কলকাতা প্রতিনিধি

আদিবাসী সম্প্রদায়ের প্রথম নারী হিসাবে ভারতের রাষ্ট্রপতি পদে শপথ নিয়েই জঙ্গল ও জলাশয় রক্ষায় গুরুত্ব আরোপ করলেন দ্রৌপদী মুর্মু। ওডিশার প্রত্যন্ত গ্রামাঞ্চলের গরিব সাঁওতাল পরিবার থেকে উঠে আসা ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি শোনালেন জল ও জঙ্গলের প্রতি আদিবাসী সমাজের গভীর ভালোবাসার কথা। সেই সঙ্গে তিনি ‘সবকা প্রয়াস’ এবং ‘সবকা কর্তব্য’-এর কথাও স্মরণ করিয়ে দেন। ভারতের নতুন রাষ্ট্রপতির মতে, তাঁর নির্বাচন ভারতের গরিব অংশের মানুষকে বড় হতে অনুপ্রেরণা দেবে।
সোমবার প্রথামাফিক ভারতের জাতীয় সংসদের সেন্ট্রাল হলে শপথ নেন ৬৪ বছরের দ্রৌপদী। তাঁকে শপথ বাক্য পাঠ করান ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
জলবায়ু পরিবর্তনের বিপদ সম্পর্কে তাঁর বিদায়ী ভাষণে আগেই দেশবাসীকে সতর্ক করে দিয়েছিলেন সদ্য অবসর প্রাপ্ত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
এদিন তাঁর উত্তরসূরি দ্রৌপদী মুর্মুর বক্তৃতাতেও প্রকৃতিকে ভালোবাসার কথা শোনা গেল। রাষ্ট্রপতি হিসাবে প্রথম ভাষণেই তিনি ভারতের আত্মনির্ভরতার পাশাপাশি টেকসই উন্নয়নের কথা বলেন। সাঁওতাল পরিবারের এই নারী করণিকের চাকরি দিয়ে জীবন শুরু করলেও এক সময় শিক্ষকতাও করেছেন। পরে রাজনীতিতে যোগদান। বিজেপির হয়ে কাউন্সিলর ও বিধায়কও নির্বাচিত হয়েছেন। ছিলেন ওডিশার প্রতিমন্ত্রী। পরে রাজ্যপাল হয়েছেন। এখন ভারতের প্রথম নাগরিক। তাঁর এই দীর্ঘ যাত্রাপথ মোটেই মসৃণ ছিল না। অকালে হারিয়েছেন দুই পুত্র সন্তান এবং স্বামীকে। তারপরও ভেঙে পড়েননি তিনি। নিজের জীবনসংগ্রামের কথা উল্লেখ করে দেশবাসীকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন দ্রৌপদী।
ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে শপথ নেন তিনি। তারপর প্রথামাফিক সর্বোচ্চ সামরিক অভিবাদন জানানো হয় তাঁকে। ভারতের ধর্মনিরপেক্ষতার আদর্শের কথা মাথায় রেখে সকলের কল্যাণে কাজ করার শপথ নেন দ্রৌপদী।

আদিবাসী সম্প্রদায়ের প্রথম নারী হিসাবে ভারতের রাষ্ট্রপতি পদে শপথ নিয়েই জঙ্গল ও জলাশয় রক্ষায় গুরুত্ব আরোপ করলেন দ্রৌপদী মুর্মু। ওডিশার প্রত্যন্ত গ্রামাঞ্চলের গরিব সাঁওতাল পরিবার থেকে উঠে আসা ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি শোনালেন জল ও জঙ্গলের প্রতি আদিবাসী সমাজের গভীর ভালোবাসার কথা। সেই সঙ্গে তিনি ‘সবকা প্রয়াস’ এবং ‘সবকা কর্তব্য’-এর কথাও স্মরণ করিয়ে দেন। ভারতের নতুন রাষ্ট্রপতির মতে, তাঁর নির্বাচন ভারতের গরিব অংশের মানুষকে বড় হতে অনুপ্রেরণা দেবে।
সোমবার প্রথামাফিক ভারতের জাতীয় সংসদের সেন্ট্রাল হলে শপথ নেন ৬৪ বছরের দ্রৌপদী। তাঁকে শপথ বাক্য পাঠ করান ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
জলবায়ু পরিবর্তনের বিপদ সম্পর্কে তাঁর বিদায়ী ভাষণে আগেই দেশবাসীকে সতর্ক করে দিয়েছিলেন সদ্য অবসর প্রাপ্ত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
এদিন তাঁর উত্তরসূরি দ্রৌপদী মুর্মুর বক্তৃতাতেও প্রকৃতিকে ভালোবাসার কথা শোনা গেল। রাষ্ট্রপতি হিসাবে প্রথম ভাষণেই তিনি ভারতের আত্মনির্ভরতার পাশাপাশি টেকসই উন্নয়নের কথা বলেন। সাঁওতাল পরিবারের এই নারী করণিকের চাকরি দিয়ে জীবন শুরু করলেও এক সময় শিক্ষকতাও করেছেন। পরে রাজনীতিতে যোগদান। বিজেপির হয়ে কাউন্সিলর ও বিধায়কও নির্বাচিত হয়েছেন। ছিলেন ওডিশার প্রতিমন্ত্রী। পরে রাজ্যপাল হয়েছেন। এখন ভারতের প্রথম নাগরিক। তাঁর এই দীর্ঘ যাত্রাপথ মোটেই মসৃণ ছিল না। অকালে হারিয়েছেন দুই পুত্র সন্তান এবং স্বামীকে। তারপরও ভেঙে পড়েননি তিনি। নিজের জীবনসংগ্রামের কথা উল্লেখ করে দেশবাসীকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন দ্রৌপদী।
ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে শপথ নেন তিনি। তারপর প্রথামাফিক সর্বোচ্চ সামরিক অভিবাদন জানানো হয় তাঁকে। ভারতের ধর্মনিরপেক্ষতার আদর্শের কথা মাথায় রেখে সকলের কল্যাণে কাজ করার শপথ নেন দ্রৌপদী।

জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন।
২ ঘণ্টা আগে
সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
২ ঘণ্টা আগে
যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
৪ ঘণ্টা আগে