কলকাতা প্রতিনিধি

ভারতের অবাঙালি হিন্দুদের বড় অংশ আজ বুধবার মেতে উঠেছিল দাশেরা বা রাবণবধ অনুষ্ঠানে। উত্তর ও পশ্চিম ভারতে দুর্গা পূজার দশমীর দিন এই রাবণবধ বেশ জনপ্রিয়। লাখ লাখ মানুষ অংশ নেন অশুভ শক্তির প্রতীক রামায়ণে বর্ণিত রাবণকে বধ করার আনন্দে।
এই দাশেরা বা রাবণবধের অনুষ্ঠান ভারতের অন্যতম রাজ্য মহারাষ্ট্রে খুবই জনপ্রিয়। সেখানে এবার একনাথ সিদ্ধের নেতৃত্বাধীন ক্ষমতাসীন শিবসেনার একাংশের সঙ্গে শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার লড়াই জমে উঠেছে। উভয় পক্ষই শত শত বাস ও অন্যান্য গাড়ি, এমনকি ট্রেন ভাড়া করে রাজ্য থেকে লোক জড়ো করেছেন দশেরা উদ্যাপনে। ৫৬ বছর আগে শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরে যে রাবণবধের সূচনা করেছিলেন সেই পরম্পরা বজায় রাখতেই উভয় পক্ষের এই লড়াই।
দুই ভাগে বিভক্ত শিবসেনার প্রতিটি অংশ শক্তিপ্রদর্শনের জন্য নিয়েছেন এই দিনটিকে। মুম্বাইয়ের বান্দ্রা কুলরা কমপ্লেক্সের মুম্বাই মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথোরিটি বা এমএমআরডিএ ময়দানে ছিল সিন্ধে গোষ্ঠীর দাশেরা। আর মধ্য মুম্বাইয়ের ঐতিহাসিক শিবাজি পার্কে দাশেরা পালন করে উদ্ধব ঠাকরের শিবসেনা। শিবসেনার উভয় অংশের দাশেরা উদ্যাপন কর্মসূচি নিয়ে উত্তেজনা ও বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে দিয়েই পালিত হয় সাধারণ মানুষের রাবণবধ পর্ব।
এদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাশেরা ও বিজয়াদশমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক টুইটে বলেছেন, ‘ঘৃণার লঙ্কা পুড়িয়ে দাও/হিংসার মেঘনাদ মুছে/শেষ করে অহংকার রাবণ/সত্য ও ন্যায়ের জয় হোক।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার দশেরা পালন করছেন হিমাচল প্রদেশে। বিরোধীদের কটাক্ষ, সামনেই সেই রাজ্যে নির্বাচন। তাই রাজনৈতিক ফায়দা তুলতেই মোদি সেখানে দাশেরা পালন করেছেন।

ভারতের অবাঙালি হিন্দুদের বড় অংশ আজ বুধবার মেতে উঠেছিল দাশেরা বা রাবণবধ অনুষ্ঠানে। উত্তর ও পশ্চিম ভারতে দুর্গা পূজার দশমীর দিন এই রাবণবধ বেশ জনপ্রিয়। লাখ লাখ মানুষ অংশ নেন অশুভ শক্তির প্রতীক রামায়ণে বর্ণিত রাবণকে বধ করার আনন্দে।
এই দাশেরা বা রাবণবধের অনুষ্ঠান ভারতের অন্যতম রাজ্য মহারাষ্ট্রে খুবই জনপ্রিয়। সেখানে এবার একনাথ সিদ্ধের নেতৃত্বাধীন ক্ষমতাসীন শিবসেনার একাংশের সঙ্গে শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার লড়াই জমে উঠেছে। উভয় পক্ষই শত শত বাস ও অন্যান্য গাড়ি, এমনকি ট্রেন ভাড়া করে রাজ্য থেকে লোক জড়ো করেছেন দশেরা উদ্যাপনে। ৫৬ বছর আগে শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরে যে রাবণবধের সূচনা করেছিলেন সেই পরম্পরা বজায় রাখতেই উভয় পক্ষের এই লড়াই।
দুই ভাগে বিভক্ত শিবসেনার প্রতিটি অংশ শক্তিপ্রদর্শনের জন্য নিয়েছেন এই দিনটিকে। মুম্বাইয়ের বান্দ্রা কুলরা কমপ্লেক্সের মুম্বাই মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথোরিটি বা এমএমআরডিএ ময়দানে ছিল সিন্ধে গোষ্ঠীর দাশেরা। আর মধ্য মুম্বাইয়ের ঐতিহাসিক শিবাজি পার্কে দাশেরা পালন করে উদ্ধব ঠাকরের শিবসেনা। শিবসেনার উভয় অংশের দাশেরা উদ্যাপন কর্মসূচি নিয়ে উত্তেজনা ও বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে দিয়েই পালিত হয় সাধারণ মানুষের রাবণবধ পর্ব।
এদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাশেরা ও বিজয়াদশমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক টুইটে বলেছেন, ‘ঘৃণার লঙ্কা পুড়িয়ে দাও/হিংসার মেঘনাদ মুছে/শেষ করে অহংকার রাবণ/সত্য ও ন্যায়ের জয় হোক।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার দশেরা পালন করছেন হিমাচল প্রদেশে। বিরোধীদের কটাক্ষ, সামনেই সেই রাজ্যে নির্বাচন। তাই রাজনৈতিক ফায়দা তুলতেই মোদি সেখানে দাশেরা পালন করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
১ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
২ ঘণ্টা আগে
ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
৩ ঘণ্টা আগে
ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
৪ ঘণ্টা আগে