অনলাইন

কৈবল্য ভোরা এবং আদিত পালিশা যৌথভাবে শুরু করেছিলেন দ্রুত মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠান জেপ্টো। সম্প্রতি এই দুজনের একজন কৈবল্য ভোরা মাত্র ১৯ বছর বয়সে ১ হাজার কোটি রুপির মালিক হয়েছেন। সম্প্রতি ইন্ডিয়া ইনফো লাইন লিমিটেড ওয়েলথ–হুরুন নামের একটি প্রতিষ্ঠান ২০২২ সালের জন্য ভারতের ধনীদের একটি তালিকা প্রকাশ করে। সেখানেই কৈবল্যের নাম উঠে আসে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ধনীদের মধ্যে কৈবল্য ১০০০ কোটি রুপি নিয়ে ১০৩৬ তম এবং তাঁর ব্যবসায়িক পার্টনার আদিত পালিশা ১২ শ কোটি রুপি নিয়ে রয়েছেন ৯৫০ তম অবস্থানে।
এর আগেও এই দুই তরুণ উদ্যোক্তা ফোর্বস ম্যাগাজিনের ৩০ ‘অনূর্ধ্ব–৩০ প্রভাবশালী’ এশীয়দের তালিকায় ই–কমার্স ক্যাটাগরিতে স্থান করে নিয়েছিলেন। এই দুই উদ্যোক্তা হুরুন ইন্ডিয়া ফিউচার ইউনিকর্ন ইনডেক্স–২০২২ সূচকেও স্থানর দখল করেছিলেন।
এই বিষয়ে হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট এক বিবৃতিতে বলেছে, ‘এবার একজন তরুণের এই তালিকায় অভিষেক হয়েছে। সেই তরুণটি হলেন জেপ্টোর সহ–প্রতিষ্ঠাতা ১৯ বছরের কৈবল্য ভোরা। মাত্র ১০ বছর আগেও যেখানে এই তালিকায় সবচেয়ে কম বয়সী ব্যক্তিটি ছিলেন ৩৭ বছরের আজ সেই তালিকায় ঢুকে গেছেন ১৯ বছরের তরুণ। এই বিষয়টি স্টার্ট–আপ বিপ্লবই নির্দেশ করে।’
ভোরা এবং পালিশা ছাত্রজীবনে বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। কিন্তু তাঁরা তাদের বিষয় কম্পিউটার সায়েন্সে পড়া লেখা চালিয়ে যেতে পারেননি। বিশ্ববিদ্যালয় থেকে বাদ পড়ার পর ২০২১ সালে তাঁর দুজনে মিলে জেপ্টো শুরু করেন। ওই সময়টাতে কোভিড মহামারি চলায় তাদের পরিবহনের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায় এবং তাদের ব্যবসায় দারুণভাবে বৃদ্ধি পায়।

কৈবল্য ভোরা এবং আদিত পালিশা যৌথভাবে শুরু করেছিলেন দ্রুত মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠান জেপ্টো। সম্প্রতি এই দুজনের একজন কৈবল্য ভোরা মাত্র ১৯ বছর বয়সে ১ হাজার কোটি রুপির মালিক হয়েছেন। সম্প্রতি ইন্ডিয়া ইনফো লাইন লিমিটেড ওয়েলথ–হুরুন নামের একটি প্রতিষ্ঠান ২০২২ সালের জন্য ভারতের ধনীদের একটি তালিকা প্রকাশ করে। সেখানেই কৈবল্যের নাম উঠে আসে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ধনীদের মধ্যে কৈবল্য ১০০০ কোটি রুপি নিয়ে ১০৩৬ তম এবং তাঁর ব্যবসায়িক পার্টনার আদিত পালিশা ১২ শ কোটি রুপি নিয়ে রয়েছেন ৯৫০ তম অবস্থানে।
এর আগেও এই দুই তরুণ উদ্যোক্তা ফোর্বস ম্যাগাজিনের ৩০ ‘অনূর্ধ্ব–৩০ প্রভাবশালী’ এশীয়দের তালিকায় ই–কমার্স ক্যাটাগরিতে স্থান করে নিয়েছিলেন। এই দুই উদ্যোক্তা হুরুন ইন্ডিয়া ফিউচার ইউনিকর্ন ইনডেক্স–২০২২ সূচকেও স্থানর দখল করেছিলেন।
এই বিষয়ে হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট এক বিবৃতিতে বলেছে, ‘এবার একজন তরুণের এই তালিকায় অভিষেক হয়েছে। সেই তরুণটি হলেন জেপ্টোর সহ–প্রতিষ্ঠাতা ১৯ বছরের কৈবল্য ভোরা। মাত্র ১০ বছর আগেও যেখানে এই তালিকায় সবচেয়ে কম বয়সী ব্যক্তিটি ছিলেন ৩৭ বছরের আজ সেই তালিকায় ঢুকে গেছেন ১৯ বছরের তরুণ। এই বিষয়টি স্টার্ট–আপ বিপ্লবই নির্দেশ করে।’
ভোরা এবং পালিশা ছাত্রজীবনে বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। কিন্তু তাঁরা তাদের বিষয় কম্পিউটার সায়েন্সে পড়া লেখা চালিয়ে যেতে পারেননি। বিশ্ববিদ্যালয় থেকে বাদ পড়ার পর ২০২১ সালে তাঁর দুজনে মিলে জেপ্টো শুরু করেন। ওই সময়টাতে কোভিড মহামারি চলায় তাদের পরিবহনের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায় এবং তাদের ব্যবসায় দারুণভাবে বৃদ্ধি পায়।

মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
৭ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
১০ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
১২ ঘণ্টা আগে