Ajker Patrika

ভারতে করোনায় দৈনিক মৃত্যু নেমে এল ২০০-এর নিচে, ২০১ দিনের মধ্যে সর্বনিম্ন শনাক্ত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৪৩
ভারতে করোনায় দৈনিক মৃত্যু নেমে এল ২০০-এর নিচে, ২০১ দিনের মধ্যে সর্বনিম্ন শনাক্ত

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭৯৫ জনের, যা আগের দিনের চেয়ে ৭ হাজার ২৪৬ জন কম। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৭৯ জনের, যা আগের দিনের তুলনায় ৯৭ জন কম। দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২০৬। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৮১ শতাংশ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ মঙ্গলবার সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ৯৩ হাজার ১৪৮ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪ লাখ ৪৭ হাজার ৪০৬ জন। করোনা থেকে সেরে উঠেছে ৩ কোটি ২৯ লাখ ৪৮ হাজার ৬৫৭ জন। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে। গত ২৪ ঘণ্টায় কেরালায় করোনায় আক্রান্ত হয়েছে ১১ হাজার ৬৯৯ জন এবং মৃত্যু হয়েছে ৫৮ জনের। এ ছাড়া তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৫৭ জন এবং মারা গেছে ১৯ জন। মিজোরামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৪৬ জন এবং মারা গেছে ৭ জন। আসামে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪১২ জন। গত ২৪ ঘণ্টায় আসামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আটজনের। 

উল্লেখ্য, ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ৩০ লাখ ৯২ হাজার ৬৬৩ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৬৯ হাজার ৭৮৯ জনের। করোনা থেকে এ পর্যন্ত সেরে উঠেছে ২০ কোটি ৯৮ লাখ ২৪ হাজার ৯৬৩ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত