
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দিয়েছেন, শিগগির জম্মু-কাশ্মীরের রাজ্য মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে এবং সেখানে অতি দ্রুত বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। জম্মু-কাশ্মীরের উধামপুরে এক নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদি এই ঘোষণা দেন। এ জন্য তিনি স্থানীয়দের বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মোদি বলেছেন, ‘আপ লোগো নে বহুত কাষ্ট ঝেলে হ্যাঁয়। ম্যায়নে আপ কে লিয়ে বহুত বাড়া সাপনা দেখা হ্যায়। হাম রাজ্যে কা দারজা বাহাল কারেঙ্গে।’ অর্থাৎ, ‘আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আপনাদের নিয়ে আমি অনেক বড় স্বপ্ন দেখেছি। আমরা (জম্মু-কাশ্মীরের) রাজ্য মর্যাদা পুনর্বহাল করব।’
নরেন্দ্র মোদি আরও বলেন, ‘সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রত্যেকে তাঁর নিজের পছন্দের বিধায়ক ও মন্ত্রীদের বেছে নেবেন।’ এ সময় মোদি বলেন, ‘এত দিন এই বিষয়ে যা দেখেছেন তা কেবল ট্রেলার। জম্মু-কাশ্মীরের এক নতুন ও সুন্দর প্রতিচ্ছবি বানানোর কাজে আমাকে নামতে হবে।’
ভারতের সংবিধানে জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়ে একটি অনুচ্ছেদ ছিল—৩৭০ নামে। বর্তমান বিজেপি সরকার সেই অনুচ্ছেদ বাতিল করে। নরেন্দ্র মোদি অভিযোগ করে বলেন, বিরোধী জোট ‘ইন্ডিয়া’, বিশেষ করে কংগ্রেস এই বিষয়টি নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। কংগ্রেস ৩৭০ অনুচ্ছেদ পুনর্বহালের ঘোষণা দেওয়ার মাধ্যমেও বিষয়টি নিয়ে জল ঘোলা করছে বলে অভিযোগ করেন মোদি।
কংগ্রেসকে ইঙ্গিত করে মোদি বলেন, ‘ক্ষমতার স্বার্থে তারা ৩৭০ অনুচ্ছেদ দিয়ে একটি দেয়াল তৈরি করে রেখেছিল। যার ফলে জম্মু-কাশ্মীর ও দেশের অন্য জায়গার লোকেরা আর কোনো দিকে দৃষ্টিই দিতে পারেনি। আপনাদের আশীর্বাদে মোদি কেবল সেই দেয়াল ভেঙেই ফেলেননি, বরং তা ধ্বংসস্তূপের নিচে চাপা দিয়ে দিয়েছে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দিয়েছেন, শিগগির জম্মু-কাশ্মীরের রাজ্য মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে এবং সেখানে অতি দ্রুত বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। জম্মু-কাশ্মীরের উধামপুরে এক নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদি এই ঘোষণা দেন। এ জন্য তিনি স্থানীয়দের বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মোদি বলেছেন, ‘আপ লোগো নে বহুত কাষ্ট ঝেলে হ্যাঁয়। ম্যায়নে আপ কে লিয়ে বহুত বাড়া সাপনা দেখা হ্যায়। হাম রাজ্যে কা দারজা বাহাল কারেঙ্গে।’ অর্থাৎ, ‘আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আপনাদের নিয়ে আমি অনেক বড় স্বপ্ন দেখেছি। আমরা (জম্মু-কাশ্মীরের) রাজ্য মর্যাদা পুনর্বহাল করব।’
নরেন্দ্র মোদি আরও বলেন, ‘সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রত্যেকে তাঁর নিজের পছন্দের বিধায়ক ও মন্ত্রীদের বেছে নেবেন।’ এ সময় মোদি বলেন, ‘এত দিন এই বিষয়ে যা দেখেছেন তা কেবল ট্রেলার। জম্মু-কাশ্মীরের এক নতুন ও সুন্দর প্রতিচ্ছবি বানানোর কাজে আমাকে নামতে হবে।’
ভারতের সংবিধানে জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়ে একটি অনুচ্ছেদ ছিল—৩৭০ নামে। বর্তমান বিজেপি সরকার সেই অনুচ্ছেদ বাতিল করে। নরেন্দ্র মোদি অভিযোগ করে বলেন, বিরোধী জোট ‘ইন্ডিয়া’, বিশেষ করে কংগ্রেস এই বিষয়টি নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। কংগ্রেস ৩৭০ অনুচ্ছেদ পুনর্বহালের ঘোষণা দেওয়ার মাধ্যমেও বিষয়টি নিয়ে জল ঘোলা করছে বলে অভিযোগ করেন মোদি।
কংগ্রেসকে ইঙ্গিত করে মোদি বলেন, ‘ক্ষমতার স্বার্থে তারা ৩৭০ অনুচ্ছেদ দিয়ে একটি দেয়াল তৈরি করে রেখেছিল। যার ফলে জম্মু-কাশ্মীর ও দেশের অন্য জায়গার লোকেরা আর কোনো দিকে দৃষ্টিই দিতে পারেনি। আপনাদের আশীর্বাদে মোদি কেবল সেই দেয়াল ভেঙেই ফেলেননি, বরং তা ধ্বংসস্তূপের নিচে চাপা দিয়ে দিয়েছে।’

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৩ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৫ ঘণ্টা আগে