আজকের পত্রিকা ডেস্ক

ভারতের বিহার রাজ্য ও প্রতিবেশী দেশ নেপালে বজ্রপাতে গত দুই দিনে অন্তত ৬৯ জন নিহত হয়েছে। এ ছাড়া গত বৃহস্পতি ও শুক্রবারের প্রবল বজ্রবৃষ্টিতে শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যদিও প্রতিবছর বন্যা ও বজ্রপাতে হাজার হাজার মানুষ মারা যায়, কিন্তু বিজ্ঞানীরা সতর্ক করেছেন ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে।
বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আজ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবারের শক্তিশালী বজ্রবৃষ্টি ও বজ্রপাতে অন্তত ৬১ জন প্রাণ হারিয়েছে। প্রতিবেশী দেশ নেপালে বজ্রপাতে আরও আটজন নিহত হয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন।
ভারতীয় আবহাওয়া বিভাগের অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আজকেও বিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গত বছর বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভারতে বজ্রপাতের ঘটনা বাড়ছে। এর ফলে দক্ষিণ এশিয়ার জনবহুল এই দেশটিতে প্রতিবছর প্রায় ১ হাজার ৯০০ জন মানুষ বজ্রপাতে মারা যেতে পারে বলে আশঙ্কা করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। সাম্প্রতিক বজ্রপাতের ঘটনা এবং মৃত্যু এই আশঙ্কার প্রতিফলন।
ভারতের ফকির মোহন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন, ১৯৬৭ থেকে ২০২০ সালের মধ্যে বজ্রপাতে ১ লাখ ১ হাজার ৩০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

ভারতের বিহার রাজ্য ও প্রতিবেশী দেশ নেপালে বজ্রপাতে গত দুই দিনে অন্তত ৬৯ জন নিহত হয়েছে। এ ছাড়া গত বৃহস্পতি ও শুক্রবারের প্রবল বজ্রবৃষ্টিতে শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যদিও প্রতিবছর বন্যা ও বজ্রপাতে হাজার হাজার মানুষ মারা যায়, কিন্তু বিজ্ঞানীরা সতর্ক করেছেন ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে।
বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আজ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবারের শক্তিশালী বজ্রবৃষ্টি ও বজ্রপাতে অন্তত ৬১ জন প্রাণ হারিয়েছে। প্রতিবেশী দেশ নেপালে বজ্রপাতে আরও আটজন নিহত হয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন।
ভারতীয় আবহাওয়া বিভাগের অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আজকেও বিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গত বছর বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভারতে বজ্রপাতের ঘটনা বাড়ছে। এর ফলে দক্ষিণ এশিয়ার জনবহুল এই দেশটিতে প্রতিবছর প্রায় ১ হাজার ৯০০ জন মানুষ বজ্রপাতে মারা যেতে পারে বলে আশঙ্কা করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। সাম্প্রতিক বজ্রপাতের ঘটনা এবং মৃত্যু এই আশঙ্কার প্রতিফলন।
ভারতের ফকির মোহন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন, ১৯৬৭ থেকে ২০২০ সালের মধ্যে বজ্রপাতে ১ লাখ ১ হাজার ৩০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
১ ঘণ্টা আগে
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং কোনো ধরনের ‘ভুল-বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা’ এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভারতীয় সশস্ত্র বাহিনীর বার্ষিক সং
১ ঘণ্টা আগে
তাঁর এই মন্তব্য শুধু সংবেদনশীল সময়ে বিজয়ের পাশে দাঁড়ানোই নয়, একই সঙ্গে জল্পনা আরও জোরদার করেছে যে—রাজ্যে ক্ষমতাসীন দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগামের (ডিএমকে) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেও কংগ্রেস হয়তো বিজয়ের দল তামিলগা ভেত্রি কড়গম বা টিভিকের সঙ্গে রাজনৈতিক সমঝোতার পথ খোলা রাখছে।
২ ঘণ্টা আগে
অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিবাসনের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে ২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে শিক্ষার্থী ভিসা রয়েছে প্রায় ৮ হাজারের বেশি। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্টেট ডিপার্টমেন্ট জানায়...
৫ ঘণ্টা আগে