
উন্মুক্ত স্থানে মুসলমানদের জুমার নামাজ পড়তে দেওয়া হবে না বলে জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। গতকাল শুক্রবার তিনি সাংবাদিকদের এমনটি জানান।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিগত বেশ কয়েক মাস ধরেই হরিয়ানার গুরগাঁওয়ে উন্মুক্ত স্থানে জুমার নামাজ আদায় নিয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে। ক্ষমতাসীন বিজেপির নেতারাও অনেক সময় জুমার নামাজবিরোধী প্রতিবাদে যোগ দিয়েছেন। তবে এ নিয়ে রাজ্য সরকারের তরফে এত দিন কোনো মন্তব্য করা হয়নি। শেষ পর্যন্ত এ বিষয়ে মুখ খুললেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।
গতকাল শুক্রবার গুরগাঁও মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথোরিটির বৈঠকে যোগ দিতে এসেছিলেন খট্টর। সেদিনই ডানপন্থী একাধিক সংগঠন গুরগাঁওয়ের বিভিন্ন স্থানে খোলা আকাশের নিচে জুমার নামাজ আদায় করতে বাধা দেয় মুসলিম ধর্মাবলম্বীদের। এ নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘খোলা আকাশের নিচে এই যে নামাজ আদায়ের প্রথা রয়েছে, তা কখনোই মেনে নেওয়া হবে না। একসঙ্গে বসে বিষয়টির একটি সমাধান সূত্র বের করতে হবে।’
এদিকে উন্মুক্ত স্থানে নামাজের বিরোধিতার বিরুদ্ধে দুই দিন আগেই মুসলিমরাও ‘গুরগাঁও মুসলিম কাউন্সিল’ নামক একটি সংগঠন খুলেছে। তাঁদের দাবি, গুরগাঁও থেকে মুসলিমদের ‘অদৃশ্য’ করতেই নামাজ আদায়ে এই বাধা।
এর জবাবে হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেন, কোনোভাবেই সংঘর্ষের পরিস্থিতিতে উপনীত হতে দেওয়া যাবে না। অন্য কারও অধিকারে হস্তক্ষেপ যেমন করা যাবে না, তেমনি জোর করেও কোনো কিছু করা যাবে না।
সরকারি জমিতে নামাজ পড়া নিয়ে দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রতিবাদে গত মাসেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। কয়েকটি নামাজের স্থানে গোবর ছড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। মুসলিমদের বিভিন্ন অনুষ্ঠান চলাকালীন ‘জয় শ্রীরাম স্লোগান’ দেওয়ার অভিযোগও উঠেছিল।
গত নভেম্বরের প্রথম সপ্তাহে আটটি জায়গায় নামাজের অনুমতি বাতিল করেছিল গুরগাঁও প্রশাসন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, গুরগাঁওয়ে নামাজ পড়ার জন্য মোট ৩৭টি নির্দিষ্ট জায়াগা ছিল। তার মধ্য থেকেই আটটি জায়গায় নামাজ পড়ার অনুমতি বাতিল করা হয়েছিল।
প্রশাসন জানিয়েছে, ওই আট জায়গায় নামাজ পড়া নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

উন্মুক্ত স্থানে মুসলমানদের জুমার নামাজ পড়তে দেওয়া হবে না বলে জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। গতকাল শুক্রবার তিনি সাংবাদিকদের এমনটি জানান।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিগত বেশ কয়েক মাস ধরেই হরিয়ানার গুরগাঁওয়ে উন্মুক্ত স্থানে জুমার নামাজ আদায় নিয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে। ক্ষমতাসীন বিজেপির নেতারাও অনেক সময় জুমার নামাজবিরোধী প্রতিবাদে যোগ দিয়েছেন। তবে এ নিয়ে রাজ্য সরকারের তরফে এত দিন কোনো মন্তব্য করা হয়নি। শেষ পর্যন্ত এ বিষয়ে মুখ খুললেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।
গতকাল শুক্রবার গুরগাঁও মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথোরিটির বৈঠকে যোগ দিতে এসেছিলেন খট্টর। সেদিনই ডানপন্থী একাধিক সংগঠন গুরগাঁওয়ের বিভিন্ন স্থানে খোলা আকাশের নিচে জুমার নামাজ আদায় করতে বাধা দেয় মুসলিম ধর্মাবলম্বীদের। এ নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘খোলা আকাশের নিচে এই যে নামাজ আদায়ের প্রথা রয়েছে, তা কখনোই মেনে নেওয়া হবে না। একসঙ্গে বসে বিষয়টির একটি সমাধান সূত্র বের করতে হবে।’
এদিকে উন্মুক্ত স্থানে নামাজের বিরোধিতার বিরুদ্ধে দুই দিন আগেই মুসলিমরাও ‘গুরগাঁও মুসলিম কাউন্সিল’ নামক একটি সংগঠন খুলেছে। তাঁদের দাবি, গুরগাঁও থেকে মুসলিমদের ‘অদৃশ্য’ করতেই নামাজ আদায়ে এই বাধা।
এর জবাবে হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেন, কোনোভাবেই সংঘর্ষের পরিস্থিতিতে উপনীত হতে দেওয়া যাবে না। অন্য কারও অধিকারে হস্তক্ষেপ যেমন করা যাবে না, তেমনি জোর করেও কোনো কিছু করা যাবে না।
সরকারি জমিতে নামাজ পড়া নিয়ে দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রতিবাদে গত মাসেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। কয়েকটি নামাজের স্থানে গোবর ছড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। মুসলিমদের বিভিন্ন অনুষ্ঠান চলাকালীন ‘জয় শ্রীরাম স্লোগান’ দেওয়ার অভিযোগও উঠেছিল।
গত নভেম্বরের প্রথম সপ্তাহে আটটি জায়গায় নামাজের অনুমতি বাতিল করেছিল গুরগাঁও প্রশাসন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, গুরগাঁওয়ে নামাজ পড়ার জন্য মোট ৩৭টি নির্দিষ্ট জায়াগা ছিল। তার মধ্য থেকেই আটটি জায়গায় নামাজ পড়ার অনুমতি বাতিল করা হয়েছিল।
প্রশাসন জানিয়েছে, ওই আট জায়গায় নামাজ পড়া নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
৬ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৭ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৮ ঘণ্টা আগে