আজকের পত্রিকা ডেস্ক

ভারতের কর্ণাটকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে এক শিক্ষার্থীর পৈতা বা উপবীত (যজ্ঞোপবীত) খুলে নেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর বিক্ষোভে ফুঁসে উঠেছে কর্ণাটকের ব্রাহ্মণ সম্প্রদায়।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার কর্ণাটকের কালাবুরাগিতে জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষায় (এনইইটি) বসার আগে একজন শিক্ষার্থীর পৈতা খুলে ফেলতে বলা হয়। পরে বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় ব্রাহ্মণ সম্প্রদায়। স্থানীয় ব্রাহ্মণসমাজের সদস্যরা ওই পরীক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ করেছেন। তাঁদের অভিযোগ, জোর করে পবিত্র পৈতা খুলে ফেলে তাঁদের ধর্মের অবমাননা করা হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সেন্ট মেরিস স্কুল নামের একটি পরীক্ষাকেন্দ্রে শ্রীপদ পাতিল নামের এক পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের আগে তার পৈতা খুলে ফেলতে বাধ্য করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করেই বিক্ষোভের সূত্রপাত হয়।
এর প্রতিবাদে ব্রাহ্মণ সম্প্রদায়ের অসংখ্য সদস্য ঘটনাস্থলে সমবেত হয়ে স্লোগান দেন এবং অবস্থান কর্মসূচি পালন করেন। বিক্ষোভকারীরা কর্তৃপক্ষের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা এবং সরকারি নির্দেশিকা বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ আনেন। বার্তা সংস্থা এএনআই এই বিক্ষোভের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা তাঁদের পৈতা প্রদর্শন করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এ ঘটনার পর রাজ্য সরকার জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছে। এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য একটি নির্দেশনাও জারি করেছে। তবে বিক্ষোভকারীদের দাবি, আজ সরকারি নির্দেশিকা সত্ত্বেও বেশ কয়েকজন ব্রাহ্মণ পরীক্ষার্থীকে পৈতা খুলতে বলা হয় এবং কেন্দ্রে প্রবেশের আগে অনেকের পৈতা কেটে দেওয়া হয়।
পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ১৬ এপ্রিল কমন এন্ট্রান্স টেস্ট (সিইটি) চলাকালীনও একই ধরনের ঘটনা ঘটেছিল, যেখানে ব্রাহ্মণ পরীক্ষার্থীদের পৈতা খুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।
প্রসঙ্গত, আজ থেকে ভারতে মেডিকেল স্নাতক কোর্সে ভর্তির জন্য জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষা শুরু হয়েছে। দেশটির ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এই পরীক্ষা নিয়ে থাকে। এই পরীক্ষার মাধ্যমে ভারতের লাখ লাখ শিক্ষার্থীর এমবিবিএস, বিডিএস ও অন্যান্য স্নাতক মেডিকেল প্রোগ্রামে ভর্তির যোগ্যতা নির্ধারণ করা হয়।
গত বছর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ থাকায় এ বছর এনটিএ কঠোর নিরাপত্তার মাধ্যমে এই পরীক্ষার আয়োজন করেছে। এরই অংশ হিসেবে কেন্দ্রে প্রবেশের আগে শিক্ষার্থীদের পৈতা খুলে নেওয়া হচ্ছিল।

ভারতের কর্ণাটকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে এক শিক্ষার্থীর পৈতা বা উপবীত (যজ্ঞোপবীত) খুলে নেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর বিক্ষোভে ফুঁসে উঠেছে কর্ণাটকের ব্রাহ্মণ সম্প্রদায়।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার কর্ণাটকের কালাবুরাগিতে জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষায় (এনইইটি) বসার আগে একজন শিক্ষার্থীর পৈতা খুলে ফেলতে বলা হয়। পরে বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় ব্রাহ্মণ সম্প্রদায়। স্থানীয় ব্রাহ্মণসমাজের সদস্যরা ওই পরীক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ করেছেন। তাঁদের অভিযোগ, জোর করে পবিত্র পৈতা খুলে ফেলে তাঁদের ধর্মের অবমাননা করা হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সেন্ট মেরিস স্কুল নামের একটি পরীক্ষাকেন্দ্রে শ্রীপদ পাতিল নামের এক পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের আগে তার পৈতা খুলে ফেলতে বাধ্য করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করেই বিক্ষোভের সূত্রপাত হয়।
এর প্রতিবাদে ব্রাহ্মণ সম্প্রদায়ের অসংখ্য সদস্য ঘটনাস্থলে সমবেত হয়ে স্লোগান দেন এবং অবস্থান কর্মসূচি পালন করেন। বিক্ষোভকারীরা কর্তৃপক্ষের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা এবং সরকারি নির্দেশিকা বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ আনেন। বার্তা সংস্থা এএনআই এই বিক্ষোভের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা তাঁদের পৈতা প্রদর্শন করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এ ঘটনার পর রাজ্য সরকার জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছে। এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য একটি নির্দেশনাও জারি করেছে। তবে বিক্ষোভকারীদের দাবি, আজ সরকারি নির্দেশিকা সত্ত্বেও বেশ কয়েকজন ব্রাহ্মণ পরীক্ষার্থীকে পৈতা খুলতে বলা হয় এবং কেন্দ্রে প্রবেশের আগে অনেকের পৈতা কেটে দেওয়া হয়।
পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ১৬ এপ্রিল কমন এন্ট্রান্স টেস্ট (সিইটি) চলাকালীনও একই ধরনের ঘটনা ঘটেছিল, যেখানে ব্রাহ্মণ পরীক্ষার্থীদের পৈতা খুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।
প্রসঙ্গত, আজ থেকে ভারতে মেডিকেল স্নাতক কোর্সে ভর্তির জন্য জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষা শুরু হয়েছে। দেশটির ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এই পরীক্ষা নিয়ে থাকে। এই পরীক্ষার মাধ্যমে ভারতের লাখ লাখ শিক্ষার্থীর এমবিবিএস, বিডিএস ও অন্যান্য স্নাতক মেডিকেল প্রোগ্রামে ভর্তির যোগ্যতা নির্ধারণ করা হয়।
গত বছর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ থাকায় এ বছর এনটিএ কঠোর নিরাপত্তার মাধ্যমে এই পরীক্ষার আয়োজন করেছে। এরই অংশ হিসেবে কেন্দ্রে প্রবেশের আগে শিক্ষার্থীদের পৈতা খুলে নেওয়া হচ্ছিল।

ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো হোয়াইট হাউসে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্প কী ভূমিকা নেবেন, সে বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবেই মাচাদোর...
৪৪ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য একটি বোর্ড অব পিস বা শান্তি পরিষদ গঠনের ঘোষণা দিয়েছেন। এটি ইসরায়েলের হাতে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ। তুরস্কের সংবাদ সংস্থা টিআরটি গ্লোবালের প্রতিবেদন থেকে এ
২ ঘণ্টা আগে
ট্রাম্প প্রশাসন মনে করছে—ইরানে আরেক দফা হামলার ক্ষেত্রে সময় তাদের অনুকূলে রয়েছে। ইরানের বিরুদ্ধে পরিস্থিতির উত্তেজনার পারদ কখনো বাড়িয়ে আবার কখনো কমিয়ে ‘এসক্যালেশন ল্যাডারে’ উত্তেজনার সিঁড়িতে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ, ধীরে ধীরে পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী গাজা সংঘাত নিরসনে হামাসের সঙ্গে ২০ দফার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অগ্রগতির মধ্যেই গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় সময় গত বুধবার মধ্যপ্রাচ্যের মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দেন।
৩ ঘণ্টা আগে