
ভারতে কোভিডে মৃত্যুর সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেল। আজ শুক্রবার সরকারের পক্ষ থেকে প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য জানা যাচ্ছে। তবে উপাত্ত বিশ্লেষকেরা বলছেন, জরিপে ত্রুটি থাকছে এবং বহু মৃত্যুর হিসাব অজানা থেকে যাচ্ছে। গত বছর এমন ত্রুটির বিষয় ধরা পড়েছিল। তাছাড়া লাখ লাখ ভারতীয় কোভিড ঝুঁকিপূর্ণের তালিকায় আছেন। যেখানে স্বাস্থ্য ব্যবস্থা একসঙ্গে বিপুল রোগী সামাল দেওয়ার মতো যথেষ্ট নয়।
সরকারি তথ্য অনুসারে, করোনাভাইরাসের ডেলটা ভেরিয়েন্টের বিধ্বংসী প্রাদুর্ভাবের পরে বিশ্বব্যাপী মৃত্যুর চতুর্থ-সর্বোচ্চ সংখ্যার দেশ ভারত ২০২১ সালের জুলাইয়ের মধ্যে ৪ লাখের রেকর্ড করেছে। কেউ কেউ মনে করেন পরিসংখ্যানটি আরও অনেক বেশি।
আহমেদাবাদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের সহকারী অধ্যাপক চিন্ময় তুম্বে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘সায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে তিনটি ভিন্ন ডেটাবেস ব্যবহার করে ২০২১ সালের মাঝামাঝি পর্যন্ত ভারতে কোভিডে ৩০ লাখ মৃত্যুর একটা আশঙ্কার কথা বলা হয়েছিল।’ চিন্ময় গবেষণা প্রতিবেদনটির সহ-লেখক ছিলেন।
গত মাসে ভারত সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে গবেষণাটি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে বলেছিল, জন্ম ও মৃত্যু রিপোর্টিংয়ের একটি শক্তিশালী ব্যবস্থা সরকারের রয়েছে।
ভারতের রাজ্যগুলো তাদের জেলা থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে কোভিডে মৃত্যুর রেকর্ড করেছে। গত কয়েক মাসে বেশ কয়েকটি রাজ্য মৃত্যুর সংখ্যা হালনাগাদ করেছে। তাতে একলাফে সংখ্যা অনেক বেড়েছে। কিছু শীর্ষ আদালতের চাপের মধ্যে রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে কর্তৃপক্ষ বলেছে, বিলম্বিত নিবন্ধন এবং অন্যান্য প্রশাসনিক ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে।
ভারত বর্তমানে ওমিক্রন ভেরিয়েন্টের সংক্রমণের তৃতীয় ঢেউয়ে রয়েছে। কিছু শীর্ষ বিশেষজ্ঞের মতে, এরই মধ্যে গোষ্ঠী সংক্রমণে প্রবেশ করেছে ভারত। যদিও কেন্দ্র সরকারের কর্মকর্তারা বলছেন, সংক্রমণের উপসর্গ বেশিরভাগ ক্ষেত্রেই মৃদু।
সরকারি পরিসংখ্যান অনুসারে, ভারতের কোভিড সংক্রমণের মোট সংখ্যা ৪ কোটি ১০ লাখ ৯৫ হাজারে পৌঁছেছে, যা যুক্তরাষ্ট্রের পরে বিশ্বব্যাপী দ্বিতীয় সর্বোচ্চ।

ভারতে কোভিডে মৃত্যুর সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেল। আজ শুক্রবার সরকারের পক্ষ থেকে প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য জানা যাচ্ছে। তবে উপাত্ত বিশ্লেষকেরা বলছেন, জরিপে ত্রুটি থাকছে এবং বহু মৃত্যুর হিসাব অজানা থেকে যাচ্ছে। গত বছর এমন ত্রুটির বিষয় ধরা পড়েছিল। তাছাড়া লাখ লাখ ভারতীয় কোভিড ঝুঁকিপূর্ণের তালিকায় আছেন। যেখানে স্বাস্থ্য ব্যবস্থা একসঙ্গে বিপুল রোগী সামাল দেওয়ার মতো যথেষ্ট নয়।
সরকারি তথ্য অনুসারে, করোনাভাইরাসের ডেলটা ভেরিয়েন্টের বিধ্বংসী প্রাদুর্ভাবের পরে বিশ্বব্যাপী মৃত্যুর চতুর্থ-সর্বোচ্চ সংখ্যার দেশ ভারত ২০২১ সালের জুলাইয়ের মধ্যে ৪ লাখের রেকর্ড করেছে। কেউ কেউ মনে করেন পরিসংখ্যানটি আরও অনেক বেশি।
আহমেদাবাদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের সহকারী অধ্যাপক চিন্ময় তুম্বে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘সায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে তিনটি ভিন্ন ডেটাবেস ব্যবহার করে ২০২১ সালের মাঝামাঝি পর্যন্ত ভারতে কোভিডে ৩০ লাখ মৃত্যুর একটা আশঙ্কার কথা বলা হয়েছিল।’ চিন্ময় গবেষণা প্রতিবেদনটির সহ-লেখক ছিলেন।
গত মাসে ভারত সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে গবেষণাটি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে বলেছিল, জন্ম ও মৃত্যু রিপোর্টিংয়ের একটি শক্তিশালী ব্যবস্থা সরকারের রয়েছে।
ভারতের রাজ্যগুলো তাদের জেলা থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে কোভিডে মৃত্যুর রেকর্ড করেছে। গত কয়েক মাসে বেশ কয়েকটি রাজ্য মৃত্যুর সংখ্যা হালনাগাদ করেছে। তাতে একলাফে সংখ্যা অনেক বেড়েছে। কিছু শীর্ষ আদালতের চাপের মধ্যে রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে কর্তৃপক্ষ বলেছে, বিলম্বিত নিবন্ধন এবং অন্যান্য প্রশাসনিক ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে।
ভারত বর্তমানে ওমিক্রন ভেরিয়েন্টের সংক্রমণের তৃতীয় ঢেউয়ে রয়েছে। কিছু শীর্ষ বিশেষজ্ঞের মতে, এরই মধ্যে গোষ্ঠী সংক্রমণে প্রবেশ করেছে ভারত। যদিও কেন্দ্র সরকারের কর্মকর্তারা বলছেন, সংক্রমণের উপসর্গ বেশিরভাগ ক্ষেত্রেই মৃদু।
সরকারি পরিসংখ্যান অনুসারে, ভারতের কোভিড সংক্রমণের মোট সংখ্যা ৪ কোটি ১০ লাখ ৯৫ হাজারে পৌঁছেছে, যা যুক্তরাষ্ট্রের পরে বিশ্বব্যাপী দ্বিতীয় সর্বোচ্চ।

মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
৭ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
১১ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
১৩ ঘণ্টা আগে