
দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে ভারতের ১২৭ বছরের পুরোনো শিল্পগোষ্ঠী গোদরেজ। সাবান থেকে শুরু করে ঘর-সংসারের যাবতীয় পণ্য হয়ে রিয়েল এস্টেট ব্যবসার সব শাখায়ই পদচারণা আছে এই গোষ্ঠীর। সম্প্রতি প্রতিষ্ঠানটি দুই ভাগে বিভক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গোদরেজের একাংশ যাবে আদি গোদরেজ ও তাঁর ভাই নাদির গোদরেজের কাছে। অপর অংশের মালিকানা চলে যাবে আদি ও নাদিরের চাচাতো ভাইবোন জামশেদ ও স্মিতা গোদরেজের কাছে।
গোদরেজ শিল্পগোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে, আদি ও নাদির গোদরেজের নিয়ন্ত্রণে থাকবে গোদরেজ ইন্ডাস্ট্রিজ, যার আওতায় পাঁচটি শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি আছে। বিপরীতে জামশেদ ও স্মিতা পাচ্ছেন গোদরেজ অ্যান্ড বয়েস এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিসহ একটি রিয়েল এস্টেট বিনিয়োগ ব্যাংক। এ ছাড়া মহারাষ্ট্রের মুম্বাইয়ে বেশ কিছু স্থাবর ভূসম্পত্তিও যাচ্ছে জামশেদ ও স্মিতার নিয়ন্ত্রণে।
গোদরেজ এন্টারপ্রাইজেস গ্রুপ ও এর অঙ্গপ্রতিষ্ঠানগুলোর—যা মহাকাশ, বিমান থেকে শুরু করে প্রতিরক্ষা, আসবাবপত্র এবং আইটি সফটওয়্যার খাত পর্যন্ত বিস্তৃত—চেয়ারপারসন ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে থাকবেন জামশেদ গোদরেজ। তাঁর বোন স্মিতার মেয়ে নিরিকা হোলকার দায়িত্ব পালন করবেন নির্বাহী পরিচালক হিসেবে। এ ছাড়া, এ দুই ভাইবোন একটি ব্যাংকসহ মুম্বাইয়ে ৩ হাজার ৪০০ একর জমিরও মালিক হবেন।
এদিকে গোদরেজ শিল্পগোষ্ঠীর—যার মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত গোদরেজ ইন্ডাস্ট্রিজ, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, গোদরেজ প্রোপার্টিজ, গোদরেজ অ্যাগ্রোভেট ও অ্যাসটেক লাইফ সায়েন্স—চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন নাদির গোদরেজ। তবে এই গোষ্ঠীর সিদ্ধান্ত গৃহীত হবে আদি ও নাদিরের পরিবারের সদস্যদের সম্মতিতে।
গোদরেজের বিবৃতিতে বলা হয়েছে, আদির ছেলে পিরোজশা গোদরেজ গোদরেজ শিল্পগোষ্ঠীর নির্বাহী ভাইস চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ২০২৬ সালের আগস্টে চেয়ারপারসন হিসেবে নাদিরের স্থলাভিষিক্ত হবেন। গোদরেজ পরিবার এই বিভক্তিকে গোদরেজের শেয়ার হোল্ডিংয়ের ‘মালিকানা পুনর্বিন্যাস’ হিসেবে আখ্যা দিয়েছে।

দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে ভারতের ১২৭ বছরের পুরোনো শিল্পগোষ্ঠী গোদরেজ। সাবান থেকে শুরু করে ঘর-সংসারের যাবতীয় পণ্য হয়ে রিয়েল এস্টেট ব্যবসার সব শাখায়ই পদচারণা আছে এই গোষ্ঠীর। সম্প্রতি প্রতিষ্ঠানটি দুই ভাগে বিভক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গোদরেজের একাংশ যাবে আদি গোদরেজ ও তাঁর ভাই নাদির গোদরেজের কাছে। অপর অংশের মালিকানা চলে যাবে আদি ও নাদিরের চাচাতো ভাইবোন জামশেদ ও স্মিতা গোদরেজের কাছে।
গোদরেজ শিল্পগোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে, আদি ও নাদির গোদরেজের নিয়ন্ত্রণে থাকবে গোদরেজ ইন্ডাস্ট্রিজ, যার আওতায় পাঁচটি শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি আছে। বিপরীতে জামশেদ ও স্মিতা পাচ্ছেন গোদরেজ অ্যান্ড বয়েস এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিসহ একটি রিয়েল এস্টেট বিনিয়োগ ব্যাংক। এ ছাড়া মহারাষ্ট্রের মুম্বাইয়ে বেশ কিছু স্থাবর ভূসম্পত্তিও যাচ্ছে জামশেদ ও স্মিতার নিয়ন্ত্রণে।
গোদরেজ এন্টারপ্রাইজেস গ্রুপ ও এর অঙ্গপ্রতিষ্ঠানগুলোর—যা মহাকাশ, বিমান থেকে শুরু করে প্রতিরক্ষা, আসবাবপত্র এবং আইটি সফটওয়্যার খাত পর্যন্ত বিস্তৃত—চেয়ারপারসন ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে থাকবেন জামশেদ গোদরেজ। তাঁর বোন স্মিতার মেয়ে নিরিকা হোলকার দায়িত্ব পালন করবেন নির্বাহী পরিচালক হিসেবে। এ ছাড়া, এ দুই ভাইবোন একটি ব্যাংকসহ মুম্বাইয়ে ৩ হাজার ৪০০ একর জমিরও মালিক হবেন।
এদিকে গোদরেজ শিল্পগোষ্ঠীর—যার মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত গোদরেজ ইন্ডাস্ট্রিজ, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, গোদরেজ প্রোপার্টিজ, গোদরেজ অ্যাগ্রোভেট ও অ্যাসটেক লাইফ সায়েন্স—চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন নাদির গোদরেজ। তবে এই গোষ্ঠীর সিদ্ধান্ত গৃহীত হবে আদি ও নাদিরের পরিবারের সদস্যদের সম্মতিতে।
গোদরেজের বিবৃতিতে বলা হয়েছে, আদির ছেলে পিরোজশা গোদরেজ গোদরেজ শিল্পগোষ্ঠীর নির্বাহী ভাইস চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ২০২৬ সালের আগস্টে চেয়ারপারসন হিসেবে নাদিরের স্থলাভিষিক্ত হবেন। গোদরেজ পরিবার এই বিভক্তিকে গোদরেজের শেয়ার হোল্ডিংয়ের ‘মালিকানা পুনর্বিন্যাস’ হিসেবে আখ্যা দিয়েছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
১ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
২ ঘণ্টা আগে
এই ভাষণে প্রথমবারের মতো খামেনি বিক্ষোভকারীদের মৃত্যুর সংখ্যা ‘হাজার হাজার’ বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্তরা এখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে।’
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস জেলায় ১১ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের (আইএটি) একটি ফ্লাইট নিখোঁজ হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় বেলা ১টা ১৭ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির শেষ যোগাযোগ হয়েছিল।
৩ ঘণ্টা আগে