্ণাটকে ৪৭ জন, উত্তর প্রদেশে ১৫ জন এবং পশ্চিমবঙ্গে ১২ জন শনাক্ত হয়েছেন বলে জানা গেছে।
কোভিডে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে অন্তত চারজনের, কেরালায় দুজন এবং কর্ণাটকে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আন্দামান-নিকোবর, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর থেকে কোনো সক্রিয় ঘটনা পাওয়া যায়নি।
ভারতে বিনা মূল্যে এবং দ্রুত টিকাদান কর্মসূচির পর কোভিড ঘটনা কমে গিয়েছিল। সব বয়সের মানুষকে টিকা দেওয়ায় কঠোর বিধিনিষেধ থেকে মুক্তি মিলেছিল।

বিশ্বের অন্যতম ধনী শহর নিউইয়র্কের বুকে গতকাল বৃহস্পতিবার নতুন বছরের শুরুতে যখন জোহরান মামদানি মেয়র হিসেবে শপথ নেন, তখন দৃশ্যটা ছিল সম্পূর্ণ আলাদা। চারদিকে জনস্রোত, সাত ব্লকজুড়ে উৎসব, আর আকাশ কাঁপানো স্লোগান—‘ধনীদের ওপর কর আরোপ কর’—এভাবেই স্বাগত জানাল শহর তার নতুন নেতৃত্বকে।
১২ মিনিট আগে
ইরানের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে অন্তত ছয়জন নিহত হয়েছেন। মূলত সরকারবিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এই প্রাণহানির ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
সুইজারল্যান্ডের একটি অভিজাত স্কি রিসোর্টে নতুন বছর উদ্যাপনের আনন্দ মুহূর্তেই ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাঁস-মঁতানা স্কি রিসোর্টে নববর্ষের রাতে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...
১০ ঘণ্টা আগে
২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সদ্য শেষ হওয়া বছরটিতে যুক্তরাষ্ট্র অন্তত সাতটি দেশে সামরিক..
১১ ঘণ্টা আগে