
ভারতের কর্ণাটক রাজ্যের এক মন্ত্রী বলেছেন, আমরা সরকার চালাচ্ছি না, দেখভাল করছি মাত্র। রাজ্যের আইনমন্ত্রী জেসি মধুস্বামীর এমন বক্তব্য মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের জন্য নতুন অস্বস্তির জন্ম দিয়েছে। সম্প্রতি ফাঁস হওয়া এক অডিও ক্লিপে মধুস্বামীকে এই কথা বলতে শোনা যায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আইনমন্ত্রী বলেন, ‘আমরা সরকার চালাচ্ছি না, দেখভাল করছি মাত্র।’ তবে তাঁর অডিও ক্লিপ ভাইরাল হয়ে যাওয়ার পর তিনি তাঁর বক্তব্যের সপক্ষে সাফাইও গেয়েছেন।
মধুস্বামী বলেন, তিনি স্রেফ অপর প্রান্তে থাকা ব্যক্তির কথায় তাল মিলিয়ে এই কথা বলেছেন। তিনি বলেন, ‘সরকার চলছে। আমি স্রেফ অপর প্রান্তে থাকা ব্যক্তির কথায় সায় দিয়েছি। আমাকে উসকানো হয়েছিল। এবং আমি তাঁর কথা, “হ্যাঁ, কোনো সরকারই নেই” এই কথার সঙ্গে তাল মিলিয়েছি।’
এই মন্তব্য এমন এক সময়ে এল যখন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এবং তাঁর শাসন নিয়ে তীব্র অসন্তোষ চলছে বিজেপিতে। ধারণা করা হচ্ছে তাঁকে মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে অপসারণ করা হতে পারে। এই অবস্থায় বোম্মাইয়ের মন্ত্রিসভার সদস্যের এমন মন্তব্য তাঁকে আরও বিপদে ফেলবে।
এদিকে, মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেছেন, ‘সবকিছুই ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই বিষয়ে আমি সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলব এবং সমস্যার সমাধান করব।’ এ সময় মুখ্যমন্ত্রী জানান আইনমন্ত্রীর করা এই মন্তব্য রাজ্যে ব্যাংকের সুদ বিষয়ক আলোচনার পরিপ্রেক্ষিতে করা হয়েছিল। তবে এরই মধ্যে আইনমন্ত্রীর এমন মন্তব্যের জেরে তাঁর পদত্যাগের আহ্বান জানিয়েছেন তাঁরই দলের এক জ্যেষ্ঠ মন্ত্রী।

ভারতের কর্ণাটক রাজ্যের এক মন্ত্রী বলেছেন, আমরা সরকার চালাচ্ছি না, দেখভাল করছি মাত্র। রাজ্যের আইনমন্ত্রী জেসি মধুস্বামীর এমন বক্তব্য মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের জন্য নতুন অস্বস্তির জন্ম দিয়েছে। সম্প্রতি ফাঁস হওয়া এক অডিও ক্লিপে মধুস্বামীকে এই কথা বলতে শোনা যায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আইনমন্ত্রী বলেন, ‘আমরা সরকার চালাচ্ছি না, দেখভাল করছি মাত্র।’ তবে তাঁর অডিও ক্লিপ ভাইরাল হয়ে যাওয়ার পর তিনি তাঁর বক্তব্যের সপক্ষে সাফাইও গেয়েছেন।
মধুস্বামী বলেন, তিনি স্রেফ অপর প্রান্তে থাকা ব্যক্তির কথায় তাল মিলিয়ে এই কথা বলেছেন। তিনি বলেন, ‘সরকার চলছে। আমি স্রেফ অপর প্রান্তে থাকা ব্যক্তির কথায় সায় দিয়েছি। আমাকে উসকানো হয়েছিল। এবং আমি তাঁর কথা, “হ্যাঁ, কোনো সরকারই নেই” এই কথার সঙ্গে তাল মিলিয়েছি।’
এই মন্তব্য এমন এক সময়ে এল যখন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এবং তাঁর শাসন নিয়ে তীব্র অসন্তোষ চলছে বিজেপিতে। ধারণা করা হচ্ছে তাঁকে মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে অপসারণ করা হতে পারে। এই অবস্থায় বোম্মাইয়ের মন্ত্রিসভার সদস্যের এমন মন্তব্য তাঁকে আরও বিপদে ফেলবে।
এদিকে, মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেছেন, ‘সবকিছুই ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই বিষয়ে আমি সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলব এবং সমস্যার সমাধান করব।’ এ সময় মুখ্যমন্ত্রী জানান আইনমন্ত্রীর করা এই মন্তব্য রাজ্যে ব্যাংকের সুদ বিষয়ক আলোচনার পরিপ্রেক্ষিতে করা হয়েছিল। তবে এরই মধ্যে আইনমন্ত্রীর এমন মন্তব্যের জেরে তাঁর পদত্যাগের আহ্বান জানিয়েছেন তাঁরই দলের এক জ্যেষ্ঠ মন্ত্রী।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৩ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৪ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৫ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৭ ঘণ্টা আগে