
ভারতের এলাহাবাদ হাইকোর্ট বলেছেন, নারী ও পুরুষ উভয়ের সম্মতির ভিত্তিতে গড়ে ওঠা দীর্ঘদিনের শারীরিক সম্পর্ক ছিন্ন হলে তা ধর্ষণ নয়। এ-সংক্রান্ত একটি মামলা সম্প্রতি খারিজ করে দেওয়া রায়ে এসব কথা বলেছেন আদালত। খবর হিন্দুস্তান টাইমসের।
মামলা সূত্রে জানা গেছে, বাদী ও বিবাদীর মধ্যে সম্পর্ক বেশ পুরোনো। প্রেমের সম্পর্ক একপর্যায়ে শারীরিক সম্পর্কে গড়ায়। আট বছরের বেশি সময় তাঁদের মধ্যে এই সম্পর্ক ছিল। প্রেমিকাকে বিয়ের আশ্বাস দিয়েছিলেন প্রেমিক। কিন্তু বিয়ে করতে রাজি না হওয়ায় আদালতের দ্বারস্থ হন প্রেমিকা।
আসামির আবেদনের শুনানিতে বিচারপতি আনিশ কুমার গুপ্ত বলেন, এই প্রেমিক-প্রেমিকার সম্পর্কের কথা তাঁদের পরিবার জানত। এক পক্ষ সম্পর্ক থেকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই ধর্ষণের মামলা করা আইনের অপব্যবহারের মতো।
বাদীর ভাষ্য হলো, ২০০৮ সালে তাঁর বোনের বিয়েতে বিবাদীর সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁরা একে অপরের প্রেমে পড়েন। বাদী ও তাঁর পরিবারের সদস্যরা স্বর্ণালংকার বেঁচে বিবাদীকে সৌদি আরবে পাঠিয়েছিলেন। ভেবেছিলেন, দেশে আসার পর তাঁদের বিয়ে হবে। কিন্তু দেশে এসে বিবাদী বিয়ে করতে রাজি হননি। বাদী আরও বলেন, ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক ছিল। তাঁর অনিচ্ছা সত্ত্বেও বিয়ের আশ্বাসে এই সম্পর্ক গড়া হয়েছিল।
মামলার পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন, শারীরিক সম্পর্কটি দীর্ঘদিনের। কাজেই এতে ওই নারীর সম্মতি ছিল না, তা আদালত মনে করছেন না। হাইকোর্ট আরও বলেন, প্রেমিকাকে বিয়ে করতে অস্বীকার করার পর এফআইআর নথিভুক্ত করা হয়েছিল। এখানে এটি স্পষ্ট যে বিয়ের প্রতিশ্রুতি মিথ্যা ছিল না। কিন্তু পরবর্তী ঘটনাবলির কারণে প্রেমিক আর প্রেমিকাকে বিয়ে করতে চাননি।

ভারতের এলাহাবাদ হাইকোর্ট বলেছেন, নারী ও পুরুষ উভয়ের সম্মতির ভিত্তিতে গড়ে ওঠা দীর্ঘদিনের শারীরিক সম্পর্ক ছিন্ন হলে তা ধর্ষণ নয়। এ-সংক্রান্ত একটি মামলা সম্প্রতি খারিজ করে দেওয়া রায়ে এসব কথা বলেছেন আদালত। খবর হিন্দুস্তান টাইমসের।
মামলা সূত্রে জানা গেছে, বাদী ও বিবাদীর মধ্যে সম্পর্ক বেশ পুরোনো। প্রেমের সম্পর্ক একপর্যায়ে শারীরিক সম্পর্কে গড়ায়। আট বছরের বেশি সময় তাঁদের মধ্যে এই সম্পর্ক ছিল। প্রেমিকাকে বিয়ের আশ্বাস দিয়েছিলেন প্রেমিক। কিন্তু বিয়ে করতে রাজি না হওয়ায় আদালতের দ্বারস্থ হন প্রেমিকা।
আসামির আবেদনের শুনানিতে বিচারপতি আনিশ কুমার গুপ্ত বলেন, এই প্রেমিক-প্রেমিকার সম্পর্কের কথা তাঁদের পরিবার জানত। এক পক্ষ সম্পর্ক থেকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই ধর্ষণের মামলা করা আইনের অপব্যবহারের মতো।
বাদীর ভাষ্য হলো, ২০০৮ সালে তাঁর বোনের বিয়েতে বিবাদীর সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁরা একে অপরের প্রেমে পড়েন। বাদী ও তাঁর পরিবারের সদস্যরা স্বর্ণালংকার বেঁচে বিবাদীকে সৌদি আরবে পাঠিয়েছিলেন। ভেবেছিলেন, দেশে আসার পর তাঁদের বিয়ে হবে। কিন্তু দেশে এসে বিবাদী বিয়ে করতে রাজি হননি। বাদী আরও বলেন, ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক ছিল। তাঁর অনিচ্ছা সত্ত্বেও বিয়ের আশ্বাসে এই সম্পর্ক গড়া হয়েছিল।
মামলার পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন, শারীরিক সম্পর্কটি দীর্ঘদিনের। কাজেই এতে ওই নারীর সম্মতি ছিল না, তা আদালত মনে করছেন না। হাইকোর্ট আরও বলেন, প্রেমিকাকে বিয়ে করতে অস্বীকার করার পর এফআইআর নথিভুক্ত করা হয়েছিল। এখানে এটি স্পষ্ট যে বিয়ের প্রতিশ্রুতি মিথ্যা ছিল না। কিন্তু পরবর্তী ঘটনাবলির কারণে প্রেমিক আর প্রেমিকাকে বিয়ে করতে চাননি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৪৩ মিনিট আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
২ ঘণ্টা আগে
ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
৩ ঘণ্টা আগে
ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
৪ ঘণ্টা আগে