
ঢাকা: জম্মু-কাশ্মীর ও লাদাখকে আলাদা রাষ্ট্র হিসেবে মানচিত্রে দেখানোর কারণে ভারতে টুইটারের প্রধান মনিশ মাহেশ্বরীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার এফআইআর দায়ের করে উত্তরপ্রদেশ পুলিশ।
সংবাদ সংস্থা এএনআই সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা তথ্যটি নিশ্চিত করেছে।
এর আগে এএনআই সূত্রের বরাত দিয়ে আনন্দবাজারসহ ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমে মনিশ মাহেশ্বরীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করা হলেও পরে সেটি সংশোধন করা হয়।
আনন্দবাজার জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৫০৫ (২) ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৭৪ নম্বর ধারায় মনিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে উত্তর প্রদেশ পুলিশ। বজরং দলের এক নেতা বিকৃত ম্যাপ নিয়ে উত্তর প্রদেশের বুলন্দ শহরে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হয় এফআইআর।
টুইটারের 'টুইপ লাইফ' বিভাগে ভারতের যে মানচিত্র দেওয়া হয়েছে, সেখানে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে ভারতের মানচিত্রের বাইরে দেখানো হয়েছে; অর্থাৎ জম্মু-কাশ্মীর ও লাদাখকে ভারত থেকে আলাদা দেশ হিসেবে দেখানো হয়েছে। এর আগেও একবার লাদাখকে ভারতের বাইরে দেখিয়েছিল মাইক্রোব্লগিং সাইট টুইটার।
নীতিমালা নিয়ে ভারত সরকারের সঙ্গে টুইটারের দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। এর মধ্যে নতুন মাত্রা যোগ করেছে ভারতের মানচিত্র বিতর্ক।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বজরং দলের নেত্রী প্রবীন ভাটি বলেছেন, মানচিত্রের এই ঘটনাটি আমাকে ও পুরো ভারতবাসীকে আহত করেছে। এটিকে রাষ্ট্রদ্রোহিতা বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে টুইটার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ঢাকা: জম্মু-কাশ্মীর ও লাদাখকে আলাদা রাষ্ট্র হিসেবে মানচিত্রে দেখানোর কারণে ভারতে টুইটারের প্রধান মনিশ মাহেশ্বরীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার এফআইআর দায়ের করে উত্তরপ্রদেশ পুলিশ।
সংবাদ সংস্থা এএনআই সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা তথ্যটি নিশ্চিত করেছে।
এর আগে এএনআই সূত্রের বরাত দিয়ে আনন্দবাজারসহ ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমে মনিশ মাহেশ্বরীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করা হলেও পরে সেটি সংশোধন করা হয়।
আনন্দবাজার জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৫০৫ (২) ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৭৪ নম্বর ধারায় মনিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে উত্তর প্রদেশ পুলিশ। বজরং দলের এক নেতা বিকৃত ম্যাপ নিয়ে উত্তর প্রদেশের বুলন্দ শহরে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হয় এফআইআর।
টুইটারের 'টুইপ লাইফ' বিভাগে ভারতের যে মানচিত্র দেওয়া হয়েছে, সেখানে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে ভারতের মানচিত্রের বাইরে দেখানো হয়েছে; অর্থাৎ জম্মু-কাশ্মীর ও লাদাখকে ভারত থেকে আলাদা দেশ হিসেবে দেখানো হয়েছে। এর আগেও একবার লাদাখকে ভারতের বাইরে দেখিয়েছিল মাইক্রোব্লগিং সাইট টুইটার।
নীতিমালা নিয়ে ভারত সরকারের সঙ্গে টুইটারের দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। এর মধ্যে নতুন মাত্রা যোগ করেছে ভারতের মানচিত্র বিতর্ক।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বজরং দলের নেত্রী প্রবীন ভাটি বলেছেন, মানচিত্রের এই ঘটনাটি আমাকে ও পুরো ভারতবাসীকে আহত করেছে। এটিকে রাষ্ট্রদ্রোহিতা বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে টুইটার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রায় অর্ধশতাব্দী ধরে চলা ধর্মীয় শাসনের বিরুদ্ধে কখনোই এক হতে পারেনি ইরানের বিভক্ত বিরোধী রাজনীতি। তবে এবার দেশটিতে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সর্বশেষ শাহের ছেলে রেজা পাহলভি।
১ ঘণ্টা আগে
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ দিয়ে কঠোর তিরস্কার করেছে ভারত। দিল্লিতে কারাবন্দী সাবেক ছাত্রনেতা উমর খালিদকে সংহতি জানিয়ে একটি ব্যক্তিগত চিরকুট পাঠানোয় মামদানির ওপর চটেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি অভিযোগ করেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে। এই কথিত পরিকল্পনাকে তিনি আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
চার বছর ধরে চলা যুদ্ধ ইউক্রেনীয়দের জীবনের প্রায় সব সিদ্ধান্তই পাল্টে দিয়েছে। সম্পর্ক, বিয়ে কিংবা সন্তান নেওয়ার মতো ব্যক্তিগত সিদ্ধান্তও এখন যুদ্ধের বাস্তবতায় আটকে যাচ্ছে। এর প্রভাব পড়ছে দেশের ভবিষ্যতের ওপর—ইউক্রেনে কমছে বিয়ে ও জন্মহার।
৩ ঘণ্টা আগে