
ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে ভারতে। যুদ্ধের কারণে দেশটিতে ভোজ্য ও জ্বালানি তেলসহ প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে ফাস্ট ফুড এমনকি শাক-সবজির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ও কমিয়ে দিতে বাধ্য হয়েছেন নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বিশেষজ্ঞদের ধারণা এই যুদ্ধের প্রভাবে ভারতের অর্থনীতি বিগত দুই বছরে কোভিড-১৯ মহামারির কারণে দেশটির অর্থনীতি যতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল তা পুনরুদ্ধার থমকে যেতে পারে।
এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের নাগরিকেরা এই যুদ্ধের প্রভাব ভালোভাবেই অনুভব করছেন। কারণ ভারতের প্রতিষ্ঠানগুলো ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি এবং ভোজ্য তেল আমদানিতে অতিরিক্ত খরচ বহন করতে বাধ্য হচ্ছেন। চলতি সপ্তাহে দেশটিতে ডিজেল ও পেট্রলের দামের পাশাপাশি ভোজ্য তেলের দাম পাঁচ মাসের মধ্যে আরও এক দফা বেড়েছে।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বাসিন্দা ইন্দ্রানী মজুমদার বলেন, ‘ভগবানই জানেন, আমরা কীভাবে মূল্যবৃদ্ধির বিষয়টি মোকাবিলা করব।’ চার সদস্যের পরিবারে একমাত্র উপার্জনকারী ইন্দ্রানী আরও বলেন, কোভিড-১৯ মহামারির দুই বছরে তাঁর বেতন কমতে কমতে অর্ধেক হয়ে গেছে।
ইন্দ্রানী জানান, আজকাল তাঁর পরিবার ভোজ্য তেলের খরচ বাঁচাতে সেদ্ধ খাবার বেশি খায়। তাঁর আশপাশের প্রায় এক ডজন বাড়ির লোকেরাও জানিয়েছেন—তাঁরাও একই রকম পদক্ষেপ নিচ্ছেন।
এ দিকে, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাস ভারতের অর্থনীতি প্রত্যাশিত গতির চেয়ে অনেক ধীরে প্রসারিত হয়েছে। এ বিষয়ে অর্থনীতিবিদরা সতর্ক করছেন—মূল্যস্ফীতি বাড়তে থাকলে আরও বেশি ক্ষতির মুখোমুখি হতে পারে।

ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে ভারতে। যুদ্ধের কারণে দেশটিতে ভোজ্য ও জ্বালানি তেলসহ প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে ফাস্ট ফুড এমনকি শাক-সবজির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ও কমিয়ে দিতে বাধ্য হয়েছেন নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বিশেষজ্ঞদের ধারণা এই যুদ্ধের প্রভাবে ভারতের অর্থনীতি বিগত দুই বছরে কোভিড-১৯ মহামারির কারণে দেশটির অর্থনীতি যতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল তা পুনরুদ্ধার থমকে যেতে পারে।
এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের নাগরিকেরা এই যুদ্ধের প্রভাব ভালোভাবেই অনুভব করছেন। কারণ ভারতের প্রতিষ্ঠানগুলো ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি এবং ভোজ্য তেল আমদানিতে অতিরিক্ত খরচ বহন করতে বাধ্য হচ্ছেন। চলতি সপ্তাহে দেশটিতে ডিজেল ও পেট্রলের দামের পাশাপাশি ভোজ্য তেলের দাম পাঁচ মাসের মধ্যে আরও এক দফা বেড়েছে।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বাসিন্দা ইন্দ্রানী মজুমদার বলেন, ‘ভগবানই জানেন, আমরা কীভাবে মূল্যবৃদ্ধির বিষয়টি মোকাবিলা করব।’ চার সদস্যের পরিবারে একমাত্র উপার্জনকারী ইন্দ্রানী আরও বলেন, কোভিড-১৯ মহামারির দুই বছরে তাঁর বেতন কমতে কমতে অর্ধেক হয়ে গেছে।
ইন্দ্রানী জানান, আজকাল তাঁর পরিবার ভোজ্য তেলের খরচ বাঁচাতে সেদ্ধ খাবার বেশি খায়। তাঁর আশপাশের প্রায় এক ডজন বাড়ির লোকেরাও জানিয়েছেন—তাঁরাও একই রকম পদক্ষেপ নিচ্ছেন।
এ দিকে, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাস ভারতের অর্থনীতি প্রত্যাশিত গতির চেয়ে অনেক ধীরে প্রসারিত হয়েছে। এ বিষয়ে অর্থনীতিবিদরা সতর্ক করছেন—মূল্যস্ফীতি বাড়তে থাকলে আরও বেশি ক্ষতির মুখোমুখি হতে পারে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
৭ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
৭ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
১১ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
১৩ ঘণ্টা আগে