
ভারতে মোটরসাইকেলে দুই নারীর হোলি খেলার ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ক্ষুব্ধ করেছে। এতে ওই দুই নারীকে ৩৩ হাজার রুপি জরিমানা করা হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলটি এক যুবক চালাচ্ছেন আর তাঁর পেছনে দুই তরুণী মুখোমুখী বসে আছেন। মেয়ে দুটি হোলি খেলার সময় একে অপরের সঙ্গে উত্তেজক আচরণ করছিলেন। অন্য একজন ভিডিওটি ধারণ করেন।
ক্লিপটি ছড়িয়ে পড়লে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয় ও তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরে, এটি প্রশাসনের নজরে আসে।
বিষয়টি নজরে এলে ভারতের নয়ডা ট্রাফিক পুলিশ একটি এক্স (সাবেক টুইটার) পোস্টে জানায়, সংশ্লিষ্ট মোটরসাইকেলকে ৩৩ হাজার রুপি জরিমানা করা হয়েছে।
নয়ডা ট্র্যাফিক পুলিশ এক্সবার্তায় লিখে, অভিযোগটি আমলে নিয়ে ট্রাফিক নিয়ম লঙ্ঘনের জন্য সংশ্লিষ্ট গাড়িকে আইন অনুযায়ী ই-চালানে ৩৩ হাজার রুপি জরিমানা করা হয়েছে।
এদিকে, ইন্টারনেট ব্যবহারকারীরা ভাইরাল ভিডিওতে থাকা ব্যক্তিদের নিন্দা জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এই দুটি মেয়ে এমন অশ্লীল কাজে লিপ্ত হয়ে সমাজকে কী বার্তা দেবে? এমনকি শিশুরাও এই ভিডিওগুলো দেখে।’
অন্য একজন লিখেছেন, ‘তাঁরা মদ্যপ অবস্থায় আছে। হোলির ছদ্মবেশে দিনের আলোতে এই ধরনের অশ্লীল আচরণের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘হোলির ছদ্মবেশে, কথিত সংস্কৃতিমনা মেয়েরা অশ্লীলতা ছড়িয়েছে, দিল্লি মেট্রোর প্রভাব গ্রেটার নয়ডায় পৌঁছেছে, আমরা কি একে অশ্লীলতা বলব নাকি রিলের ভূত?’
এর আগে দিল্লি মেট্রোর আরেকটি ভিডিও ভারতে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, দুই মেয়ে শাড়ি পরে একে অপরের মুখে রঙ লাগাচ্ছেন ও অন্তরঙ্গ অঙ্গভঙ্গি করছেন।
ঘটনাটি দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (ডিএমআরসি) নজরে আসলে কর্মকর্তারা জানান, ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়ে থাকতে পারে।

ভারতে মোটরসাইকেলে দুই নারীর হোলি খেলার ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ক্ষুব্ধ করেছে। এতে ওই দুই নারীকে ৩৩ হাজার রুপি জরিমানা করা হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলটি এক যুবক চালাচ্ছেন আর তাঁর পেছনে দুই তরুণী মুখোমুখী বসে আছেন। মেয়ে দুটি হোলি খেলার সময় একে অপরের সঙ্গে উত্তেজক আচরণ করছিলেন। অন্য একজন ভিডিওটি ধারণ করেন।
ক্লিপটি ছড়িয়ে পড়লে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয় ও তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরে, এটি প্রশাসনের নজরে আসে।
বিষয়টি নজরে এলে ভারতের নয়ডা ট্রাফিক পুলিশ একটি এক্স (সাবেক টুইটার) পোস্টে জানায়, সংশ্লিষ্ট মোটরসাইকেলকে ৩৩ হাজার রুপি জরিমানা করা হয়েছে।
নয়ডা ট্র্যাফিক পুলিশ এক্সবার্তায় লিখে, অভিযোগটি আমলে নিয়ে ট্রাফিক নিয়ম লঙ্ঘনের জন্য সংশ্লিষ্ট গাড়িকে আইন অনুযায়ী ই-চালানে ৩৩ হাজার রুপি জরিমানা করা হয়েছে।
এদিকে, ইন্টারনেট ব্যবহারকারীরা ভাইরাল ভিডিওতে থাকা ব্যক্তিদের নিন্দা জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এই দুটি মেয়ে এমন অশ্লীল কাজে লিপ্ত হয়ে সমাজকে কী বার্তা দেবে? এমনকি শিশুরাও এই ভিডিওগুলো দেখে।’
অন্য একজন লিখেছেন, ‘তাঁরা মদ্যপ অবস্থায় আছে। হোলির ছদ্মবেশে দিনের আলোতে এই ধরনের অশ্লীল আচরণের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘হোলির ছদ্মবেশে, কথিত সংস্কৃতিমনা মেয়েরা অশ্লীলতা ছড়িয়েছে, দিল্লি মেট্রোর প্রভাব গ্রেটার নয়ডায় পৌঁছেছে, আমরা কি একে অশ্লীলতা বলব নাকি রিলের ভূত?’
এর আগে দিল্লি মেট্রোর আরেকটি ভিডিও ভারতে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, দুই মেয়ে শাড়ি পরে একে অপরের মুখে রঙ লাগাচ্ছেন ও অন্তরঙ্গ অঙ্গভঙ্গি করছেন।
ঘটনাটি দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (ডিএমআরসি) নজরে আসলে কর্মকর্তারা জানান, ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়ে থাকতে পারে।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
১ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৪ ঘণ্টা আগে