Ajker Patrika

উন্মুক্ত স্থানে নামাজ পড়তে দেওয়া হবে না: হরিয়ানার মুখ্যমন্ত্রী 

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১২: ৪২
উন্মুক্ত স্থানে নামাজ পড়তে দেওয়া হবে না: হরিয়ানার মুখ্যমন্ত্রী 

উন্মুক্ত স্থানে মুসলমানদের জুমার নামাজ পড়তে দেওয়া হবে না বলে জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। গতকাল শুক্রবার তিনি সাংবাদিকদের এমনটি জানান। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিগত বেশ কয়েক মাস ধরেই হরিয়ানার গুরগাঁওয়ে উন্মুক্ত স্থানে জুমার নামাজ আদায় নিয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে। ক্ষমতাসীন বিজেপির নেতারাও অনেক সময় জুমার নামাজবিরোধী প্রতিবাদে যোগ দিয়েছেন। তবে এ নিয়ে রাজ্য সরকারের তরফে এত দিন কোনো মন্তব্য করা হয়নি। শেষ পর্যন্ত এ বিষয়ে মুখ খুললেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। 

গতকাল শুক্রবার গুরগাঁও মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথোরিটির বৈঠকে যোগ দিতে এসেছিলেন খট্টর। সেদিনই ডানপন্থী একাধিক সংগঠন গুরগাঁওয়ের  বিভিন্ন স্থানে খোলা আকাশের নিচে জুমার নামাজ আদায় করতে বাধা দেয় মুসলিম ধর্মাবলম্বীদের। এ নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘খোলা আকাশের নিচে এই যে নামাজ আদায়ের প্রথা রয়েছে, তা কখনোই মেনে নেওয়া হবে না। একসঙ্গে বসে বিষয়টির একটি সমাধান সূত্র বের করতে হবে।’

এদিকে উন্মুক্ত স্থানে নামাজের বিরোধিতার বিরুদ্ধে দুই দিন আগেই মুসলিমরাও ‘গুরগাঁও মুসলিম কাউন্সিল’ নামক একটি সংগঠন খুলেছে। তাঁদের দাবি, গুরগাঁও থেকে মুসলিমদের ‘অদৃশ্য’ করতেই নামাজ আদায়ে এই বাধা। 

 এর জবাবে হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেন, কোনোভাবেই সংঘর্ষের পরিস্থিতিতে উপনীত হতে দেওয়া যাবে না। অন্য কারও অধিকারে হস্তক্ষেপ যেমন করা যাবে না, তেমনি জোর করেও কোনো কিছু করা যাবে না। 
 
সরকারি জমিতে নামাজ পড়া নিয়ে দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রতিবাদে গত মাসেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। কয়েকটি নামাজের স্থানে গোবর ছড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। মুসলিমদের বিভিন্ন অনুষ্ঠান চলাকালীন ‘জয় শ্রীরাম স্লোগান’ দেওয়ার অভিযোগও উঠেছিল। 

গত নভেম্বরের প্রথম সপ্তাহে আটটি জায়গায় নামাজের অনুমতি বাতিল করেছিল গুরগাঁও প্রশাসন। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, গুরগাঁওয়ে নামাজ পড়ার জন্য মোট ৩৭টি নির্দিষ্ট জায়াগা ছিল। তার মধ্য থেকেই আটটি জায়গায় নামাজ পড়ার অনুমতি বাতিল করা হয়েছিল। 

প্রশাসন জানিয়েছে, ওই আট জায়গায় নামাজ পড়া নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত