আজকের পত্রিকা ডেস্ক

ভারতের ওডিশার বালেশ্বর শহরের এক কলেজছাত্রীকে বারবার যৌন সম্পর্কের প্রস্তাব দিয়ে যাচ্ছিলেন তাঁর বিভাগের প্রধান। না মানলে তাঁর ভবিষ্যৎ ধ্বংসেরও হুমকি দিচ্ছিলেন ওই শিক্ষক।
শিক্ষকের কাছে থেকে পাওয়া এই মানসিক চাপ একপর্যায়ে সহ্য করতে না পেরে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই ছাত্রী। এতে তাঁর শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে যায়। তাঁকে বাঁচাতে গিয়ে এক সহপাঠীও গুরুতরভাবে দগ্ধ হন। তাঁর শরীরের প্রায় ৭০ শতাংশ ঝলসে গেছে।
আজ শনিবারের এ ঘটনায় ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের আদেশে তাঁকে ও কলেজটির অধ্যক্ষ—উভয়কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ওডিশার উচ্চশিক্ষা মন্ত্রী সূর্যবংশী সুরজ বলেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী ছাত্রী বালেশ্বরের ফকির মোহন কলেজের বিএড প্রোগ্রামের শিক্ষার্থী। ১ জুলাই যৌন হয়রানির ঘটনায় কলেজের অভ্যন্তরীণ অভিযোগ কমিটিতে লিখিত অভিযোগ করেছিলেন তিনি।
অভিযোগে ওই ছাত্রী বলেন, বিভাগের প্রধান সমীর কুমার সহু তাঁকে বারবার ‘যৌন সম্পর্কের’ জন্য চাপ দিচ্ছিলেন। এতে রাজি না হলে তাঁকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছিল।
একাধিক সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, অভিযোগ জমা দেওয়ার পর ওই ছাত্রীকে আশ্বাস দেওয়া হয়েছিল, সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এর প্রতিবাদে ভুক্তভোগী ছাত্রীসহ কয়েকজন শিক্ষার্থী আজ কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন।
তাঁর সহপাঠীদের বক্তব্য, বিক্ষোভ চলাকালে হঠাৎ ওই ছাত্রী অধ্যক্ষের কার্যালয়ের কাছে দৌড়ে গিয়ে নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।

ভারতের ওডিশার বালেশ্বর শহরের এক কলেজছাত্রীকে বারবার যৌন সম্পর্কের প্রস্তাব দিয়ে যাচ্ছিলেন তাঁর বিভাগের প্রধান। না মানলে তাঁর ভবিষ্যৎ ধ্বংসেরও হুমকি দিচ্ছিলেন ওই শিক্ষক।
শিক্ষকের কাছে থেকে পাওয়া এই মানসিক চাপ একপর্যায়ে সহ্য করতে না পেরে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই ছাত্রী। এতে তাঁর শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে যায়। তাঁকে বাঁচাতে গিয়ে এক সহপাঠীও গুরুতরভাবে দগ্ধ হন। তাঁর শরীরের প্রায় ৭০ শতাংশ ঝলসে গেছে।
আজ শনিবারের এ ঘটনায় ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের আদেশে তাঁকে ও কলেজটির অধ্যক্ষ—উভয়কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ওডিশার উচ্চশিক্ষা মন্ত্রী সূর্যবংশী সুরজ বলেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী ছাত্রী বালেশ্বরের ফকির মোহন কলেজের বিএড প্রোগ্রামের শিক্ষার্থী। ১ জুলাই যৌন হয়রানির ঘটনায় কলেজের অভ্যন্তরীণ অভিযোগ কমিটিতে লিখিত অভিযোগ করেছিলেন তিনি।
অভিযোগে ওই ছাত্রী বলেন, বিভাগের প্রধান সমীর কুমার সহু তাঁকে বারবার ‘যৌন সম্পর্কের’ জন্য চাপ দিচ্ছিলেন। এতে রাজি না হলে তাঁকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছিল।
একাধিক সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, অভিযোগ জমা দেওয়ার পর ওই ছাত্রীকে আশ্বাস দেওয়া হয়েছিল, সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এর প্রতিবাদে ভুক্তভোগী ছাত্রীসহ কয়েকজন শিক্ষার্থী আজ কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন।
তাঁর সহপাঠীদের বক্তব্য, বিক্ষোভ চলাকালে হঠাৎ ওই ছাত্রী অধ্যক্ষের কার্যালয়ের কাছে দৌড়ে গিয়ে নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।

২৬ বছর বয়সী ওই যুবকের নাম এরফান সোলতানি। তাঁকে ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) তেহরানের পশ্চিমে অবস্থিত শহর ফারদিসের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। নরওয়েভিত্তিক কুর্দি মানবাধিকার সংগঠন হেনগাও জানায়, গ্রেপ্তারের কয়েক দিনের মধ্যেই কর্তৃপক্ষ তাঁর পরিবারকে জানায়, বুধবার তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
৪২ মিনিট আগে
দক্ষিণ চীন সাগরে মহড়া শেষ করে মার্কিন বিমানবাহী রণতরী সেখান থেকে সরে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করেছে বলে জানা গেছে। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই খবরের ঠিক আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দেন।
৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করতে হামাসের শীর্ষ নেতা ও গাজার অন্যান্য ফিলিস্তিনি সংগঠনের প্রতিনিধিরা মিসরের রাজধানী কায়রোতে অবস্থান করছেন। যুদ্ধবিরতি কার্যত টালমাটাল অবস্থায়। কারণ, ইসরায়েল একের পর এক তা লঙ্ঘন করছে এবং গাজায় গণহত্যামূলক
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট–আইসিই এজেন্টরা একটি গাড়ি থেকে টেনে–হিঁচড়ে বের করে নেওয়ার সময় চিৎকার করতে থাকা যে নারীর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, তাঁকে শনাক্ত করা হয়েছে। তিনি একজন প্রযুক্তিবিদ, এলজিবিটি ও বর্ণবৈষম্যবিরোধী অধিকারকর্মী।
৫ ঘণ্টা আগে