কলকাতা প্রতিনিধি

আদিবাসী সম্প্রদায়ের প্রথম নারী হিসাবে ভারতের রাষ্ট্রপতি পদে শপথ নিয়েই জঙ্গল ও জলাশয় রক্ষায় গুরুত্ব আরোপ করলেন দ্রৌপদী মুর্মু। ওডিশার প্রত্যন্ত গ্রামাঞ্চলের গরিব সাঁওতাল পরিবার থেকে উঠে আসা ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি শোনালেন জল ও জঙ্গলের প্রতি আদিবাসী সমাজের গভীর ভালোবাসার কথা। সেই সঙ্গে তিনি ‘সবকা প্রয়াস’ এবং ‘সবকা কর্তব্য’-এর কথাও স্মরণ করিয়ে দেন। ভারতের নতুন রাষ্ট্রপতির মতে, তাঁর নির্বাচন ভারতের গরিব অংশের মানুষকে বড় হতে অনুপ্রেরণা দেবে।
সোমবার প্রথামাফিক ভারতের জাতীয় সংসদের সেন্ট্রাল হলে শপথ নেন ৬৪ বছরের দ্রৌপদী। তাঁকে শপথ বাক্য পাঠ করান ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
জলবায়ু পরিবর্তনের বিপদ সম্পর্কে তাঁর বিদায়ী ভাষণে আগেই দেশবাসীকে সতর্ক করে দিয়েছিলেন সদ্য অবসর প্রাপ্ত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
এদিন তাঁর উত্তরসূরি দ্রৌপদী মুর্মুর বক্তৃতাতেও প্রকৃতিকে ভালোবাসার কথা শোনা গেল। রাষ্ট্রপতি হিসাবে প্রথম ভাষণেই তিনি ভারতের আত্মনির্ভরতার পাশাপাশি টেকসই উন্নয়নের কথা বলেন। সাঁওতাল পরিবারের এই নারী করণিকের চাকরি দিয়ে জীবন শুরু করলেও এক সময় শিক্ষকতাও করেছেন। পরে রাজনীতিতে যোগদান। বিজেপির হয়ে কাউন্সিলর ও বিধায়কও নির্বাচিত হয়েছেন। ছিলেন ওডিশার প্রতিমন্ত্রী। পরে রাজ্যপাল হয়েছেন। এখন ভারতের প্রথম নাগরিক। তাঁর এই দীর্ঘ যাত্রাপথ মোটেই মসৃণ ছিল না। অকালে হারিয়েছেন দুই পুত্র সন্তান এবং স্বামীকে। তারপরও ভেঙে পড়েননি তিনি। নিজের জীবনসংগ্রামের কথা উল্লেখ করে দেশবাসীকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন দ্রৌপদী।
ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে শপথ নেন তিনি। তারপর প্রথামাফিক সর্বোচ্চ সামরিক অভিবাদন জানানো হয় তাঁকে। ভারতের ধর্মনিরপেক্ষতার আদর্শের কথা মাথায় রেখে সকলের কল্যাণে কাজ করার শপথ নেন দ্রৌপদী।

আদিবাসী সম্প্রদায়ের প্রথম নারী হিসাবে ভারতের রাষ্ট্রপতি পদে শপথ নিয়েই জঙ্গল ও জলাশয় রক্ষায় গুরুত্ব আরোপ করলেন দ্রৌপদী মুর্মু। ওডিশার প্রত্যন্ত গ্রামাঞ্চলের গরিব সাঁওতাল পরিবার থেকে উঠে আসা ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি শোনালেন জল ও জঙ্গলের প্রতি আদিবাসী সমাজের গভীর ভালোবাসার কথা। সেই সঙ্গে তিনি ‘সবকা প্রয়াস’ এবং ‘সবকা কর্তব্য’-এর কথাও স্মরণ করিয়ে দেন। ভারতের নতুন রাষ্ট্রপতির মতে, তাঁর নির্বাচন ভারতের গরিব অংশের মানুষকে বড় হতে অনুপ্রেরণা দেবে।
সোমবার প্রথামাফিক ভারতের জাতীয় সংসদের সেন্ট্রাল হলে শপথ নেন ৬৪ বছরের দ্রৌপদী। তাঁকে শপথ বাক্য পাঠ করান ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
জলবায়ু পরিবর্তনের বিপদ সম্পর্কে তাঁর বিদায়ী ভাষণে আগেই দেশবাসীকে সতর্ক করে দিয়েছিলেন সদ্য অবসর প্রাপ্ত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
এদিন তাঁর উত্তরসূরি দ্রৌপদী মুর্মুর বক্তৃতাতেও প্রকৃতিকে ভালোবাসার কথা শোনা গেল। রাষ্ট্রপতি হিসাবে প্রথম ভাষণেই তিনি ভারতের আত্মনির্ভরতার পাশাপাশি টেকসই উন্নয়নের কথা বলেন। সাঁওতাল পরিবারের এই নারী করণিকের চাকরি দিয়ে জীবন শুরু করলেও এক সময় শিক্ষকতাও করেছেন। পরে রাজনীতিতে যোগদান। বিজেপির হয়ে কাউন্সিলর ও বিধায়কও নির্বাচিত হয়েছেন। ছিলেন ওডিশার প্রতিমন্ত্রী। পরে রাজ্যপাল হয়েছেন। এখন ভারতের প্রথম নাগরিক। তাঁর এই দীর্ঘ যাত্রাপথ মোটেই মসৃণ ছিল না। অকালে হারিয়েছেন দুই পুত্র সন্তান এবং স্বামীকে। তারপরও ভেঙে পড়েননি তিনি। নিজের জীবনসংগ্রামের কথা উল্লেখ করে দেশবাসীকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন দ্রৌপদী।
ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে শপথ নেন তিনি। তারপর প্রথামাফিক সর্বোচ্চ সামরিক অভিবাদন জানানো হয় তাঁকে। ভারতের ধর্মনিরপেক্ষতার আদর্শের কথা মাথায় রেখে সকলের কল্যাণে কাজ করার শপথ নেন দ্রৌপদী।

আফগানিস্তানে দীর্ঘ খরা শেষে ভারী বৃষ্টি আর তুষারপাত শুরু হয়েছে। এই বৃষ্টি কিছু স্বস্তি দিলেও সেই স্বস্তি দ্রুতই বিষাদে রূপ নিয়েছে। প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশটির বিভিন্ন প্রান্তে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও ১১ জন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
বিশ্বের অন্যতম ধনী শহর নিউইয়র্কের বুকে গতকাল বৃহস্পতিবার নতুন বছরের শুরুতে যখন জোহরান মামদানি মেয়র হিসেবে শপথ নেন, তখন দৃশ্যটা ছিল সম্পূর্ণ আলাদা। চারদিকে জনস্রোত, সাত ব্লকজুড়ে উৎসব, আর আকাশ কাঁপানো স্লোগান—‘ধনীদের ওপর কর আরোপ কর’—এভাবেই স্বাগত জানাল শহর তার নতুন নেতৃত্বকে।
২ ঘণ্টা আগে
ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে অন্তত ছয়জন নিহত হয়েছেন। বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এই প্রাণহানির ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
সুইজারল্যান্ডের একটি অভিজাত স্কি রিসোর্টে নতুন বছর উদ্যাপনের আনন্দ মুহূর্তেই ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাঁস-মঁতানা স্কি রিসোর্টে নববর্ষের রাতে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...
১২ ঘণ্টা আগে